For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জানেন কি বাড়িতে রাখা তুলসি গাছকে দেখে বুঝে যাওযা সম্ভব আগামী দিনে ভাল সময় আছে না খারাপ!

তুলসি গাছ হল সেই আয়না, যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে, তার ছবি ফুটিয়ে তোলে। শুধু জেনে নিতে হবে তুলসি গাছের সেই ভাষা সম্পর্কে। তাহলেই কেল্লা ফতে!

|

একেবারেই ঠিক শেনেছেন! বাস্তবিকই তুলসি গাছ হল সেই আয়না, যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে, তার ছবি ফুটিয়ে তোলে। শুধু জেনে নিতে হবে তুলসি গাছের সেই ভাষা সম্পর্কে। তাহলেই কেল্লা ফতে! কারণ সেক্ষেত্রে খারাপ সময়ে নিজেকে এবং পরিবারের বাকি সদস্যদের কীভাবে সামলাবেন, তার একটা পরিকল্পনা তো করে নিতে পারবেন, কী তাই না! কিন্তু প্রশ্ন হল, তুলসি গাছকে দেখে কীভাবে নিজের ভবিষ্যত সম্পর্কে জেনে নেওয়া সম্ভব?

আরে বন্ধু এই প্রশ্নের উত্তরই তো দিতে চলেছে এই প্রবন্ধ। তাই তো নিজের বর্তমান এবং ভবিষ্যতকে সুরক্ষিত করতে এই লেখায় একবার চোখে রাখতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, হিন্দু শাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়িতে তুলসি গাছ রাখলে একাধিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন- অশুভ শক্তি বাড়ির ধারে কাছেও ঘেঁষতে পারে না, গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে, কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়, অর্থনৈতিক উন্নতি ঘটে এবং বাস্তু দোষ কেটে যেতে শুরু করে।

এবার সময় এসেছে তুলসি গাছ দেখে কীভাবে আগামী দিন সম্পর্কে জেনে ফেলা সম্ভব, সে উত্তর খোঁজার...!

১. তুলসি গাছ শুকিয়ে যেতে শুরু করলে:

১. তুলসি গাছ শুকিয়ে যেতে শুরু করলে:

ঠিক মতো যত্ন নেওয়ার পরেও যদি দেখেন তুলসি গাছের বেশিরভাগ পাতা শুকতে শুরু করেছ এবং তার জায়গায় নতুন পাতা গজাচ্ছে না, তাহলে জানবেন কোনও বিপদ ঘটতে চলেছে। কারণ শাস্ত্র মতে বাড়ির অন্দরে অশুভ শক্তির প্রবেশ ঘটলে তবেই তুলসি পাতা শুকতে শুরু করে। আর একবার আশুভ শক্তির প্রবেশ ঘটে গেলে যে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়, সে বিষয়ে কোনও সন্দহে নেই! তাই এমনটা হলে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবেন। এই সময় ভুলেও অকারণে রিস্ক নিতে যাবেন না যেন!

২. তুলসি গাছ মারা গেলে:

২. তুলসি গাছ মারা গেলে:

এমন ঘটনা ঘটলে কিন্তু ভয়ের বিষয়। কারণ শাস্ত্রে বলে মা তুলসি কোনও গৃহস্ত ত্যাগ করলে সাধারণত তুলসি গাছ মারা যায়। আর এমনটা ঘটনা ঘটলে জানবেন মা লক্ষীও আপনার বাড়ি ছাড়বে। ফলে অর্থনৈতিক সমস্যা তো মাথা ছাড়া দিয়ে উঠবেই, সেই সঙ্গে পরিবারে অশান্তি, কর্মজীবনে সমস্যা এবং সম্মানহানীর আশঙ্কা যাবে বেড়ে। তাই এমন ঘটনা ঘটলে যতটা সম্ভব সাবধানে থাকবেন। কারণ বিপদ কোন দিক থেকে এসে থাবা বসাবে তা কিন্তু আগে থেকে জেনে ওঠা কারও পক্ষেই সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজনে পুরোহিতের সঙ্গেও কথা বলে বিশেষ পুজোরও আয়োজন করতে পারেন। হতে পারে তাতে কোনও সুফল পাওয়া যায়।

৩. কোচি সবুজ রঙের পাতায় সারা গাছ ভরে গেলে:

৩. কোচি সবুজ রঙের পাতায় সারা গাছ ভরে গেলে:

যদি দেখেন তুলসি গাছের সারা শরীর কোচি সবুজ রঙের পাতায় ভরে গেছে, তাহলে জানবেন গৃহস্থে সমৃদ্ধির ছোঁয়া লাগতে চলেছে। আর এমনটা হলে অর্থনৈতিক উন্নতি তো ঘটবেই, সেই সঙ্গে কর্মজীবনে চুরান্ত সফলতা লাভ করার সম্ভাবনা যাবে বেড়ে। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল প্রতিদিন সকালবেলা তুলসি গাছে জল দিতে হবে, আর সন্ধেবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে মনে মনে মা তুলসিকে স্মরণ করবেন। এমনটা নিয়মিত করলে সুফল পাবেন একেবারে হাতে-নাতে!

প্রসঙ্গত, বাড়িতে তুলসি গাছ এনে রাখলে কতগুলি নিয়ম মেনে চলা একান্ত প্রয়োজন। আর যদি এমনটা করতে না পারেন, তাহলে কিন্তু তুলসি গাছ শুকিয়ে যেতে শুরু করবে, আর এমনটা হলে কী কী খারাপ ঘটনা ঘটতে পারে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না। তাহলে আর অপেক্ষা কেন জেনে নিন সেই সব নিয়মগুলি সম্পর্কে, যা বাড়িতে তুলসি গাছ এনে রাখার সময় মাথায় রাখতে হবে...

১. ভুলেও শিব ঠাকুরের সামনে তুলসি পাতা রাখবেন না:

১. ভুলেও শিব ঠাকুরের সামনে তুলসি পাতা রাখবেন না:

হিন্দু শাস্ত্র মতে মা তুলসি ছিলেন শঙ্খচাঁদ নামে এক রাক্ষসের পত্নী। এই রাক্ষস রাজের অত্যাচারে যখন দেবাতাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল, তখন দেবাদিদেব কোনও উপায় না খুঁজে পেয়ে শেষমেষ সঙ্খচাঁদকে বধ করেন। এই ঘটনার পর মা তুলসি এতটাই ভেঙে পরেছিলেন যে শিব ঠাকুরের পুজোয় তুলসি পাতা কোনও সময় ব্যবহার হবে না, এমন প্রতিজ্ঞা করে বসেন। তাই তো শিবের পুজোয় তুলসি পাতা ব্যবহার করা হয় না।

২. তুলসি পাতা ছেঁড়া উচিত নয়:

২. তুলসি পাতা ছেঁড়া উচিত নয়:

সাস্ত্র মতে একাদশি এবং রবিবার ভুলেও তুলসি পাতা ছেঁড়া উচিত নয়। কারণ এমনটা করলে গৃহস্থের অন্দরে অসুভ শক্তির প্রবেশ ঘটতে শুরু করে। ফলে তুলসি গাছ তো শুকিয়ে যায়ই, সেই সঙ্গে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কাও যায় বেড়ে।

৩. শুকিয়ে যাওয়া তুলসি গাছ:

৩. শুকিয়ে যাওয়া তুলসি গাছ:

বাড়িতে রাখা তুলসি গাছ শুকিয়ে গেলে সেটিকে যত্ন করে কোনও নদী বা পুকুরে বিসর্জন দিয়ে দিতে হবে। ভুলেও কিন্তু মরা গাছটিকে বাড়িতে রাখবেন না। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে শুকিয়ে যাওয়া তুলসি গাছ বাড়িতে রাখলে ব্যাড লাকের পিছু নেয়।। ফলে জীবন তছনছ হয়ে যেতে সময় লাগে না।

৪. বাড়ির পূর্ব দিকের স্থান:

৪. বাড়ির পূর্ব দিকের স্থান:

বাস্তু বিশেষজ্ঞদের মতে তুলসি গাছ সব সময় বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। কারণ এমনটা করলে তবেই কিন্তু তুলসি মায়ের ক্ষমতা বাড়তে শুরু করে। ফলে নানাবিধ উপকার পাওয়া যায়।

Read more about: বিশ্ব
English summary

How a Tulsi plant in your home can predict your future!

In Hinduism, a Tulsi plant is not just considered a plant, it has a special significance in the scriptures of the religion. Tulsi, as is believed, is Lord Vishnu’s consort, hence the conscious and mother of the Universe. --- it is said that keeping this plant in your home can invite good luck and prosperity, but do you know that it can predict your future as well? Read on to know how...
Story first published: Thursday, May 24, 2018, 15:32 [IST]
X
Desktop Bottom Promotion