For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

International Tiger Day 2021 : রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে এই তথ্যগুলি জানলে অবাক হবেন!

|

প্রতি বছর ২৯ শে জুলাই 'আন্তর্জাতিক বাঘ দিবস' বা 'বিশ্ব বাঘ দিবস' পালন করা হয়। ২০১০ সালে প্রথম আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয়েছিল। বিশ্বজুড়ে বাঘেদের যে বিপদ এবং সমস্যা দেখা দিচ্ছে সে বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতেই এই দিনটি পালিত হয়। বাঘ সংরক্ষণের বিষয়ে মনোযোগ দেওয়া খুব জরুরি, কারণ এটি ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

International Tiger Day : Theme, History and Facts About Royal Bengal Tiger

২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট-এ আন্তর্জাতিক বাঘ দিবস প্রথম পালিত হয়েছিল। বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস মূল ভূমিকা পালন করে। এই বছর আন্তর্জাতিক বাঘ দিবসের থিম হল - "Their Survival is in our hands".

রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কিত তথ্য

১) রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সর্ববৃহৎ বিড়াল প্রজাতি। একটি বড় বেঙ্গল টাইগার দৈর্ঘ্যে প্রায় নয় ফুট পর্যন্ত হতে পারে পারে। বাঘিনীর ওজন পুরুষ বাঘের চেয়ে তুলনায় ছোট হয়। বাঘিনী ১০০-১৮১ কেজি ওজনের এবং পুরুষ বাঘ প্রায় ২০০-৩০০ কেজি ওজনের। বাঘিনীদের উচ্চতা ৮-৯ ফুট হয়ে থাকে এবং বাঘেদের উচ্চতা ৮-১০ ফুট হয়।

২) বেঙ্গল টাইগারের ক্যানাইন দাঁত ৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং সিংহের চেয়েও বেশি লম্বা হয়। ব্লেডের মত ধারালো বাঁকানো নখ হয়। অন্যান্য প্রাণীর তুলনায় এদের দৃষ্টিশক্তি তুখর হয় এবং অসাধারণ শ্রবণ ক্ষমতাও রয়েছে।

৩) সাধারণত এদের তৃণভূমি, জলাভূমি এবং ম্যানগ্রোভে বেশি দেখা যায়। এরা সাধারণত একাই থাকে, কেবলমাত্র সঙ্গমের সময়কালে একত্রিত হয়। এদের অলস প্রাণী বলে মনে হতে পারে, কারণ এরা দিনের বেলাও বিশ্রাম নেয়।

৪) বেঙ্গল টাইগার প্রায় ২৫ বছর বেঁচে থাকতে পারে। এরা একেবারে প্রায় ৩০-৪০ কেজি মাংস খেতে পারে। এদের শরীর একটু ভারী হয়।

৫) বাঘিনীদের গর্ভাবস্থা প্রায় তিন মাসের হয়ে থাকে। এক সঙ্গে ৪-৫টি বাচ্চা হয়।

৬) বাঘ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। জন্মের প্রথম এক সপ্তাহ পর্যন্ত বাঘের বাচ্চা পুরোপুরি অন্ধ থাকে।

৭) রয়েল বেঙ্গল টাইগার দুর্দান্ত সাঁতারু হয় এবং তারা জলেও শিকার করতে পারে।

৮) এই রয়েল বেঙ্গল টাইগার বেশিরভাগ দেখা যায় ভারত এবং ভুটান, নেপাল, মায়ানমার, বাংলাদেশে। চীনেও দেখা যায় তবে খুব কম পরিমাণে।

আরও পড়ুন : National Parents' Day 2021 : কেন পালন করা হয় পেরেন্টস ডে? জেনে নিন এই দিবসের গুরুত্ব

English summary

International Tiger Day 2021 : Theme, History and Facts About Royal Bengal Tiger In Bengali

International Tiger Day is observed on July 29 every year. Here below are some interesting facts about the Royal Bengal Tiger. Read on.
Story first published: Thursday, July 29, 2021, 12:20 [IST]
X
Desktop Bottom Promotion