For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্টাইলিশ স্যুটে ফ্যাশনস্টার কঙ্গনা রানাউত!

|

ফ্যাশন ওয়ার্ল্ডে এখন শুধুই কঙ্গনা রানাউতের ঝড়। বেবিডল ড্রেস থেকে ফরম্যাল স্যুট সবধরণের পোশাকেই দুরন্ত বলিউডের এইমূহুর্তের এই এক নম্বর অভিনেত্রী। বলিউডের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম কঙ্গনা।

আমিই একনম্বর , বলিউডে আমার কোনও প্রতিযোগিতা নেই, দাবি কঙ্গনার!

তবে কঙ্গনাকে একাধিক অনুষ্ঠানে দেখা যায় স্যুটে। তবে স্যুটের মধ্যেও নতুনত্ব স্টাইল এনেছেন কঙ্গনা। ব্ল্যাকবেরি থেকে ডিওর, সাদা-কালো হোক বা শিমারিং স্যুট কঙ্গনা যেভাবে স্যুট ক্যারি করেন তা শেখার মতো।

ভগ ম্যাগাজিনের ফটোশুটে মিলিটারি বিকিনিতে 'খোলামেলা' কঙ্গনা!

ফরম্যাল স্যুটকেও যেভাবে লাস্যে ভরে দেন কঙ্গনা তার প্রশংসা না করে থাকা যায় না।

প্রিন্ট স্যুট

প্রিন্ট স্যুট

সম্প্রতি মনিষা জয়সিংয়ের ডিজানাইনার অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট স্যুটে দেখা গেল তাকে। এই লুকের সঙ্গে নিজের চুল স্ট্রেট আইনিং করিয়েছেন কঙ্গনা। তহে কঙ্গনার কোঁকড়া চুলের সৌন্দর্যই আলাদা। তবুও লুকটাকে দারুণভাবে ক্যারি করেছেন কঙ্গনা।

ডুয়াল কালার স্যুট

ডুয়াল কালার স্যুট

ধুসর রংয়ের দুটি শেডের মিশেলে নতুন রূপে কঙ্গনা। ডিওর ডুয়াল টোনড গ্রে স্যুটের সঙ্গে কালো ও ধূসর রংয়ের টি পাম্প-এ রমণীয় কঙ্গনা।

সাদা স্যুট

সাদা স্যুট

সাদা রংয়ের থেইয়া কোচার প্যান্ট স্যুটের ভিতরে শার্ট বা কোনও টপ পড়েননি কঙ্গনা। ব্লেজারের ফাঁকে বক্ষ বিভাজিকা প্রদর্শন করছেন কঙ্গনা সঙ্গে ন্যুড রংয়ের পাম্প হিলস। সঙ্গে ছোট ঝোলা কানের দুল গলায় থ্রি লেয়ার নেকলেস।

কালো স্যুট

কালো স্যুট

আরমানি কালো স্যুটের সঙ্গেও ভিতরে কোনও শার্ট বা টপ পরেননি কঙ্গনা। বডি হাগিং স্যুটে কঙ্গনার শরীরে খাঁজ দৃশ্যমান। এই লুককে আলাদা মাত্রা দিয়েছে তার কালো লেসের পিপ টো হিলস। এই লুকে কোনও কানের দুল বা হার ব্যবহার করেননি কঙ্গনা।

শিমার স্যুট

শিমার স্যুট

শুধু সাদা বা কালো নয়, সাটিন সিল্ক বার্গেন্ডি রংয়ের বারবেরি স্যুটে দেখা গেল কঙ্গনাকে। সঙ্গে ভিতরে পরেছেন কালো শার্ট।

লাল স্যুট

লাল স্যুট

হট রেড স্যুটেও অনবদ্য কঙ্গনা। সঙ্গে ফুল নেক কালো রংয়ের টপ। ও পায়ে কালো রংয়ের ভেলভেট হিলস।

হাল্কা খয়েরি স্যুট

হাল্কা খয়েরি স্যুট

গুচির হাল্কা খয়েরি রংয়ের স্যুটের সঙ্গে নুড পাম্প হিলসে কঙ্গনা। সঙ্গে লাল প্রিন্টেড স্কার্ফ।

English summary

Suit Up Like Androgynous Fashionista Kangana Ranaut For An Uber-Chic Look

Suit Up Like Androgynous Fashionista Kangana Ranaut For An Uber-Chic Look
X