For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

International Women's Day 2023: নারী দিবস উদযাপন শুরু হয়েছিল কী ভাবে? জেনে নিন দিনটির ইতিহাস ও গুরুত্ব

|

প্রতি বছর ৮ মার্চ নারীদের সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস'। লিঙ্গবৈষম্য দূর করতে, নারীর সমানাধিকারের জন্য পালন করা হয় নারী দিবস। বিভিন্ন দেশে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা-ভালবাসা প্রকাশ ও তাদের কাজের প্রশংসা করেই দিনটি পালিত হয়। কিন্তু জানেন কি কীভাবে শুরু হয়েছিল নারী দিবস উদযাপন? জেনে নিন নারী দিবসের ইতিহাস সম্পর্কে -

international womens day history and significance

আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস

জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা অনুযায়ী, উত্তর আমেরিকা ও ইউরোপে বিংশ শতাব্দীর শুরুতে শ্রমিক আন্দোলনের কার্যক্রম থেকেই আন্তর্জাতিক নারী দিবসের প্রথম উদ্ভব ঘটে। UNESCO-র মতে, ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নারী দিবস পালিত হয়। ওই বছর আমেরিকার সোশ্যালিস্ট পার্টির আহ্বানে নারী শ্রমিকদের প্রতি সম্মান জানিয়েই এই দিবস সর্বপ্রথম উদযাপিত হয়েছিল। এরপর ১৯১৭ সালে রাশিয়ান মহিলারা, নারী দিবসে 'রুটি ও শান্তি'র দাবিতে ধর্মঘট করার সিদ্ধান্ত নেন। ইউরোপের নারীরা ৮ মার্চ শান্তি বিষয়ক কার্যক্রমকে সমর্থন করে মিছিল করেন। তারপর জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে।

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চকে নারী অধিকার ও বিশ্ব শান্তির জন্য আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকেই প্রতি বছর ৮ মার্চ নির্দিষ্ট থিমের উপর নির্ভর করে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।

গুরুত্ব : লিঙ্গবৈষম্য দূর করা, শিল্প-সাহিত্যসহ সর্বক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়। নারীদের কাজের অধিকার, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাজের বৈষম্যের অবসান করতে দিনটি পালিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩-এর থিম

প্রতি বছর নির্দিষ্ট থিমের ভিত্তিতে নারী দিবস উদযাপিত হয়। সেই মতো এবছরও নারী দিবস উদযাপনের জন্য একটি থিম বেছে নেওয়া হয়েছে। ২০২৩ সালের থিম হল - 'DigitALL: Innovation and technology for gender equality'।

English summary

International Women's Day 2023: Date, history, significance, theme this year

Read on to know about international women's day history and theme in bengali.
X
Desktop Bottom Promotion