For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এই ফলগুলি দেখতে আমাদের শরীরের কিছু অঙ্গের মতো, কাজও দেয় একইভাবে!

|

আমাদের চারিপাশে এত ধরণের ফল, শাক, সবজি রয়েছে এবং তা প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরের নানা সমস্যা যে অনায়াসে দূর করতে পারে তা আমরা অনেকে জানিও না।

কিন্তু এতো কোনও নতুন কথা নয়। তবে আপনি কী জানেন এমন কিছু ফল বা সবজি রয়েছে যার সঙ্গে আমাদের শরীরের কিছু অঙ্গের দৃশ্যত অত্যন্ত মিল রয়েছে। আর এই ফলগুলি এই অঙ্গগুলির জন্য অত্যন্ত ফলপ্রসু।

এই বিষয়ে বিস্তারিত জানুন নিচের স্লাইডগুলিতে ক্লিক করে

ডিম্বাশয় - অলিভ

ডিম্বাশয় - অলিভ

অলিভ একেবারে মহিলাদের ডিম্বাশয়ের মতো দেখতে। এবং ডিম্বাশয়ের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারিও বটে। অলিভ খেলে প্রজনন প্রক্রিয়া উন্নত হয়।

শুক্রাশয় - টেস্টিস

শুক্রাশয় - টেস্টিস

পুরুষঅঙ্গের শুক্রাশয়ের আকারের হয় ফিগ। পাশাপাশি এই ফল পুরুষের ক্ষেত্রে প্রজনন পদ্ধতিতে উন্নত করে।

মস্তিষ্ক - আখরোট

মস্তিষ্ক - আখরোট

আখরোটের গড়ন একেবারে আমাদের মস্তিষ্কের মতো। আখরোটে ওমেগা ৩ রয়েছে। যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। রক্তচলাচলচ স্বাভাবিক রেখে মস্তিষ্ককে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে।

কিডনি -কিডনি বিন

কিডনি -কিডনি বিন

কিডনির আকারের বলেই এই ধরণের বিনকে কিডনি বিন বলা হয়। কিডনিতে জল জমা, পাথর হওয়া এই ধরণের সমস্যায় কিডনি বিনসের জুরি মেলা ভার। কিডনি বিনস ভেজানো জল খেলে কিডননি সংক্রান্ত যে কোনও ব্যাথা, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।

অগ্ন্যাশয় - রাঙাআলু

অগ্ন্যাশয় - রাঙাআলু

রাঙা আলু অনেকটা মানবদেহের অগ্ন্যাশয়ের মতো দেখতে। এবং অগ্ন্যাশয়ের জন্য উপকারিও বটে। যেহেতু অগ্ন্যাশয় থেকে ইনসুলিনের ক্ষরণ হয় এবং সুগার স্তর স্বাভাবিক থাকে। ডায়বেটিস রোগীদের ক্ষেত্রেও উপকারি এটি।

ফুসফুসের ক্ষুদ্র রন্ধ্র - আঙুর

ফুসফুসের ক্ষুদ্র রন্ধ্র - আঙুর

ফুসফুসের ভিতরে যে ক্ষুদ্র রন্ধ্র রয়েছে তা একেবারে আঙুরের থোকার মতো দেখতে। কালো আঙুর ফুসফুসের প্রদহনের মতো সমস্যা থেকে মুক্ত করে। এবং ফুসফুসকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য় করে।

হৃৎপিণ্ড - টমেটো

হৃৎপিণ্ড - টমেটো

টমেটোকে মাঝ বরাবর কাটলে দেখবেন টমেটোর আকারটা অনেকটা হৃৎপিণ্ডের মতো। প্রত্যেকদিন যদি ১টা টমেটোর রস খাওয়া যায় তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায়।

কান - মাসরুম

কান - মাসরুম

মাসরুমকে মাঝ বরাবার কাটলে তা কানের মতো দেখতে লাগে। কানের ভিতরের নরম হাড়গুলিকে শক্তি প্রদান করে এই মাসরুম। এছাড়া শ্রবণশক্তি প্রখর করে।

English summary

Foods That Resemble Your Body Organs And Benefits

Foods That Resemble Your Body Organs And Benefits
Story first published: Thursday, November 26, 2015, 15:22 [IST]
X
Desktop Bottom Promotion