For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন নিজের মস্তিষ্কের গোপন কথা

|

মানুষের মস্তিষ্কই সম্ভবত একমাত্র বস্তু যার রহস্যের সমস্ত সমাধান আজ পর্যন্ত বের করে ওঠা যায়নি। [জেনে নিন কোন অভ্যাস আপনার হার্টকে অসুখের দিকে ঠেলে দিচ্ছে]

মস্তিষ্ক নিয়ে যত গবেষণা হয়েছে, ততই বিজ্ঞানী ও দার্শনিকদের অবাক করে দিয়েছে পরতে পরতে এর মধ্যে জড়িয়ে থাকা রহস্য। [মানুষের শরীরের নানা চাঞ্চল্যকর অজানা তথ্য]

নিচের স্লাইডগুলিতে আমরা দেখে নেব মস্তিষ্ক সম্পর্কে অজানা নানা তথ্য যা নিশ্চিতভাবেই চমকে দেবে আপনাকে। [যৌনজীবনকে সচল রাখতে এড়িয়ে চলুন এই ১০টি জিনিস]

ঘুমন্ত অবস্থায় বেশি সচল থাকা

ঘুমন্ত অবস্থায় বেশি সচল থাকা

যদি আপনি ভাবেন, ঘুমের মধ্য়ে আপনার মস্তিষ্ক ততটা সচল থাকে না। শরীরের মতো এটিও বিশ্রাম নেয়, তাহলে আপনি ভুল। গবেষণায় দেখা গিয়েছে, স্বপ্ন দেখুন বা নয়, বিশেষ করে রাতে ঘুমের মধ্যে মস্তিষ্ক বেশিমাত্রায় সচল থাকে।

ভবিষ্যত আঁচ করতে পারা

ভবিষ্যত আঁচ করতে পারা

এটি এমন একটি রহস্য যার সমাধান এখনও করে উঠতে পারেননি গবেষকরা। কীভাবে এটি সম্ভব হয়, তা নিয়ে অন্ধকারেই রয়েছেন সকলে। অনেক সময়ে স্বপ্নে দেখা ঘটনা সত্যি হয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মস্তিষ্কের একটি অংশ আগামিদিনে ঘটতে চলা ঘটনা আন্দাজ করে সঙ্কেত পাঠায়। পরে সেই ঘটনা হুবহু মিলে যায়।

পুরুষেরা মাথার ব্যবহারে এগিয়ে

পুরুষেরা মাথার ব্যবহারে এগিয়ে

সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদের চেয়ে পুরুষরা মস্তিষ্ককে বেশি ব্যবহার করেন। সেজন্যই কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা এগিয়ে থাকেন।

মৌলিকতা

মৌলিকতা

প্রতিটি মানুষের মস্তিষ্ক আলাদা আলাদা হয়, আকারেও তা ভিন্ন হয়। বড় মস্তিষ্কের অধিকারী মানুষেরা বেশি বুদ্ধিমান হন, কোনও পরিস্থিতিকে বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এদের বিচক্ষণতা বেশি হয়।

সবচেয়ে বেশি এনার্জি ক্ষয়কারী

সবচেয়ে বেশি এনার্জি ক্ষয়কারী

শরীরের মধ্যে মস্তিষ্ক এমন একটি অঙ্গ যেটি অন্যান্য অঙ্গের চেয়ে সবচেয়ে বেশি এনার্জির ক্ষয় করে।

মস্তিষ্কের প্রাপ্তবয়স্কতা

মস্তিষ্কের প্রাপ্তবয়স্কতা

টিন-এজ বয়স পর্যন্ত মস্তিষ্কের গঠন প্রক্রিয়া চলতে থাকে। এজন্য ২০ বছরের নিচের যুবক-যুবতীদের আচরণগত পার্থক্য তৈরি হয়। মস্তিষ্ক পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে তা আবার স্বাভাবিক হয়ে যায়।

English summary

Incredible Facts About The Human Brain You Probably Didn't Know

Incredible Facts About The Human Brain You Probably Didn't Know
X
Desktop Bottom Promotion