For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) দুর্গাপুজোর শুরুতে টলিউড অভিনেত্রীরা কে কেমন সাজলেন?

By Oneindia Bengali Digital Desk
|

দুর্গাপুজো মানেই বাঙালির। তা সে আম হোক আর খাস, পুজোর এই কটা দিনে আমে আঁটিতে মিলে মিশে একাকার আর কি। ওই মানে পুজোর সাজগোজ, খাওয়া দাওয়া দিয়ে একেবারে সবমিলিয়ে জমে ক্ষীর আর কি।[(ছবি) দুর্গাপুজো স্পেশ্যাল : দুর্গাপুজোয় তারকারা]

আজ তো পঞ্চমী। কলকাতার একদিনের অতিরিক্ত ছুটিতেই একেবারে পুরোদমে পুজো শুরু আজ থেকেই। পুজোর সাজে একে অপরকে টক্কর দিতে মাঠে নেমে পড়েছেন টলিউডের অভিনেত্রীরাও। কারোর পরনে ঢাকাই, কেউ বা জামদানি, কেউ আবার হেভিওয়ার্ক ডিজাইনার শাড়িতে আসর মাতাচ্ছেন। [ (ছবি) পুজোর ফ্যাশন : এই ৫ লুক সেজে উঠুন পুজোয়!]

এই বারের পুজোয়, কোন অভিনেত্রী কেমন সাজে মেতেছেন আসুন একঝলকে দেখে নেওয়া

পাওলি দাম

পাওলি দাম

পঞ্চমীর সকালে একেবারে হাল্কা সাজে জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। আগামীকাল তাঁর অভিনীত ছবি জুলফিকার মুক্তি পাচ্ছে। কিন্তু তার আগে সে সব ভুলে পুজোতে মেতেছেন পাওলি। বেশ কয়েকটিপুজো মণ্ডপে উদ্বোধন সেরেছেন। পঞ্চমীর সকালের সাজের এই ছবিটি ইনস্তাগ্রামে পোস্ট করেছেন পাওলি। [(ছবি) দুর্গাপুজো স্পেশ্যাল : সেলুলয়েডে দুর্গাপুজোর কিছু মুহূর্ত]

পার্নো মিত্র

পার্নো মিত্র

পার্নো তো রীতিমতো মণ্ডপে ঘোরাই শুরু করে দিয়েছেন চতুর্থী থেকে। ইনস্তাগ্রামে এই ছবিটি পোস্ট করেন পার্নো। তবে জানাতে ভোলেননি সাদা জমিনে কালো কাজ করা এই শাড়িটি কিন্তু আসলে তার মায়ের। এমনীতে যতই বোল্ড অবতারে থাকতে ভালবাসুন না কেন পার্নো, পুজোর কটা দিন কিন্তু শাড়িই পছন্দ তাঁর। [(ছবি) আমি মহিলা, আমার স্তন আছে....দীপিকার মতোই গর্জে উঠলেন পার্নো]

 স্বস্তিকা মুখোপাধ্যায়

স্বস্তিকা মুখোপাধ্যায়

স্বস্তিকার অবশ্য পুজোর সাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। লেবেল ঋতু কুমারের লাল-কমলার কম্বিনেশন শাড়িতে এই বিবি স্টাইলিশ আবার ঘরোয়াও। [(ছবি) দুর্গা পুজো স্পেশ্যাল: নখে নানা রংয়ের শৈল্পিক ছোঁয়ায় ব্যক্তিত্বে আনুন এক্স ফ্যাক্টর]

মনামী ঘোষ

মনামী ঘোষ

পুজোর সকাল থেকেই একেবারে ভাইব্রেন্ট মনামী। অক্সিডাইজের গয়না আর গাঢ় গোলাপী ও কালো রংয়ের শাড়িতে দারুণ প্রাণোচ্ছল মনামী। ফেসবুক-ইনস্তাগ্রাম সব জায়গাতেই নিজের পুজোর সাজের এই ছবি পোস্ট করেছেন মনামী।[(ছবি) ছবিতে দেখে নিন বঙ্গ সাজে বলিউডের ললনাদের]

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

টলিউডের জনপ্রিয় মুখ মিমিকে শাড়ি পরেই প্রথম দেখেছিলাম আমরা পুপের ভূমিকায়। পুজোতেও কিন্তু শাড়িই বেশি পছন্দ মিমির। তাই পুজোর সাজটা শুরুও করেছেন শাড়ি দিয়ে। নীল আর সবুজের ভারি সিল্ক দিয়েই শুরু মিমির পুজো।

English summary

Durga Pujo Special : How Bengali actress Dressed for Durga Pujo

Durga Pujo Special : How Bengali actress Dressed for Durga Pujo
X