For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এই ৮ উপায়ে দামি অন্তর্বাসকে বেশিদিন ভাল রাখতে পারবেন!

By Oneindia Bengali Digital Desk
|

মেয়েদের অনেক শপিং তালিকার মধ্যে অন্যতম হল দামি অন্তর্বাস। ফ্লন্ট না করলেও নিজের ভাললাগার জন্য অনেকেই ব্র্যান্ডেড দামি অন্তর্বাস কেনেন। কিন্তু অযত্নের ফলে অচিরেই তার সর্বনাশ ডেকে আনে। আপনি কি জানেন ঠিক কি ভাবে যত্ন নেওয়া উচিত এইধরণের দামি অন্তর্বাসের।

অন্তর্বাস ধোয়ার ধরণ, রাখার ধরণ এমনকি শুকনো করার ধরনে এদিক ওদিক হলেই তা আপনার দামি অন্তর্বাসের দফারফা করে দিতে পারে। বিশেষ করে লেসযুক্ত বা রেশমের অন্তর্বাস হলে। প্যাড দেওয়া অন্তর্বাসের জন্য অবশ্য আলাদা যত্ন নিতে হয়।

এই প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে এমন ৮টি টিপস শেয়ার করব যা মেনে চললে আপনার দামি অন্তর্বাসকে বেশিদিন পর্যন্ত আরও ভাল রাখতে পারবেন।

হাতে পরিস্কার করুন

হাতে পরিস্কার করুন

অন্তর্বাস অত্যন্ত কমনীয় হয়। বিশেষ করে লেস জাতীয় অন্তর্বাস। আমাদের হাত মোলায়েম হয়। তাই হাতে পরিষ্কার করলে অন্তর্বাসের বুনটে বেশি চাপ পড়ে না ফলে অনেকদিন পর্য়ন্ত নতুনের মতো থাকে।

সঠিক উপায়ে শুকতে দিন

সঠিক উপায়ে শুকতে দিন

যেমন তেমন করে শুকতে দেবেন না ভিজে অন্তর্বাস। এছাড়াও জামাকাপড় শুকনো করার ক্লিপও ব্যবহার করবেন না। এতে অন্তর্বাসের আকার বদলে যেতে পারে। তাই সবসময় হ্যাঙ্কারে শুকতে দিন অন্তর্বাস।

সবসময় হুক বন্ধ করে রাখুন

সবসময় হুক বন্ধ করে রাখুন

কাচার সময় এমনটি শুকতে দেওয়ার সময় অন্তর্বাসের হুক লাগিয়ে রাখুন। এর ফলে অন্তর্বাসের আকার অনেকদিন পর্যন্ত ভাল থাকবে।

আলাদায় জায়গায় রাখুন

আলাদায় জায়গায় রাখুন

অন্তর্বাস ধোয়ার আগে সবসময় আলাদা ওয়াশিং ব্যাগে রাখুন রাখুন অন্তর্বাসগুলি। ধোয়ার সময় বের করুন।

হাল্কা ও গাঢ় রং আলাদা করুন

হাল্কা ও গাঢ় রং আলাদা করুন

সবসময় ধোয়ার আগে গাঢ় রং এবং হাল্কা রংয়ের অন্তর্বাসকে আলাদা করে ধোবেন। এতে অন্তর্বাসের নিজস্ব রং বজায় থাকবে।

মেশিনের ব্যবহার বন্ধ করুন

মেশিনের ব্যবহার বন্ধ করুন

অন্তর্বাস ধোয়ার সময় যতদূর সম্ভব ওয়াশিং মেশিন এড়িয়ে চলুন। প্যাড দেওয়া অন্তর্বাস, লেস লাগানো অন্তর্বাস কিংবা আন্ডারওয়ার অন্তর্বাসের ক্ষেত্রে শুধু মাত্র হাতেই ধোবেন।

গুছিয়ে রাখুন

গুছিয়ে রাখুন

আপনার আলমারিকে আপনার অন্তর্বাসের জন্য আলাদা জায়গা রাখুন। ঠিক ছবিতে যেভাবে দেওয়া আছে সেভাবে গুছিয়ে রাখুন। নাহলে আপনার অন্তর্বাসের প্যাডের আকার পাল্টে যেতে পারে।

অতিরিক্ত যত্ন নিন

অতিরিক্ত যত্ন নিন

কাপড় কাঁচার সাবান অত্যন্ত রুক্ষ ও ক্ষতিকর হয় কমনীয় পোশাকের ক্ষেত্রে। তাই অন্তর্বাস কাচার সময় ডিটারজেন্ট কন্ডিশনার ব্যবহার করুন

English summary

8 Ways To Quick & Easy Wash Your Expensive Bras To Make Them Last Longer

8 Ways To Quick & Easy Wash Your Expensive Bras To Make Them Last Longer
X
Desktop Bottom Promotion