For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Cyclone Jawad : ঘূর্ণিঝড় 'জাওয়াদ'-এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে, দেখে নিন সুরক্ষিত থাকতে কী করবেন

|

ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় 'জাওয়াদ'-এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে। এর জেরে ৪ ও ৫ ডিসেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোনও কোনও জায়গায় রবিবার অতিভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। যে কারণে সতর্কবার্তাও জারি করা হয়েছে।

Cyclone Jawad : How to Be Safe Before, During and After the Storm

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আমপান এবং ইয়াস-এর জেরে রাজ্যের যে হারে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা যাতে এবার না হয় তার জন্য আগেভাগেই সব ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন। রাজ্যবাসীকে আগে থেকেই সতর্ক করেছে আবহাওয়া অফিসও। যেহেতু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিচু এলাকা, নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হতে পারে, যে কারণে যানচলাচলের উপরও প্রভাব পড়তে পারে। একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। তাই আমাদের আগে থেকেই খুব সতর্ক থাকা উচিত এবং বেশ কিছু নিয়মও মেনে চলতে হবে। তাহলে দেখে নিন ঝড়-বৃষ্টির সময় কী করবেন ও কী করবেন না।

ঘূর্ণিঝড়ের আগে

ঘূর্ণিঝড়ের আগে

-আবহাওয়ার আপডেট, সতর্কতা এবং কী কী পরামর্শ দেওয়া হচ্ছে সেদিকে নজর রাখুন।

-আপনার বাড়ির অবস্থা পরীক্ষা করুন এবং দুর্বল অংশগুলি মেরামত করুন।

-গবাদি পশু এবং পোষা প্রাণীদের জন্য একটি নিরাপদ স্থান তৈরি করুন।

-শেল্টার হোম বা পাকা বাড়ি যেখানেই থাকুন না কেন, মাস্ক অবশ্যই পরবেন। পরুন। সাবান দিয়ে হাত ধোবেন এবং স্যানিটাইজারও ব্যবহার করবেন।

-গন্তব্যস্থলে যাওয়ার আগে রাস্তার যান চলাচলের বিষয়ে খোঁজ রাখতে হবে।

-প্রয়োজনীয় ওষুধ, খাবার, জিনিসপত্র, জল সংগ্রহ করে রাখুন।

-মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, এমার্জেন্সি লাইট, এগুলি আগে থেকে ফুল চার্জ করে রাখুন।

ঘূর্ণিঝড়ের সময়

ঘূর্ণিঝড়ের সময়

-শান্ত থাকুন, ঘরে থাকুন। আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার চেষ্টা করুন। প্রধান বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন।

-ফ্ল্যাশ লাইট/ইমার্জেন্সি ল্যাম্প ব্যবহার করুন।

-মোমবাতি ব্যবহার করার সময় সতর্ক থাকুন।

-কাঁচের জানালা থেকে দূরে থাকুন।

-কোনও বিপজ্জনক নির্মাণ বা বাড়ি-ঘরের কাছাকাছি থাকবেন না। কারণ সেগুলি ঝড়ের সময় ভেঙে পড়তে পারে।

-এই সময় মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে না যাওয়াই ভাল।

ঘূর্ণিঝড়ের পর

ঘূর্ণিঝড়ের পর

-কর্তৃপক্ষের ঘোষণার জন্য অপেক্ষা করুন। যতক্ষণ না পর্যন্ত তিনি ঘোষণা করছেন যে বাইরে যাওয়া নিরাপদ, ততক্ষণ না বেরোনোই ভাল।

-ভেঙে পড়া গাছ, ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি বা জায়গা এবং বিদ্যুৎ-এর লাইন থেকে দূরে থাকুন।

-জরুরী পরিষেবাগুলিকে বাধাগ্রস্ত করতে পারে এমন দর্শনীয় স্থান পরিদর্শন থেকে বিরত থাকুন।

-আপনার বাড়ির ক্ষতিগ্রস্থ অংশগুলি পরীক্ষা এবং মেরামত করার সময় সতর্ক থাকুন।

-জলমগ্ন রাস্তা এড়িয়ে চলাই ভাল।

আলিপুর আবহাওয়া দপ্তর চাষিদের জন্য সতর্কবার্তা দিয়েছে - যত দ্রুত সম্ভব ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করতে হবে এবং খেতে জমে থাকা জলও বার করে দিতে হবে। অত্যধিক বৃষ্টির কারণে জল জমলে ফসলের ক্ষতি হতে পারে।

English summary

Cyclone Jawad : How to Be Safe Before, During and After the Storm in Bengali

Here we talking about the Cyclone Jawad: How to be safe before, during and after the storm. Read on.
X
Desktop Bottom Promotion