For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন নিজের হাত দেখে কীভাবে স্বাস্থ্য সম্পর্কে জানবেন

|

নিত্যদিনের সব কাজ করতে হাতই আমাদের সবচেয়ে বড় ভরসা। সারাদিন প্রায় সবরকমের কাজেই আমরা হাতের ব্যবহার করে থাকি। [জেনে নিন কীভাবে পা দেখে মারণ রোগ চিনবেন]

এই হাত আমাদের ব্যক্তিত্বের জানান দেয়। আবার হাত দেখিয়েই আমরা আমাদের ভূত-ভবিষ্যত সম্পর্কে জানতে পারি। তবে জানেন কি, হাত আপনার স্বাস্থ্যেরও সুলুকসন্ধান দিতে পারে, তাও আবার নিঁখুতভাবে। [জেনে নিন জাপানিরা কেন হয় দীর্ঘায়ু]

যেমন হাত দেখে থাইরয়েডের সমস্যা, হরমোনের সমস্যা, পেটের নানা সমস্যা সম্পর্কে জানা যায়। নিচের স্লাইডে দেখে নিন, আপনার হাত কীভাবে শরীরের সম্পর্কে জানায়। [দুঃস্বপ্ন সম্পর্কে হাড় হিম করা তথ্য]

লাল হাত

লাল হাত

আপনার হাতের তালু যদি সবসময়ে লাল হয়ে থাকে তাহলে পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রবল। ফ্যাটি লিভার, সিসোরিসে আক্রান্ত হওয়ার সঙ্গেত বহন করে লাল হাতের তালু। তবে গর্ভধারণের সময়ে হাতের তালু লাল হয়ে থাকে, তাতে ঘাবড়ানোর কিছু নেই।

আঙুলের দৈর্ঘ্য

আঙুলের দৈর্ঘ্য

মেয়েদের অনামিকা যদি তর্জনীর চেয়ে বড় হয় তাহলে তাদের অস্টিওপরোসিসে ভোগার সম্ভাবনা বেড়ে যায়। ছেলেদের সাধারণভাবে তর্জনীর চেয়ে অনামিকা লম্বার বড় হয়। পুরুষের ক্ষেত্রে তা স্বাভাবিক।

স্ফীত আঙুল

স্ফীত আঙুল

যদি আপনার আঙুল প্রয়োজনের অতিরিক্ত স্ফীত ও শক্ত হয়, তাহলে থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ষোলআনা রয়েছে। অনেক সময়ে মেটাবলিজমের হার কমে গেলে শরীর ফুলতে থাকে। নানা জায়গায় ফ্লুইড জমতে থাকে। হাতেও তার প্রভাব পড়ে।

ফ্যাকাশে নখ

ফ্যাকাশে নখ

যদি আপনার নখ ফ্যাকাশে হয়, এবং চেরে ধরার পর বেশ কিছুক্ষণ সাদা হয়েই থাকে, তাহলে বুঝবেন আপনি অ্যানিমিক হয়ে পড়েছেন। শরীরে আয়রনের খামতি হলে নখ ফ্যাকাশে হয়ে যায়।

নখের নিচের দিকে লাল ছোপ

নখের নিচের দিকে লাল ছোপ

নখের নিচের দিকে যদি লাল বা গাঢ় বাদামি ছোপ দেখতে পান তাহলে সাবধান। রক্তে কোনও কারণে সংক্রমণ হলে অথবা হার্টের অসুখ হলে এমন হয়ে থাকে।

মোটা ও গোল আঙুলের ডগা

মোটা ও গোল আঙুলের ডগা

এমন আঙুলের অধিকারীদের ফুসফুস ও হার্টের সমস্যায় ভোগার সম্ভাবনা অনেক বেশি। ফলে কোনওরকম সমস্য়া দেখলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

নীল আঙুলের ডগা

নীল আঙুলের ডগা

ধূসর অথবা নীল রঙের আঙুলের ডগা হলে বুঝবেন রক্তের প্রবাহ ঠিকমতো হচ্ছে না। এমন হলে হাত ঠান্ডা হয়ে যাওয়া ও আঙুলে অসারতা হতে পারে।

হাতের উপরের অংশে লাল ছোপ

হাতের উপরের অংশে লাল ছোপ

হাতের উপরের অংশে অর্থাৎ তালুর উল্টোদিকে যদি লাল ছোপ থাকে, তাহলে তা ডায়বেটিসের লক্ষণ। কারণ এতে আক্রান্তদের রক্তকণিকা ও নার্ভ দুর্বল হয়ে পড়ে। ফলে শরীরের ভিতরে রক্তরাত হয়ে এমন হয়ে থাকে।

English summary

Facts Your Hands Tell About Your Health

Facts Your Hands Tell About Your Health
Story first published: Saturday, August 8, 2015, 11:44 [IST]
X
Desktop Bottom Promotion