Just In
- 2 hrs ago
তরমুজ খেয়ে খোসা ফেলে দেন? ওই খোসা দিয়ে বানাতে পারেন চমৎকার স্বাদের মোরব্বা!
- 4 hrs ago
রোজ দাঁত মাজুন নিম ডাল দিয়ে, দূর হবে দাঁত ও মাড়ির সকল সমস্যা!
- 10 hrs ago
Jagannath Rath Yatra 2022 : রথযাত্রা কবে পড়েছে? জেনে নিন তিথি, শুভক্ষণ ও এই উৎসবের গুরুত্ব
- 18 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ২৮ জুনের রাশিফল
Happy Rose Day : রোজ ডে উপলক্ষ্যে আপনার সঙ্গীকে এই ভালবাসায় ভরা মেসেজগুলি পাঠান
আজ থেকে শুরু হল ভ্যালেন্টাইন উইক অর্থাৎ প্রেমের সপ্তাহ। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি, রোজ ডে দিয়েই শুরু হয় ভালবাসার সপ্তাহ। আজকের দিনে প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই তাদের ভালবাসার মানুষকে বিভিন্ন ধরনের ফুল ও গোলাপ উপহার দিয়ে নিজের ভালবাসার কথা প্রকাশ করে। রোজ ডে উপলক্ষ্যে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে ভালবাসার প্রতীক হিসেবে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে থাকে। অনেক আবার হলুদ, গোলাপী এবং আরও অন্য রঙের গোলাপও দেয়।
ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ! তাই উপহার হিসেবে ফুলের মধ্যে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে! ভালবাসার প্রতিটি ধাপেই গোলাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ রোজ ডে-তে আপনি আপনার সঙ্গীকে গোলাপ দেওয়ার পাশাপাশি এই ভালবাসায় ভরা মেসেজও পাঠাতে পারেন।

১)
সুখ-দুঃখে সর্বদা আমার পাশে থাকার জন্য ও আমার জীবন আনন্দে ভরিয়ে তোলার জন্য তোমায় অনেক ধন্যবাদ। গোলাপের মতোই রঙিন হয়ে উঠুক তোমার জীবন। হ্যাপি রোজ ডে

২)
গোলাপের মতোই তুমি আমার জীবন রঙিন করে তুলেছ, আলো নিয়ে এসেছো আমার জীবনে। হ্যাপি রোজ ডে

৩)
সবাইকে জানাই রোজ ডে-এর অনেক শুভেচ্ছা। সবার জীবন গোলাপের পাপড়ির মতোই সুন্দর হয়ে উঠুক। হ্যাপি রোজ ডে

৪)
আমাদের ভালবাসা এই একগুচ্ছ লাল গোলাপের মতোই সুন্দর ও রঙিন। হ্যাপি রোজ ডে

৫)
আমি তোমার কাছ থেকে একটাই উপহার চাই, সেটা হল তোমার হাসি। সারাজীবন তুমি এভাবেই হাসি-খুশি থেকো। হ্যাপি রোজ ডে

৬)
গোলাপের সুগন্ধ তোমাকে আমাদের ভালবাসার কথা মনে করাবে এবং গোলাপের রঙ আমাদের একসঙ্গে কাটানো রঙিন মুহূর্তগুলির কথা মনে করিয়ে দেবে। হ্যাপি রোজ ডে