For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

International Friendship Day 2023: কবে থেকে শুরু হয়েছে ফ্রেন্ডশিপ ডে উদযাপন? জেনে নিন এই দিনটির ইতিহাস

|

'বন্ধু'- শব্দটা খুব ছোটো কিন্তু এর গভীরতা অনেক। বাবা-মায়ের পর যদি আমরা আমাদের মনে কাউকে স্থান দিয়ে থাকি তাহলে সেটা হল বন্ধু। শৈশব, কৈশোর, ছাত্রজীবন, কর্মক্ষেত্র, সংসার ও সমাজ জীবনে নানান মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব মানে না কোনও জাতি, মানে না কোনও বয়স। প্রথম প্রেমের গল্প, মন ভাঙার গল্প, দুঃখ-কষ্ট, সুখ এ সবই আমরা বন্ধুর সঙ্গেই শেয়ার করে থাকি। বিপদে-আপদে কিংবা আনন্দের সময় কিংবা কোনও সিদ্ধান্ত নিতে, আমরা সবার আগে প্রিয় বন্ধুর কাছেই ছুটে যাই। এই বন্ধুত্বের জন্য আলাদা একটি দিন হয় না। বছরের সব দিনগুলোই বন্ধুদের দিন। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য, তা হল ফেন্ডশিপ ডে।

International Friendship Day

ইতিহাস

ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের তরফে ১৯৫৮ সালে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের প্রস্তাব উত্থাপিত হয়। বন্ধুত্বের মাধ্যমে শান্তিপূর্ণ সংস্কৃতি স্থাপনের জন্য প্রচার চালায় এই সংস্থা।

১৯৫৮ সালের ২০ জুলাই বিশ্বব্যাপী বন্ধুত্ব দিবস পালনের চিন্তা ডঃ র‌্যামন আর্টেমিও ব্রাকোর মাথায় আসে। প্যারাগুয়ের একটি শহর পুয়ের্তো পিনাস্কোয় বন্ধুদের সঙ্গে নৈশভোজে বসেছিলেন তিনি। সেই সময়ই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের কথা উত্থিত হয়।

২০১১ সালে, রাষ্ট্রপুঞ্জের ৬৫ তম অধিবেশনে ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে মনোনীত করা হয়েছিল।

১৯৯৮ সালে, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব Kofi Annan-এর পত্নী Nane Annan, ডিজনি চরিত্র উইনি দ্য পুহ-কে global Ambassador of Friendship হিসেবে ঘোষণা করেছিলেন।

তবে সর্বপ্রথম, ১৯৩০ সালে হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল ২ অগস্ট বন্ধুত্ব দিবস পালনের আয়োজন করেন। কিন্তু খুব শীঘ্রই সকলে বুঝতে পারেন যে এটি গ্রিটিংস কার্ড বিক্রির কৌশল।

ভারত ছাড়াও আরও অনেক দেশে অগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস পালিত হয়। ২০২৩ সালে ভারতে ৬ অগস্ট ফ্রেন্ডশিপ ডে পালিত হবে।

ফ্রেন্ডশিপ ডে উদযাপন

এই দিন বন্ধুদের মধ্যে উপহার ও কার্ড আদান-প্রদান হয়। একে অপরের কব্জিতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে বন্ধুত্ব দিবস উদযাপন করা হয়ে থাকে। এই দিন বন্ধুদের সঙ্গে সারাদিন কাটানো, ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়া হয়ে থাকে। বন্ধুত্ব দিবস উপলক্ষে অনেক জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। রেস্টুরেন্ট, শপিং মল সেজে ওঠে ভিন্ন ভাবে।

সোশ্যাল মিডিয়ায়ও ফ্রেন্ডশিপ ডে ভীষণভাবে উদযাপিত হয়। সোশ্যাল সাইটগুলিতে বন্ধুরা একে অপরকে শুভেচ্ছা জানায় বা একে অপরের সম্পর্কে আন্তরিক পোস্ট বা গল্প শেয়ার করে।

English summary

International Friendship Day 2023: Date, history, significance, celebrations of the day

International Friendship Day 2023: It is celebrated worldwide on July 30 every year. Know all about the history an origin of the day.
X
Desktop Bottom Promotion