For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৯ : থিম, ইতিহাস ও গুরুত্ব

|

বর্তমান সমাজে এখনও মেয়েরা বড়ই অবহেলার পাত্র। শিক্ষিত বা নিরক্ষর সবাই আধুনিক যুগে দাঁড়িয়েও কন্যা শিশুদের প্রতি বৈষম্যমুলক আচার করে। প্রতিবছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। এর মূল লক্ষ্য হল, লিঙ্গ বৈষম্য দূর করা, মেয়েদের নির্যাতন, বৈষম্য ও তাদের অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার প্রচার করা। বিশ্বের নানান প্রান্তে মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের মানবাধিকার সম্পর্কে প্রচার করার উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রতিবছর এর একটা থিম বা প্রতিপাদ্য থাকে। এইবছরের, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৯ সালের থিমটি হল 'গার্ল ফোর্স: অবিকৃত এবং অপ্রতিরোধ্য'।

International Day of the Girl Child

এই দিবসের ইতিহাস

১৯৯৫ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত মহিলাদের নিয়ে চতুর্থ বিশ্ব সম্মেলনে নারী ২০০ দেশের ৩০০০০ জন নারী ও পুরুষ অংশ নিয়েছিলেন। এটি ছিল মহিলা ও মেয়েদের অধিকারের ক্ষমতায়নের জন্য সবচেয়ে প্রগতিশীল।

রাষ্ট্রসংঘের সাধারণ সভার মধ্যে কানাডায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের প্রস্তাব শুরু হয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। প্রথম কন্যা শিশু দিবসর থিম ছিল "বাল্য বিবাহ বন্ধ করা"। দ্বিতীয় বার, ২০১৩ সালে থিম ছিল "মেয়েদের শিক্ষা ক্ষেত্র অভিনব করে তোলা"।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের তাৎপর্য

বিগত বছরগুলিতে, মহিলারা যৌন ও প্রজনন স্বাস্থ্য থেকে শুরু করে সমান বেতনের বিষয়গুলি নিয়ে বিশ্বব্যাপী আন্দোলন শুরু করেছিলেন এবং বিষয় গুলির উপর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাঁরা। বাল্য বিবাহ থেকে শুরু করে শিক্ষার বৈষম্য, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, মেয়েদের আত্মমর্যাদাবোধ এবং মেয়েদের ঋতুস্রাবের সময় উপাসনালয়ে প্রবেশের অধিকারের মতো গুরুতর সমস্যা মোকাবিলায় যুবতি মেয়েরা আজ বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

অল্প বয়সী মেয়েরা সামাজিক ও কুসংস্কার দ্বারা আগত বাধাগুলি ভাঙছে এবং নিজেদের অগ্রসরের নতুন পথ অর্জন করছে। তারা তাদের জন্য একটি বিশ্ব তৈরি করছে যা তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি অর্জনে তাদের সহায়তা করবে।

Read more about: girl child
English summary

International Day Of The Girl Child 2019: Date, Theme, History And Significance

Every year on 11 October, International Day of the Girl Child is observed which aims to raise awareness on the needs of girls and challenges they face, promote girls' empowerment and the fulfilment of their human rights.
X
Desktop Bottom Promotion