For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Happy Ramadan 2023 Wishes : প্রিয়জনদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজগুলি

|

রমজান মাস ইসলাম সম্প্রদায়ের প্রতিটি মানুষের কাছেই খুব গুরুত্বপূর্ণ। সারাবছর ধরে ধর্মপ্রাণ মুসলিমরা এই পবিত্র মাস আসার অপেক্ষাতেই থাকে। এই বছর পবিত্র রমজান মাস শুরু হয়েছে ২৪ মার্চ থেকে এবং আগামী এক মাস চলবে।

Ramadan Mubarak Wishes

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। এই পবিত্র মাসে মুসলিমরা রোজা রাখেন। তারপর চাঁদ দেখার মাধ্যমে রমজান শেষ হয় ও খুশির ঈদ-এ মেতে ওঠে সকলে। রমজানের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা অর্থাৎ উপবাস রাখেন এই সম্প্রদায়ের মানুষেরা।

রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে সকলে একে অপরকে শুভেচ্ছা জানান রমজান মোবারক বলে। যদি আপনার খুব কাছের কেউ এখন দূরে আছে, তাহলে তাকে এই মেসেজগুলি পাঠিয়ে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে পারেন।

১)

১)

তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। মাহে রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক জীবন।

২)

২)

আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি। মাহে রমজান মোবারক।

৩)

৩)

সামনে রোজার দিন,

আগে থেকে শপথ নিন,

রাখবেন রোজা ৩০ দিন,

পড়বেন নামাজ প্রতিদিন।

রমজান মোবারক

৪)

৪)

এই রমজানে আল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি ভরিয়ে দিক। আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

৫)

৫)

এলো রে এলো রে ওই মাহে রমজান,

মানবজাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান।

পুণ্যের সূর্য উদয় আর পাপের অবসান,

সব জরাজীর্ণ ঝেড়ে ফেলে, ইমান করবে শাণ

রহমতের ডালি নিয়ে এল মাহে রমজান।

রমজান মোবারক

English summary

Happy Ramadan 2023: Eid Mubarak Images, Wishes, Messages, Quotes, Whatsapp Status, and Greetings in Bengali

Happy Ramadan: Ramzan Mubarak Images, Wishes, Messages, Quotes, Status, Photos and Greetings in Bengali
X
Desktop Bottom Promotion