For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Happy Mother’s Day: বাড়িতে থেকে কীভাবে পালন করবেন মাতৃ দিবস? দেখে নিন কিছু টিপস

|

'মা' ছাড়া এই পুরো জগৎ অর্থহীন। এই পৃথিবীতে মা হল এমন একজন, যিনি কোনও স্বার্থ ছাড়াই ভালোবাসতে জানেন। মা কখনই কিছু প্রকাশ করেন না, কিন্তু মায়ের আশীর্বাদ সবসময় তার সন্তানের সঙ্গে থাকে, আর এই আশীর্বাদই প্রত্যেক সন্তানকে সঙ্কটের হাত থেকে বাঁচায়। মা তাঁর জীবনজুড়ে যে ত্যাগ, ভালোবাসা এবং যত্ন দেন সেগুলোর ঋণ কখনোই কেউ শোধ করতে পারে না, তবে মাতৃ দিবসে মায়ের জন্য ছোট্ট কিছু করে তাঁর মুখে মূল্যবান হাসি ফোটাতে পারেন।

How to Celebrate Mothers Day

প্রত্যেক মা তার সন্তানের যে কোনও কাজেই খুব খুশি হন, গর্বিত বোধ করেন। তাই, মাতৃ দিবসে তাঁর জন্য যদি ছোট্ট কিছু করা হয়, তবে তিনি কতটা খুশি হবেন একবার ভাবুন। এখানে কিছু আইডিয়া দেওয়া হল, যেগুলি আপনি কাজে লাগাতে পারেন -

চকোলেটের সঙ্গে হাতে তৈরি কার্ড

চকোলেটের সঙ্গে হাতে তৈরি কার্ড

আপনি আপনার মাকে চকোলেটসহ একটি সুন্দর কার্ড নিজের হাতে বানিয়ে দিতে পারেন। এই কার্ডে আপনি বিশেষ লাইন বা মায়ের জন্য একটি সুন্দর কবিতা লিখতে পারেন।

কেক বানাতে পারেন

কেক বানাতে পারেন

এই মা দিবসে মায়ের জন্য নিজের হাতে কেক তৈরি করে দেখুন। কেক বানানোতে কোনও সমস্যা হলেও বাজার থেকে কিনে আনা কেকের থেকে মা আপনার হাতের কেক সবথেকে বেশি পছন্দ করবেন।

স্পেশাল কোনও রান্না করুন

স্পেশাল কোনও রান্না করুন

রান্নাঘরে উপস্থিত জিনিসগুলি ব্যবহার করেই মায়ের জন্য একটি স্পেশাল রান্না করতে পারেন। মাকে একদিনের জন্য হলেও রান্নাঘর থেকে বিশ্রাম দিয়ে স্পেশাল ডিনার এবং লাঞ্চ প্রস্তুত করতে পারেন।

ভিডিয়ো বানান

ভিডিয়ো বানান

আপনি মায়ের পুরানো এবং বিশেষ মুহুর্তগুলির ছবি একসঙ্গে করে একটি সুইট ভিডিয়ো তৈরি করতে পারেন। হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আপনার বানানো ভিডিয়ো মাকে প্রেরণ করতে পারেন।

কাগজে কোনও মেসেজ লিখে পাঠান

কাগজে কোনও মেসেজ লিখে পাঠান

প্লাস্টিক বা কাঁচের একটি জার নিয়ে সেটা সুন্দর করে সাজান। তারপর, রঙিন কাগজ নিয়ে তাতে ছোট ছোট ভালবাসায় ভরা মেসেজ লিখে তা জারের উপর লাগাতে পারেন বা ফোল্ড করে জারের ভিতর দিয়ে দিতে পারেন। এই বার্তাগুলির মাধ্যমে আপনি অবশ্যই আপনার মাকে বলতে পারবেন যে তাঁকে মা হিসেবে পেয়ে আপনি কতটা ভাগ্যবান।

পার্লার সেশন

পার্লার সেশন

প্রত্যেক নারীরই নিজের জন্য সময় খুঁজে নেওয়া উচিত, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে নিজের দিকে খেয়াল রাখার সময় থাকে না। তাই, আপনি বাড়িতেই আপনার মাকে পার্লারের মতো আরাম দিতে পারেন। তাঁর চুলে তেল লাগিয়ে মাথার ম্যাসাজ করুন। ম্যানিকিওর এবং পেডিকিওর করে দিন। আপনি চাইলে ফেসিয়ালও করে দিতে পারেন, এতে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

দূরে থেকেও মাদার্স ডে উদযাপন করুন

দূরে থেকেও মাদার্স ডে উদযাপন করুন

আপনি যদি বর্তমানে আপনার মায়ের কাছ থেকে দূরে থাকেন তবে এমন নয় যে আপনি মাতৃ দিবস উদযাপন করতে পারবেন না। ভিডিয়ো কলের মাধ্যমে মায়ের সঙ্গে কথা বলুন। তাতে আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরও অন্তর্ভুক্ত করতে পারেন।

English summary

Happy Mother's Day: How to Celebrate Mother's Day

Every year the second Sunday of May is observed as Mother’s Day. Today, we are here with some cool gift ideas to surprise your mother.
X
Desktop Bottom Promotion