Just In
- 13 hrs ago
Nail Care : অল্পেতেই ভেঙে যায় আপনার নখ? রইল নখ মজবুত করার ঘরোয়া উপায়
- 20 hrs ago
Ajker Rashifal : আজকের দিনটি কেমন কাটবে? দেখুন ২৭ মে-র রাশিফল
- 1 day ago
চিংড়ি সর্ষে, মালাইকারি ছেড়ে এবার খান চিংড়ির দো পেঁয়াজা, রইল প্রণালী
- 1 day ago
শখের সোনার গয়না দ্যুতি হারাচ্ছে? বাড়িতেই পরিষ্কার করুন এই কয়েকটি উপায়ে
(ছবি) চাপা স্বভাবের হয়েও মন খুলে বাঁচুন এইভাবে
মানুষ মাত্রই এক একজন এক একরকমের স্বভাবের হয়। কেউ খুব প্রাণখোলা হন, সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন। আবার কেউ চাপা স্বভাবের হন। খুব কাছের মানুষ ছাড়া সহজে কারও সঙ্গে মিশতে পারেন না। [হার্টফেল রুখতে এইগুলি অভ্যাস করুন]
ভিন্ন পরিবেশে ভিন্ন জীবনযাত্রা ও এছাড়া আরও নানা কারণে আমাদের স্বভাবের এমন নানা বৈসাদৃশ্য তৈরি হয়। যারা বহির্মুখী হন তারা ভালো কথা বলতে পারেন, সহজে সকলের সঙ্গে মিশতে পারেন। জীবন তাদের জন্য অনেকটা সহজ হয়।
আর যারা অন্তর্মুখী হন তারা স্বভাবে শান্ত, ধীর হন। অন্যের সহজে মিশতে পারেন না। লাজুক হওয়ায় অনেক জায়গায় অস্বস্তিতে পড়তে হয় তাদের। তবে কয়েকটি বিষয় মেনে চললে চাপা স্বভাবের মানুষেরাও আনন্দে কাটাতে পারবেন। নিচের স্লাইডে সেগুলি সম্পর্কেই আলোচনা করা হল।

উচিত কথা বলুন
অন্তর্মুখী হলেও যেটুকু প্রয়োজন সেটুকু বলুন। উচিত কথা বলুন। এর ফলে অন্যেরা আপনাকে বুঝতে পারবে। অর্থহীন বা নেতিবাচক আলোচনায় অংশ নেওয়ার চেয়ে চুপ করে নিজের মতো থাকা অনেক ভালো।

নিজেই নিজের চালক হোন
মনে কোনওরকম অপরাধবোধ জমিয়ে রাখবেন না। নিজেই নিজের উপর অধিকার জমিয়ে রাখুন। যে অবস্থাতেই থাকুন, তাতে গর্ব থাকা উচিত। বাইরের কাউকে নিজের উপরে নিয়ন্ত্রণ চালাতে দেবেন না।

যেটা ভালোবাসেন করবেন
সবার মতো আপনারও ভালো করে বাঁচার অধিকার রয়েছে। তাই যেটা আপনার মনে চায়, তা করুন। কারও চাপের কাছে মাথা নত করবেন না।

কি বলতে হবে সেটা বুঝুন
অন্তর্মুখী হলে অনেকেই বেশি কথা বলতে চান না। এক্ষেত্রে কম বললেও কি ও কতোটা বলতে হবে সেই কথাগুলি খুব সাবধানে বেছে নিন।

ভালো ব্যবহার করুন
অন্তর্মুখী হোন বা বহির্মুখী সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। তাহলে আনন্দে বাঁচার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট নিজের মনেও এসে দাগ কাটবে।

অন্যকে সম্মান করুন
অন্যকে অসম্মান করে নিজেকে ছোট করবেন না। সম্মান সকলেরই প্রাপ্য। যাকে যতোটা সম্মান প্রয়োজন ততটাই দিন।

কাউকে অবহেলা করবেন না
নিজেকে অবহেলার সুযোগ যেমন কাউকে দেবেন না, তেমনই কেউ আপনার দ্বারা অবহেলিত হোন, সেটাও যেন না হয় সেটা খেয়াল রাখবেন।
এমন আরও খবর পড়ুন এখানে :
আবেগপ্রবণ হলে এই গুণগুলি আপনার মধ্যে থাকবে
এই কাজগুলি না ভেবেচিন্তে একমাত্র ভারতীয়রাই করেন!
এই কারণে খুব সহজেই দুঃখ পান আপনি
ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে এই বিষয়গুলি
কীভাবে বুঝবেন আপনার চারপাশে নেতিবাচক মানুষে ভরা!