Just In
Don't Miss
Happy New Year 2021 : নতুন বছরে আপনার প্রিয়জনদের এই মেসেজগুলি পাঠান
দেখতে দেখতে ২০২০ শেষ হয়ে ২০২১ এসে পড়ল। নতুন বছরের রঙে মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। ২৫ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় নতুন বছরের কাউন্টডাউন। পুরোনো সবকিছুকে ভুলে নতুন করে শুরু করার জন্য তৈরি থাকেন সকলে। সকলে পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে মেতে ওঠেন নতুন বছরের উৎসবের আবহে।
নতুন বছরকে বিভিন্নভাবে আমরা আহ্বান করে থাকি। নিজের বাড়িতে বা ক্লাবে গিয়ে পার্টি, অনুষ্ঠান করি। বন্ধু বা পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে থাকি। কিন্তু, যারা কর্মসূত্রে পরিবার ও বন্ধুদের থেকে দূরে থাকেন তাদের পক্ষে পরিবারের সকলের সঙ্গে এই আনন্দে যোগদান করা সম্ভব হয়ে ওঠে না। ফলে, তাদের বিভিন্ন মাধ্যমের সাহায্যে প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে হয়। ফোন কিংবা মেসেজ ছাড়া সম্ভব হয়ে ওঠে না কাছের বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা প্রেরণের। তবে, দেখে নিন নতুন বছরে অর্থাৎ ২০২১ সালে আপনি আপনার প্রিয়জনদের কী কী শুভেচ্ছা বার্তা প্রেরণ করবেন।

১)
"নতুন পোশাক, নতুন সাজ
নতুন বছর শুরু আজ
মিষ্টি মন, মিষ্টি হাসি
শুভেচ্ছা জানাই রাশি রাশি"

২)
"নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা
হানা-হানি ভেদাভেদ সব কিছু ভুলি,
এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি
সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা"

৩)
"আকাশের জন্য নীলিমা
চাঁদের জন্য পূর্ণিমা
পাহাড়ের জন্য ঝর্ণা
নদীর জন্য মোহনা
আর তোমার জন্য রইলো,
নতুন বছরের শুভ কামনা"

৪)
"বন্ধু তোমার ভালবাসার জানালা খোলা রেখো,
মনের আকাশ মেঘলা হলে আমায় কিন্তু ডেকো,
ঝড়-বৃষ্টি কাটিয়ে আবার দেখাবো আলোর হাসি,
আমি আছি, থাকবো শুধু তোমার পাশাপাশি"
করোনা আবহে বাড়িতে থেকেই স্বাগত জানান নতুন বছরকে, রইল নিউ ইয়ার পার্টির কিছু প্ল্যান

৫)
"তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ
নতুন বছর বয়ে আনুক হাজারো আনন্দ"

৬)
"স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাসাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে
নতুন আশা জাগাও প্রাণে,
খুঁজে নাও বাঁচার মানে।
সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার

৭)
"নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই...
তুমি ও তোমার পরিবার যেন সবসময় সুখে থাকে"
হ্যাপি নিউ ইয়ার

৮)
"বছর শেষের ঝরাপাতা বললো উড়ে এসে
একটি বছর পেরিয়ে গেলো হওয়ার সাথে ভেসে
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো
স্বপ্নগুলো সফল করে ভীষণ ভালো থেকো"
হ্যাপি নিউ ইয়ার