For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মনের টানেই মিলন হল দুই মেরুর সমকামিত্বের

|

ভালোবাসার জয় সর্বত্র। তার নেই কোনও জাতি, নেই কোনও ধর্ম, নেই কোনও দেশ, নেই কোনও বয়স, নেই কোনও সীমা, মানে না কোনও লিঙ্গ ভেদাভেদ। ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব যখন সারা বিশ্বের কাছে আলোচিত বিষয়, পাশাপাশি ভিন্ন ধর্মের বিয়ে ও সমাজে সমকামিতার স্বীকৃতি পাওয়ার লড়াই যখন চলমান সেই মূহুর্তে দাঁড়িয়ে এই সবকিছুকে তুচ্ছ করে ভালবাসাই যে সবচেয়ে বড়ো তার সত্যতা প্রমাণ করে দিল সমকামী দম্পতি বিয়াঙ্কা মায়েলি ও সাইমা। তাঁরা দুজনেই নারী, দুই প্রতিদ্বন্দ্বী দেশের। অবশেষে, তাঁদের প্রেম পরিণতি পেল।

Indo-Pakistani lesbian couple

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সাক্ষী থাকল তাঁদের রূপকথার বিয়ের। গাঁটছড়া বাঁধলেন এই ইন্দো-পাকিস্তানি লেসবিয়ান দম্পতি বিয়াঙ্কা ও সাইমা। তাঁদের ওপর দেশ, ধর্ম ও লিঙ্গের বেড়াজাল কোনওভাবেই প্রভাব বিস্তার করতে পারেনি। বিয়াঙ্কা মায়েলি হলেন ভারতীয়-কলোম্বিয়ান খ্রিস্টান আর সাইমা হলেন পাকিস্তানি মুসলমান। বর্তমানে এরা দুজনেই আমেরিকার বাসিন্দা।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে তাঁদের দু'জনের দেখা হয়। সেখান থেকেই পরিচয়,বন্ধুত্ব এবং ধীরে ধীরে তা পরিণত হয় প্রেমে। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের এই বিয়েতে উভয় পরিবারের সদস্যরাই অংশ নিয়েছিল। তাঁরা প্রথম থেকেই ঠিক করেছিলেন দু'জনই তাঁদের দেশীয় ঐতিহ্য বজায় রেখেই বিয়ে করবেন। সেইমতোই শুরু হয় প্রস্তুতি। মেহেন্দি থেকে রিসেপশন সব কিছুতেই ছিল দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। ক্যালিফোর্নিয়াতে এই সমকামী যুগলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

ঐতিহ্যবাহী পোশাকে দুজনকেই অপূর্ব লাগছিল। মেহেন্দির দিন বিয়াঙ্কা ও সাইমা পরেছিলেন গোলাপি রং। বিয়াঙ্কার পরনে ছিল গোলাপি রঙের লেহঙ্গা আর সাইমা পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা পাজামার সঙ্গে গোলাপি রঙের জ্যাকেট।

বিয়ের দিন বিয়াঙ্কা পরেছিলেন আইভরি রঙা ফ্লোরাল প্রিন্টের শাড়ি। শাড়িতে বেশ সুন্দর লাগছিল তাঁকে। পুরো শাড়িতেই ছিল ভারী সিক্যুইনের কাজ। গলায় মুক্তোর হার, আংটি, হাতে সোনার বালা আর ছিল মাঙ্গটিকা। অন্যদিকে, সাইমাকেও অপূর্ব লাগছিল। তার পরনে ছিল একটি কালো শেরওয়ানি। পুরো শেরওয়ানি জুড়েই ছিল সোনালি রঙের এমব্রয়ডারি। গলায় মোতির মালা ও ম্যাচিং স্টোল, সেই সঙ্গে অ্যাভিয়েটার ফ্রেমের চশমা। তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন বিখ্যাত ডিজাইনার বিল্লাল হুসেন কাজিমভ।

চোখ ধাঁধানো এক বিয়ে। বিয়ের পর্ব মিটতেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি ভাইরাল হয়ে যায়। সকলেই প্রশংসা করছেন বিয়াঙ্কা ও সাইমার এই ট্র্যাডিশনাল সাজ-পোশাকের।

Read more about: lesbian couple wedding
English summary

Indo-Pak Same Sex Couple Ties The Knot In FairyTale Wedding

Indo-Pakistani lesbian couple tied the knot in a fairytale wedding that took place in California.
Story first published: Tuesday, September 3, 2019, 12:00 [IST]
X
Desktop Bottom Promotion