For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) সুখী হতে চান? এই অভ্যাসগুলিকে বলুন 'গুড বাই'

|

কথায় বলে মানুষ অভ্যাসের দাস। যে অভ্যাসে অভ্যস্ত হবেন, তাই পরিচালনা করবে আপনার জীবনকে। আজকের ইঁদুর দৌড়ে ছুটতে গিয়ে অনেকসময়েই আমরা হাঁফিয়ে উঠি। ক্লান্তি, অবসাদ ইত্যাদি মুহূর্তে গ্রাস করে আপনাকে। আর এসবের মাঝেই হাসি-খুশি-আনন্দ হারিয়ে যায় আমাদের জীবন থেকে।

আরও পড়ুন : কিছু জিনিস যা নিয়ে আফশোস করে সব ভারতীয়

<strong>জেনে নিন নিজের মস্তিষ্কের গোপন কথা</strong>জেনে নিন নিজের মস্তিষ্কের গোপন কথা

অন্য লোককে আনন্দে থাকতে দেখলে নিজেকে দুর্ভাগ্যবান মনে হয়। এইসময়ে মনের মধ্যে ঈর্ষা হওয়া অস্বাভাবিক নয়। তবে জানেন কি, খুব সহজেই কয়েকটি অভ্যাসকে পরিবর্তন করতে পারলে আপনিও হয়ে উঠতে পারেন একজন হাসিখুশি মানুষ। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, আনন্দে থাকতে কোন অভ্যাসগুলি ত্যাগ করতে হবে আপনাকে।

সবসময়ে সেরা হওয়ার আশা করবেন না

সবসময়ে সেরা হওয়ার আশা করবেন না

জানবেন সবসময়ে জীবনের দৌড়ে সেরা হওয়া যায় না। সবসময়ে নিজেকে প্রথম সারিতে দেখতে চাওয়া জীবনের সুখের শতাংশ কমিয়ে দেবে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা তৈরি করুন। অযথা এমন কোনও জিনিসের জন্য ছুটতে গিয়ে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়বেন না।

তুলনা করবেন না

তুলনা করবেন না

নিজেকে কখনও অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি মানুষ আলাদা, তাদের ভাবনা আলাদা, সমাজকে দেখার চোখ আলাদা। আপনার চেয়ে অনেকেই এগিয়ে থাকতে পারেন। তাতে কি? জানবেন আপনিও অনেক মানুষের থেকে এগিয়ে রয়েছেন। তাই এসব না ভেবে জীবনকে উপভোগ করুন।

নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকুন

নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকুন

আপনার চারপাশে বহু মানুষ থাকবেন যারা আপনার সমালোচক, আবার শুভানুধ্যায়ীও বটে। তবে সবসময়ে এমন মানুষের থেকে দূরে থাকবেন যারা শুধুই সমালোচনা করে আপনাকে নিচে নামিয়ে আনতে চাইছে।

সবসময়ে হ্যাঁ বলবেন না

সবসময়ে হ্যাঁ বলবেন না

অন্যকে সাহায্য করা সবসময়ই ভালো কাজ। তবে সবসময়ই আপনি এটা করতে থাকলে অন্য লোকে এর সুযোগ নেবে। সেখানে বেশি সময় দিতে গিয়ে পরিবারের ক্ষতি করবেন না। কখনও কখনও না বলতেও শিখুন। তাতে সম্পর্ক খারাপ হয় না, সত্যিকারের স্বজন হলে সম্পর্ক একইরকম সুন্দর থাকবে।

অন্যকে ঘৃণা করবেন না

অন্যকে ঘৃণা করবেন না

অন্যকে ঘৃণা করার অভ্য়াস ত্যাগ করতে পারলে তবেই আপনি সুখী হতে পারবেন। অন্যকে নিয়ে বেশি না ভেবে নিজের জীবন নিয়ে ভাবুন, নিজের সাফল্যগুলিকে উপভোগ করুন, সুখী থাকবেন।

হতাশা ত্যাগ করুন

হতাশা ত্যাগ করুন

অনেক সময়ই ব্যর্থতা বা কোনও কিছু না পাওয়ার হতাশা আমাদের গ্রাস করে। কোনও কিছুতে ব্যর্থ হলে তা নিয়ে মনখারাপ না করে তা থেকে শেখার চেষ্টা করুন।

বাজে অভ্যাস ত্যাগ করুন

বাজে অভ্যাস ত্যাগ করুন

অনেক সময়ে ক্লান্তি, অবসাদ থেকে মুক্তি পেতে আমরা ধূমপান, মদ্যপান ইত্যাদি করে থাকি। এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। তাই অবিলম্বে এই অভ্যাসগুলি ছাড়ুন।

মিথ্যা কথা বলবেন না

মিথ্যা কথা বলবেন না

অনেক সময়ে কোনও কিছুকে ঢাকতে আমরা মিথ্যার আশ্রয় নিই। তবে জানেন কি, মিথ্যে কথা বললে শরীরে নানা নেতিবাচক প্রতিক্রিয়া হয় যা আপনার অজান্তেই মনকে অশান্ত করে তোলে ও নিরানন্দের কারণ হয়। তাই সবসময়ে সত্যি কথা বলা অভ্যাস করাটাই উচিত।

English summary

Give Up These 8 Things To Be Truly Happy

Give Up These 8 Things To Be Truly Happy
Story first published: Thursday, July 16, 2015, 19:03 [IST]
X
Desktop Bottom Promotion