For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উচ্চতায় বাড়লেও কেন বিশ্বকে ছুঁতে এখনও অক্ষম ভারতীয়রা?

By Oneindia Bengali Digital Desk
|

নয়াদিল্লি, ১৪ অগাস্ট : একটি নতুন তথ্য যা শুনলে আপনি চমকে যাবেন নিশ্চিত। আচ্ছা আপনি কি জানেন, একটি গবেষণায় দেখা গিয়েছে ১৯১৪ সাল থাকে ২০১৪ সালের নিরিখে ভারতীয় পুরুষরা গড়ে প্রায় ৩ সেন্টিমিটার এবং মহিলারা ৫ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতায় বেড়েছে।[(ছবি) অভাবনীয় কিছু প্লাস্টিক সার্জারি যা আপনাকে চমকে দেবে]

অন্যদিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বর্তমান সময়ে ভারতীয় সন্তানরা তাদের বাবা এবং মায়ের থেকে উচ্চতায় বেশ খানিকটা লম্বা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা মানব শরীরে উচ্চতা বাড়়ার বিষয়টি নিয়ে একটি বিশেষ সমীক্ষা চালিয়েছিলেন। । যেখানে ২০০ টি দেশের প্রায় ১৮.৬ মিলিয়ন মানুষের মধ্য়ে গবেষণাটি চালানো হয়েছিল। প্রায় ৮০০ জন গবেষক এই সমীক্ষাকে সফলভাবে পরিচালনা করার জন্য যুক্ত ছিলেন।

উচ্চতায় বাড়লেও কেন বিশ্বকে ছুঁতে এখনও অক্ষম ভারতীয়রা?

ভারতীয়দের উচ্চতায় আগের থেকে বাড়লেও তা খুব একটা আশাপ্রদ নয়। কেননা বিশ্বের অন্যান্য দেশের নিরিখে ভারতের অবস্থান অনেকটাই নিচের দিকে। ২০১৪ সালের হিসাবে ইউরোপীয়ান দেশগুলি উচ্চতার নিরিখে প্রথম দশটি স্থান দখল করে রেখেছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বিগত দশকের তুলনায় উচ্চতা কম বেশি বেড়েছে। তবে ইরাণের পুরুষ এবং দক্ষিণ কোরিয়ার মহিলাদের উচ্চতা যথাক্রমে ১৬.৫ সেন্টিমিটার ও ২০.২ সেন্টিমিটার হারে বাড়ার কারণে আপাতত তারাই তালিকার প্রায় প্রথম সারিতে অবস্থান ধরে রেখেছে।[(ছবি) জেনে নিন বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা]

ভারতের 'জাতীয় পুষ্টি সংস্থা '(NIN) এর মতে ভারতীয় মাতা পিতার সঙ্গে তাদের সন্তানদের উচ্চতার ফারাকের মূল কারণগুলি হল পুষ্টির তারতম্য, জলবায়ু, বিশুদ্ধ পাণীয় জলের ব্যবহার, গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য সচেতনতা, শৈশবকালীন সংক্রমনের পরিচর্যা প্রভৃতি বিষয়গুলি । এছাড়াও ডাঃ এইচএস সাচদেব জানান, বংশগতিও উচ্চতা বাড়া কমার ক্ষেত্রে ১০ শতাংশ ভূমিকা পালন করে থাকে। তিনি আরও জানান, ৩০ বছর আগে মাতা পিতার যা উচ্চতা হত ৫ থেকে ১৩ বছর বয়সেই কিশোর কিশোরীদের গড় উচ্চতা বর্তমানে তার চেয়ে ৫.৫ সেমি থেকে ৭.৫ সেমি বেশি হয়। সুতরাং এইসব সন্তানরা যখন তাদের বাবা মায়ের বয়সে গিয়ে পৌঁছাবে তখন তাদের মধ্যে উচ্চতার ফারাক অনেকটেই বেড়ে যাবে।

English summary

Indians are growing taller, fall short in world order

Indians are growing taller, fall short in world order
X
Desktop Bottom Promotion