For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ষষ্ঠী থেকে দশমি এই পাঁচ দিন কোন রাশির কেমন যাবে জানা আছে কি?

কোন রাশির কেমন যাবে পুজোর কটা দিন, সেই বিষয়টির উপর আলোকপাত করার চেষ্টা করা হয়েছে এই লেখায়।

|

বাঙালি ক্যালেন্ডারে বছরের এই ৪-৫ টি দিন বেজায় গুরুত্বপূর্ণ। আর কেন হবে নাই বা বলুন। এত শুধু মাতৃশক্তির আবাহন কাল নয়, সেই সঙ্গে সারা বছরের দুঃখ, ক্লান্তি, বিচ্ছেদ এবং আরও কত ধরনের দুঃখ ভুলিয়ে আমাদের খুশির দিকে যাত্রা। তাই তো পকেটে টাকা থাকুক বা না থাকুক, সব বাঙালির কাছেই এই কটা দিনের গুরুত্ব বলে বোঝানোর নয়! তবে এই প্রবন্ধ দুর্গার পুজোর বিশেষত্ব নিয়ে আলোচনা করার জন্য লেখা হচ্ছে না, বরং গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের কারণে কোন রাশির কেমন যাবে পুজোর কটা দিন, সে বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করা হবে। কারণ বিপদ সম্পর্কে আগে জেনে গেলে যে ক্ষতি হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে সে বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই। তাই তো কথায় কথায় বিখ্যাত সায়েন্টিস্ট স্যার আলবার্ট আইনস্টাইন বলতেন, "আ ক্লেভার পার্সেন সল্ভ আ প্রবলেম। আ ওয়াইজ পার্সেন অ্যাডভাইজ ইট।" তা বন্ধু আপনি কোন ধরনের মানুষ, ক্লেভার না ওয়াইজ...?

তাহলে আর অপেক্ষা কেন, চলুন জেনে নেওয়ার চেষ্টা করা যায় কোন রাশির কেমন যাবে পুজোর কটা দিন...!

১. মেষরাশি:

১. মেষরাশি:

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সময় শুক্র গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে আপনাদের কর্মজীবনে নানা উন্নতি ঘটার যোগ যেমন রয়েছে, তেমনি মনের কথা অনেককে বলে দেওয়ার কারণে নানা বিপদে পরার আশঙ্কাও আছে। তাই এই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন। শুধু তাই নয়, নানা কারণে এই সময়ে আপনাদের শরীরও খারাপ হতে পারে, বিশেষত মাসের শেষের দিকে স্ট্রেস লেভেল বেড়ে যাওয়ার কারণে মানসিক শান্তি দূরে পালানোর মতো ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। তাই সাবধান বন্ধু সাবধান...!

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

নানা কারণে এই সময় আপনাদের কাজের চাপ এতটা বেড়ে যাবে যে পুজোর মধ্যেও হয়তো ১-২ দিন অফিস যেতে হতে পারে। তবে এই সময় পরিশ্রম করলে আগামী সময় এর সুফল যে পাবেই পাবেন, সে বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই। বিশেষত এই মাসের শেষের দিকে আপনার পরিশ্রমের দাম আপনি পাবেই পাবেন। তাই তো বলি বন্ধু, বাকিরা ছুটি কাটালেও আপনাকে যদি এই সময় কাজ করতে হয়, তাহলে মন খারাপ করবেন না যেন!

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

অক্টোবর মাসের প্রথম দিকটা আপনাদের একেবারেই ভাল যাবে না। এই সময় কর্মক্ষেত্রে যেমন নানাবিধ ঝামেলা মাথা চাড়া দিয়ে উঠবে, তেমনি প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্কেরও আবনতি ঘটতে পারে। তাই পুজোর কটা দিন মাথা ঠান্ডা রেখে যে কোনও সিদ্ধান্ত নেবেন, ভুলেও হুটোপাটি করে কোনও ডিসিশন নিতে যাবেন না যেন! তবে চিন্তা নেই! এই মাসের মাঝামাঝি সময় থেকে গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলে যাওয়ার কারণে হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসতে দেখবেন সময় লাগবে না।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

৪ অক্টোবরের পর থেকে চাঁদের অবস্থান বদলে যাওয়ার কারণে আপনাদের পারিবারিক জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে। এমনকি অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই এই সময় টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে একটু নজর ফেরানোর প্রয়োজন রয়েছে। তবে ১৫ অক্টোবরের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে। তাই ষষ্ঠী থেকে আপনাদের সময়টা যে বেজায় ভাল যেতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

মঙ্গল গ্রহের প্রভাবে নবরাত্রির শুরুর কয়েকটা দিন আপনাদের সামাজিক সম্মান এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু সেই সঙ্গে পারিবারিক জীবনে নানা ঝামেলাও গজিয়ে উঠবে। শুধু তাই নয়, এই সময় পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছোট ছোট বিষয়ে বড় রকমের ঝামেলাও হওয়ার যোগও রয়েছে। তাই এই বিষয়টি খেয়াল রাখতে ভুলবেন না যেন! তবে পরের সপ্তাহ থেকে কিছুটা হলেও পরিস্থিতির পরিবর্তন হবে। তাই আকারণ চিন্তা করার যদিও কোনও কারণ নেই!

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

আগামী তিন দিন আপনাদের মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার যোগ রয়েছে। সেই সঙ্গে লেজুড় হতে পারে প্রিয় জনেদের সঙ্গে ঝামেলাও। তাই এই উইকএন্ডটা যে এই রাশির জাতক-জাতিকাদের একেবারেই ভাল যাবে না, তা বলাই বাহুল্য। তাই তো এই সময়টা একটু সাবধানে থাকবেন। প্রয়োজনে যে কোনও ঝামেলা, তা যতই ছোট হোক না কেন, তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আগামী ১৫ তারিখ থেকে কিছুটা হলেও পরিস্থিতি শুধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

অক্টোবর মাসের প্রথম ২ সপ্তাহে এত ধরনের ঝামেলা মাথা চাড়া দিয়ে উঠবে যে বন্ধুদের সাহায্য নেওয়া ছাড়ডা আপনাদের কাছে আর কোনও উপায়ই থাকবে না। তাই এই সময় আপনি বুঝে যাওয়ার সুযোগ পাবেন, কে আপনার প্রকৃত বন্ধু, আর কারা নয়! যদিও ১৫ অক্টোবরের পর থেকে মঙ্গল গ্রহের অবস্থান বদলে যাওয়ার কারণে ধীরে ধীরে হলেও আবস্থার উন্নতি ঘটতে শুরু করবে।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

আপনার ভাল সময় শুরু হল বলে! তবে এই সময় চোখ-কান খোলা রাখারও প্রয়োজন রয়েছে। কারণ নানা কারণে ১৫ তারিখের আগে পর্যন্ত আনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই এই সময় একটু সাবধান না তাকলে কিন্তু বিপদ! তবে ষষ্ঠীর দিন থেকে আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ এই সময় গ্রহ-নক্ষত্রের যা আবস্থান হতে চলেছে, তাতে কেউ চাইলেও আপনার কোনও ক্ষতি করতে পারবে না।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

অক্টোবর মাসের ৭ থেকে ১৫ তারিখ পর্যন্ত সময় আপনাদের কাছে বেজায় গুরুত্বপূর্ণ! কারণ এই সময় শরীর নিয়ে না ভাবলে কিন্তু বিপদ! কারণ গ্রহ-নক্ষত্রের অবস্থান যা, তাতে এই কটা দিন আপনাদের মারাত্মক শরীর খারাপ হতে পারে। শুধু তাই নয়, না ভেবে চিন্তে নানা কথা বলে দেওয়ার কারণে প্রিয় মানুষদের সঙ্গে ঝামেলায়ও জড়িয়ে পরতে পারেন। তাই এই দুটি বিষয় খেয়াল রাখা একান্ত প্রয়োজন।

১০. মকররাশি:

১০. মকররাশি:

যা ঘটছে তা ঘটতে দিন। কারণ আপনার হাতে এখন সে ক্ষমতা নেই যে পরিস্থিতির পরিবর্তন করতে পারেন। তাই সময় আপনাকে যেখানে নিয়ে যেতে চাইছে, চোখ-কান বুঝে সেদিকে যান। তাতে যে আপনার ক্ষতি হবে, এমন নয় কিন্তু। তবে মাঝে মাঝে মানসিক শান্তি দূরে পালাবে এই যা! তাই এ বছর পুজোটা যে আপনাদের বেজায় মিশ্র প্রকৃতির হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

বাকি রাশিদের মাঝে আপনার একমাত্র যাদের এই মাসটা সব দিক থেকে আনন্দে কাটবে, বিশেষত অক্টোবর মাসের ১৪ এবং ১৫ তারিখটা আপনাদের জন্য বেজায় লাকি।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

এবারে নবরাত্রির নয় দিন আপনাদের কাছে দারুন লাকি, বিশেষত ৬ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আপনার যে ভাল সময় যেতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই সময় আপনাদের সামাজিক সম্মান যেমন বাড়াবে, তেমনি কর্মক্ষেত্রও চরম উন্নতির যোগ রয়েছে।

Read more about: বিশ্ব
English summary

Durga Puja 2018 Navratri Astro Predictions

Navratri is a time to rejoice, to commit ourselves to the worship of the divine Goddess Durga, to celebrate the victory of good over evil and above all to embrace the spirit of oneness and leave behind all that is limiting and hindering our growth as spiritual beings.So what surprises do the nine days of Navratri hold for you!
Story first published: Friday, October 12, 2018, 13:01 [IST]
X
Desktop Bottom Promotion