For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রয়াত ঋষি কাপুর, দেখুন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য

|

তিনিও লড়াই করেছিলেন জীবনের সঙ্গে। শরীরের মধ্যে মারণ রোগ ক্যান্সারের জন্ম নিয়েছিল বহুদিন আগেই। বুধবার, ২৯ এপ্রিল সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন খ্যাতনামা অভিনেতা ঋষি কাপুর। দু'বছর ধরে লিউকোমিয়ার সঙ্গে লড়াই লড়াই করতে করতে অবশেষে ৬৭ বছর বয়সে থমকে গেল তাঁর জীবন। বলিউড থেকে টলিউড, গোটা সিনেমা জগৎ হারালো এক নক্ষত্র ও মহাতারকাকে। ইরফান খান এর পর ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সকালে ইহলোক ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। 'ডি-ডে' ছবির ওয়ালি খান ও ইকবাল শেঠ এর এবার দেখা হবে অন্য এক সেলুলয়েডে।

Rishi Kapoor Passes Away At 67

বলিউডের চকলেট বয় নামেও পরিচিত ঋষি কাপুর। তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা মন জয় করেছিল সকল স্তরের দর্শকদের। তাঁর মারা যাওয়ার মর্মান্তিক সংবাদ কাঁপিয়ে দিয়েছে সমগ্র চলচ্চিত্র মহল থেকে গোটা ভারতবাসীকে। চলুন জেনে নেওয়া যাক এই মহাতারকার সম্পর্কে কিছু অজানা তথ্য।

১) ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর কাপুর পরিবারে জন্মগ্রহণ করেন ঋষি কাপুর। সাদাকালো সেলুলয়েডের বিখ্যাত অভিনেতা পরিচালক রাজ কাপুরের পুত্র।

আরও পড়ুন : চলে গেলেন না ফেরার দেশে, দিয়ে গেলেন একগুচ্ছ উপহার

২) মুম্বইয়ের ক্যাম্পিয়ন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর, স্নাতক ডিগ্রি অর্জন করেন আজমিরের মেয়ো কলেজ থেকে।

৩) 'ববি' সিনেমার শ্যুটিংয়ের সময় সহ-অভিনেত্রী নিতু সিং এর প্রেমে পড়েন। অবশেষে ১৯৮০ সালের ২২ জানুয়ারি নিতু সিং-কে বিয়ে করেন।

৪) চলচ্চিত্র জগতে ঋষি কাপুরের আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর বাবার পরিচালিত 'শ্রী ৪২০' ছবিতে। সেই ছবিতে তাঁকে শিশুশিল্পী হিসেবে অন্য দুই শিশু শিল্পীর সঙ্গে ছবির বিখ্যাত গান 'প্যার হুয়া ইকরার হুয়া' তে বৃষ্টির মধ্যে হেঁটে যেতে দেখা গিয়েছিল।

৫) ১৯৭০ সালে বাবার যোগ্য উত্তরসূরী 'মেরা নাম জোকার' ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন। তখন তিনি খুবই ছোট। বাবার সহশিল্পী হিসেবে সিনেমায় কাজ করেন তিনি।

৬) হিরো হিসেবে ডেবিউ করেন 'ববি' সিনেমা-তে। সেখানে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন ডিম্পল কপাডিয়া। এতে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ডও পান তিনি। এই সিনেমার পর রোমান্টিক নায়ক হিসেবে দর্শক তাঁকে স্বীকৃতি দিয়েছে আজীবন।

৭) ২০১৭ সালে ঋষি কাপুরের আত্মজীবনী বই 'খুল্লাম খুল্লা: ঋষি কাপুর আনসেন্সরড' প্রকাশিত হয়। এই বইটিতে তিনি তাঁর জীবনের বহু অজানা ঘটনাকে তুলে ধরেছেন।

৮) তাঁর সমস্ত চলচ্চিত্রের মধ্যে স্মরণীয় আরেকটি চলচ্চিত্র হলো 'চাঁদনী'।

৯) তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে জনপ্রিয় হল - Bobby, Rafoo Chakkar, Laila Majnu, Sargam, Karz, Prem Rog, Chandani, Nagina, Henna, Bol Radha Bol, Damini, Hum Kisise Kam Nahi, Saagar, Deewana and Prem Granth.

১০) বলিউডে তাঁর সহ-অভিনেতা হিসেবে কাজ করার জনপ্রিয় সিনেমাগুলি হল - Namaste London, Love Aaj Kal, Fanna, Patiala House, Agneepath, Houseful 2 and Kapoor and Sons.

১১) ২০১৬ সালে তিনি স্ক্রীন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

১২) ২০১৭ সালে 'কাপুর এন্ড সন্স' সিনেমায় সেরা সহ-অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান।

১৩) ২০১১ সালে স্ত্রী নিতু সিং-এর সঙ্গে জি সিনে অ্যাওয়ার্ডে 'বেস্ট লাইফটাইম জোড়ি' অ্যাওয়ার্ড পান।

১৪) তার শেষ ছবি ' ১০২ নটআউট '। এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন অমিতাভ বচ্চন।

English summary

Rishi Kapoor Passes Away At 67: Some Lesser Known Facts About The Bollywood's Evergreen Actor

Veteran actor Rishi Kapoor passes away on 30 April 2020 after battling from leukaemia for two years.
Story first published: Thursday, April 30, 2020, 16:17 [IST]
X
Desktop Bottom Promotion