For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চকোলেট দিবস : চকোলেট নিয়ে এই মজাদার তথ্যগুলি হয়তো আপনি জানেন না!

By Oneindia Bengali Digital Desk
|

আজ চকোলেট ডে। মহিলারা বিশেষ করে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। তবে শুধু মহিলারা কেন চকোলেটের প্রতি প্রেম রয়েছে আট থেকে আশি সমস্ত বয়সের মানুষেরই।

চকোলেট যে শুধু শুধুই খেতে হয় তার কোনও মানে নেই। চকোলেট দিয়ে একাধিক সুস্বাদু রেসিপিও বানানো যেতে পারে।

আরও পড়ুন : (ছবি) রোজ চকোলেটে কামড় বসান, সুস্থ থাকুন, মত বিশেষজ্ঞদের

তবে চকোলেট যতই ভালবাসুন না কেন আমরা জানি, এমন কিছু তথ্য রয়েছে চকোলেটের বিষয়ে যা আপনার কাছে অজানা। আর সেই তথ্যগুলি জানলে আপনি চমকে উঠতে পারেন। আক চকোলেট দিবস উপলক্ষে চকোলেট নিয়ে তেমনই কয়েকটি মজাদার তথ্য আপনাদের সঙ্গে আজ আমরা ভাগ করে নিচ্ছি।

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন সেই তথ্যগুলি।

ডার্ক চকোলেট স্বাস্থ্যকর

ডার্ক চকোলেট স্বাস্থ্যকর

ডার্ক চকোলেট আসলে শরীরের পক্ষে স্বাস্থ্যকর। ডার্ক চকোলেটে শর্করার পরিমাণ কম থাকে। বিশেষজ্ঞদের একাংশের মতে ডার্ক চকোলেট ডায়বেটিস রোগীদের ক্ষেত্রেও উপকারি।

চকলেটে মরণ

চকলেটে মরণ

৯ কেজি চকোলেটের ডোজ যে কোনও মানুষকে মারার ক্ষেত্রে ষথেষ্ট।

সবচেয়ে বড় চকোলেট

সবচেয়ে বড় চকোলেট

পৃথিবীর সবচেয়ে বড় চকোলেট বারের ওজন ৫৭৯২ কেজি। ব্রিটেনের একটি সংস্থা এই চকোলেট বার বানিয়েছিল।

সুস্থ হৃদয়

সুস্থ হৃদয়

ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে যা হৃদযন্ত্রকে সুস্থ ও স্বাভাবিক রাখে। এবং শরীরে রক্ত সরবরাহকে স্বাভাবিক রাখে। প্রত্যেকদিন ডার্ক চকোলেট খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এক-তৃতীয়াংশ কমে যায়।

চকোলেটের স্বাদ

চকোলেটের স্বাদ

চকোলেটের মধ্যে ৬০০ টি স্বাদের উপাদান রয়েছে। রেড ওয়াইনে যেখানে মাত্র ২০০ টি রয়েছে।

সাইকো

সাইকো

১৯৬০ সালের জনপ্রিয় হলিউড ছবি সাইকো-র জনপ্রিয় রক্তের দৃশ্যটি আসলে লিকুইড চকোলেট দিয়ে করা হয়েছিল।

নেপোলিয়নের চকোলেট প্রীতি

নেপোলিয়নের চকোলেট প্রীতি

নেপোলিয়ান এনার্জি বার হিসাবে সবসময় নাকি চকোলেট সঙ্গে রাখতেন। ক্লান্ত মনে হলেই চকোলেট খেতেন।

চকোলেট যখন চকোলেটই নয়

চকোলেট যখন চকোলেটই নয়

নামে হোয়াইট চকোলেট হলেও আসলে হোয়াইট চকোলেট চকোলেটই নয়। হোয়াইট চকোলেটে কোকো থাকে না, কোকো বাটার ও অন্যান্য দুগ্ধজাত দ্রব্য দিয়ে তৈরি হয় হোয়াইট চকোলেট।

চকোলেট চিপ

চকোলেট চিপ

মাত্র একটি চকোলেট চিপ আপনাকে ১৫০ পা চলার শক্তি যোগাতে সক্ষম।

চকোলেট চিপের আবিষ্কার

চকোলেট চিপের আবিষ্কার

যে ব্যক্তি চকোলেট চিপের আবিষ্কার করেছিলেন তিনি তাঁর এই চিন্তা বিক্রি করেছিলেন নেসলে টোল হাউজের কাছে। তবে টাকার বিনিময়ে নয়। বরং সারাজীবন চকোলেটের সরবরাহ ওই সংস্থার থেকে পাওয়ার জন্য।

কুকর-বিড়াল

কুকর-বিড়াল

কুকুর বা বিড়াল যদি চকোলেট খায় তা তাদের মৃত্যুর কারণও হতে পারে। তাই সাবধান।

English summary

Chocolate Day : Funny facts about Yummy Chocolate that you probably did not know !

Chocolate Day : Funny facts about Yummy Chocolate that you probably did not know !
X
Desktop Bottom Promotion