For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কম্পিউটারের এই 'কমন মিথ'-গুলি আদৌও গ্রহণযোগ্য নয়

|

এই যুগ হল বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আর এর মধ্যে কম্পিউটারের কথা উঠলে বলতে হয়, এখনকার দিনে এই যন্ত্রটি ছাড়া এক মুহূর্ত চলার উপায় নেই আমাদের। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

প্রচলিত নানা প্রযুক্তিরই কিছু বাজারচলতি 'মিথ' থাকে। তেমনভাবেই কম্পিউটার বা ল্যাপটপেরও কিছু মিথ রয়েছে যা আমাদের মনে গেঁথে গিয়েছে। নিচের স্লাইডে তেমনই কয়েকটি কম্পিউটার মিথ সম্পর্কে বিস্তারিত জানানো হল। [এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!]

কম্পিউটার ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করা

কম্পিউটার ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করা

এখনকার আধুনিক উইন্ডোজ কম্পিউটারগুলি প্রথম থেকেই ইন-বিল্ট ডিফ্র্যাগমেন্ট করা থাকে। এবং সেই অনুযায়ী পর্দার পিছনে কাজ করে। আলাদা করে ডিফ্র্য়াগমেন্ট করা মানে তা নষ্ট হতে পারে।

ভাইরাস কম্পিউটারকে স্লো করে দেয়

ভাইরাস কম্পিউটারকে স্লো করে দেয়

অনেকেই বিশ্বাস করেন, ভাইরাসের কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। তবে তাতে খুব একটা অসুবিধা হয় না। একসঙ্গে অনেকগুলি প্রোগ্রাম চালালে কম্পিউটার স্লো হয়ে যায়। এছাড়া অপ্রয়োজনীয় প্লাগ-ইনস, অ্যাড অনস যুক্ত করা ও RAM, ডিস্ক স্পেস না থাকাই কম্পিউটারকে স্লো করে দেয়।

ভালো সফটওয়্যারে কম্পিউটার ভালো কাজ করে

ভালো সফটওয়্যারে কম্পিউটার ভালো কাজ করে

এখনকার দিনে প্রচুর থার্ড পার্টি সফটওয়্য়ার বেরিয়েছে। তা ব্যবহার করলে খুব একটা অসুবিধা হয় না। আসল, দামি সফটওয়্য়ার কেনার সামর্থ না থাকলেও তাই কোনও অসুবিধা নেই।

অ্যান্টি ভাইরাসের প্রয়োজন নেই

অ্যান্টি ভাইরাসের প্রয়োজন নেই

আপনি ম্যাক ব্যবহার করুন অথবা উইন্ডোজ, কম্পিউটারকে ঠিক রাখতে গেলে অবশ্যই অ্যান্টি ভাইরাস সফটওয়্য়ার প্রয়োজন।

যখন তখন কম্পিউটার অন-অফ করা উচিত নয়

যখন তখন কম্পিউটার অন-অফ করা উচিত নয়

কম্পিউটার যখন-তখন বন্ধ করে দেওয়া বা খোলা উচিত নয় এটা যেমন ঠিক নয়, তেমনই কোনও কারণ ছাড়াই তা খোলা রেখে দেওয়ারও কোনও মানে হয় না। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কম্পিউটার বা ল্যাপটপ খোলা রাখলেই শরীরেরও মঙ্গল।

পার্সোনাল কম্পিউটারের চেয়ে ম্যাক ভালো

পার্সোনাল কম্পিউটারের চেয়ে ম্যাক ভালো

ম্যাকও একধরনের কম্পিউটার তবে তার অপারেটিং সিস্টেম ইউন্ডোজ বা লিনাক্সের নয়। তাই কোনটা বেশি ভালো তা আলাদা করে বলা সম্ভব নয়।

ব্রাউজার

ব্রাউজার

কোন ব্রাউজার বেশি ভালো তা নিয়ে অনেকের মধ্যেই দ্বন্দ্ব চলে। তবে আমাদের জানা উচিত ইন্টারনেটের ব্যবহারের এটি একটি মাধ্যম, একটি অ্যাপ্লিকেশন মাত্র। তার বাইরে এদের কোনও গুরুত্ব নেই।

বেশি RAM স্পিড বাড়ায়

বেশি RAM স্পিড বাড়ায়

অনেকেই ভাবেন বেশি RAM লাগালে কম্পিউটার সুপারফাস্ট হবে। তবে এই ধারণা সত্য নয়। সামান্য স্পিড বাড়লেও তা খুব বেশি নয়।

English summary

Common Computer Myths You Should Know

Common Computer Myths You Should Know
Story first published: Wednesday, August 26, 2015, 16:25 [IST]
X
Desktop Bottom Promotion