For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাবধান: কী কী বিষয়ে স্বপ্ন দেখা বেজায় অশুভ জানা আছে?

শুনতে অবাক লাগলেও একথার মধ্যে কোনও ভুল নেই যে কী বিষয়ের উপর স্বপ্ন দেখা হচ্ছে, তার সঙ্গে আমাদের ভাল-মন্দের সরাসরি যোগ রয়েছে। তাই তো সবারই এই প্রবন্ধটি পড়ে ফেলা মাস্ট!

|

শুনতে অবাক লাগলেও একথার মধ্যে কোনও ভুল নেই যে কী বিষয়ের উপর স্বপ্ন দেখা হচ্ছে, তার সঙ্গে আমাদের ভাল-মন্দের সরাসরি যোগ রয়েছে। তাই তো সবারই এই প্রবন্ধটি পড়ে ফেলা মাস্ট!

স্বপ্ন এবং বাস্তব জীবনের মধ্যেকার সম্পর্কের উপর লেখা একাধিক বইয়ে এমনটা দাবী করা হয়েছে যে ঘুমনোর সময় কী স্বপ্ন দেখেছন, তা সকালবেলা মনে না থাকলেও স্বপ্নের প্রভাবকে অস্বীকার করা কোনওভাবেই সম্ভব নয়। কারণ আমাদের মস্তিষ্কের অন্দরে ঘটে যাওয়া নানা কেমিকাল রিঅ্যাকশের কারণে মনের পর্দায় ফুটে ওঠা নানা স্বপ্ন, আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে থাকে। তাই তো স্বপ্নকে "ডিকোড" করার প্রয়োজন বেড়েছে। কারণ এমনটা যদি ঠিক মতো করতে পারেন, তাহলে খারাপ সময় আসার আগেই সে বিষয়ে প্রস্তুতি সেরে ফেলা সম্ভব হবে। আর যদি এমনটা করতে পারেন, তাহলে নানাবিধ কষ্টের সম্মুখিন হওয়ার আশঙ্কা যে কমবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

তাহলে আর অপেক্ষা কেন, চলুন তাহলে শুরু করা যাক স্বপ্নকে ডি-কোড করার প্রক্রিয়া...!

১. মায়েকে দেখা:

১. মায়েকে দেখা:

পর পর কয়েক দিন যদি মায়ের স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনি ঘুমের সময় নিজের চরিত্রের নরম দিকটির সম্পর্কে ভাবছেন। প্রসঙ্গত, সারা দিন ধরে সুস্থ-সুন্দর শরীর পাওয়ার কথা ভাবলেও অনেক সময় ঘুমনোর সময় মায়ের স্বপ্ন আসে বলে বিশ্বাস করেন কিছু বিশেষজ্ঞ। তাই এমন স্বপ্ন দেখলে ভয় পেয়ে যাওয়ার কোনও কারণ নেই।

২. মায়ের সঙ্গে কথা বলছেন:

২. মায়ের সঙ্গে কথা বলছেন:

এমন স্বপ্ন দেখার অর্থ হল, বেজায় কঠিন সময় আসতে চলেছে আপানার জীবনে, আর এই সময়ে আনন্দে থাকা যায় কীভাবে, সে সম্পর্কেই আপনি কারও সাহায্য পেতে চাইছেন। তাই দিনের পর দিন এই ধরনের স্বপ্ন দেখলে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে কী কী দিক থেকে বিপদ আসতে পারে, সে বিষয়ে ধরণা করে ফেলাও জরুরি। এমনটা যদি ঠিক ঠিক মতো করে করতে পারেন, তাহলে যে কোনও ধরনের বিপদই আসুক না কেন, দেখবেন খারাপ সময় কেটে যেতে সময় লাগবে না।

৩. কেউ আপনাকে তাড়া করছে:

৩. কেউ আপনাকে তাড়া করছে:

কোনও সমস্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালালে সাধারণত এমন ধরনের স্বপ্ন আসতে শুরু করে। কারণ এমন পরিস্থিতিতে ব্রেন বারংবার আপনাকে আসন্ন বিপদ সম্পর্কে সাবধান করার চেষ্টা চালিয়ে যায়। এই কারণেই তো এমন স্বপ্ন দেখলে ছোট-বড় যে কোনও সমস্যাকে কীভাবে মিটিয়ে ফেলা সম্ভব, সে বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করা উচিত।

৪. মেঘের স্বপ্ন:

৪. মেঘের স্বপ্ন:

আপনি কি বেজায় ইমোশনাল? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলেই এমন স্বপ্ন দেখার সম্ভাবনা বাড়ে। কারণ বিশেষজ্ঞদের মতে মনের অন্দরে যখন নানা ধরনের অনভূতি জমতে শুরু করে, তখনই এমন ধরনের স্বপ্ন আসে মনের পর্দায়। আর যারা ইমোশনাল, তারা কত কিছু যে লুকিয়ে রাখে তাদের মনের গবীরে, সে কথা কার না অজানা বলুন! প্রসঙ্গত, বর্জগর্ভ মেঘের স্বপ্ন দেখার অর্থ হল আপানার মনে খারাপ চিন্তার প্রকোপ বেড়েছে। এমন পরিস্থিতিতে নিজেকে সামলে না রাখলে কিন্তু বেজায় বিপদ। কারণ খারাপ চিন্তার ফলস কখনও ভাল কিছু হতে পারে না।

৫. অন্ধকার শুধু অন্ধকার:

৫. অন্ধকার শুধু অন্ধকার:

একটা অন্ধকার ঘরে আটকে পরেছেন আপনি। শত ছেষ্টা করেও আলোর সন্ধান পাচ্ছেন না। এমন স্বপ্ন দেখার অর্থ হল, যে কাজ আপনি শুরু করতে চলেছেন, তাতে হয়তো সাফল নাও হতে পারেন। শুধু তাই নয়, এমন স্বপ্ন দেখলে অনেক সময় মারাত্মক খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা যেমন থাকে, তেমনি পরিবারে কারও মৃত্যু ঘটার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

৬. রক্তের স্বপ্ন:

৬. রক্তের স্বপ্ন:

এমন কোনও কোনও ভুল কাজ করেছেন আপনি, যে সম্পর্কে শত চেষ্টা করেও ভুলতে পারছেন না। এমন পরিস্থিতিতেই সাধারণত হাতে রক্ত লেগে রয়েছে এমন ধরনের স্বপ্ন আসতে শুরু করে। তাই এমনটা হলে নিজেকে প্রশ্ন করুন আপনি কারও ক্ষতি করেছেন কিনা? আর যদি এমন কিছু করে থাকেন, তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত করুন। না হলে তৈরি থাকুন চরম শান্তি পাওয়ার জন্য।

৭. জঙ্গলে হারিয়ে গেছেন:

৭. জঙ্গলে হারিয়ে গেছেন:

এমন স্বপ্ন দেখার অর্থ হল হাজার চেষ্টা করেও আপনি কোনও সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না অথবা এমন কোনও বিষযে ফেঁসে গেছেন, যেখান থেকে বেরিয়ে আসা আপনার পক্ষে বেজায় কঠিন। সাধারণত এমন কোনও পরিস্থিতির সম্মুখিন হলে তবেই এই ধরনের স্বপ্ন আসতে শুরু করে।

৮. খুনির স্বপ্ন দেখা:

৮. খুনির স্বপ্ন দেখা:

কারও উপর বেজায় রেগে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়েছেন। এমন ধরনের কোনও ঘটনা ঘটলেই সাধারণ এই ধরনের স্বপ্ন আসতে শুরু করে। শুধু তাই নয়, এমন ধরনের স্বপ্ন দেখার অর্থ হল আপনি বেজায় রাগী প্রকৃতিক মানুষ। তাই সময় থাকতে রাগকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসুন। না হলে কিন্তু বেজায় বিপদ। হয়তো এই রাগের কারণে চরম কোনও বিপদও হয়ে যেতে পারে আপনার।

Read more about: বিশ্ব
English summary

শুনতে অবাক লাগলেও একথার মধ্যে কোনও ভুল নেই যে কী বিষয়ের উপর স্বপ্ন দেখা হচ্ছে, তার সঙ্গে আমাদের ভাল-মন্দের সরাসরি যোগ রয়েছে। তাই তো সবারই এই প্রবন্ধটি পড়ে ফেলা মাস্ট!

What do your dreams mean? It is thought that by reading and interpreting your dreams you can discover things about yourself, such as what your brain is trying to tell you, or what you really want in life.
Story first published: Monday, March 12, 2018, 13:09 [IST]
X
Desktop Bottom Promotion