For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দেখুন একটি হাস্যকর বিবাহের কার্ড, এটি দেখে নিজের হাসি থামাতে পারবেন না

|

সব অনুষ্ঠানের মধ্যে বিবাহ হল সবথেকে বড়ো অনুষ্ঠান। আর, বিয়ের আমন্ত্রণ কার্ড ছাড়া কি সম্পূর্ণ হয় একটি বিয়ের অনুষ্ঠান! যে ভাবেই বিয়ে করুন না কেন, বিয়ের কার্ড ছাড়া এই অনুষ্ঠান ঠিক জমে না। কারণ, বিয়ের কার্ড বিনিময় থেকেই শুরু হয় বিয়ের আনন্দ। আপনি মার্কেটে সন্ধান করলে নানান রকমের ডিজাইনের বিয়ের কার্ড পাবেন।

Honest Wedding Invitation Card

ঠিক এমনই একটি অনন্য বিবাহের কার্ড ডিজাইন করেছেন দিল্লির কৌতুক অভিনেতা অক্ষর পাঠক। এই কার্ডটিতে ভারতীয় বিবাহের গতানুগতিক দিকগুলি তুলে ধরা হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, "হামনে কিতনা খরচা কিয়া, জাস্ট লুক অ্যাট দিস এক্সট্রাভ্যাগেন্ট ওয়েডিং কার্ড, অম্বানি সে কম নেহি হ্যায় হম" এর অর্থ হল 'আপনি এই অমিতব্যয়ী কার্ডটি দেখে জানতে পারবেন যে, এই বিবাহের জন্য আমাদের কত পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। আমরা আম্বানির থেকে কম নই '।

এটি একটি প্যারোডি বিবাহের আমন্ত্রণ কার্ড, যেখানে বলা হয়েছে 'শর্মা জি কা লড়কা'-র সঙ্গে বিয়ে হবে 'ভার্মা জি কি লড়কি'-র। এই কৌতুক অভিনেতা দম্পতিদের বিবাহের জন্য #ShaVerma বলে একটি হ্যাশট্যাগও দিয়েছিলেন।

বিবাহের তারিখ উল্লেখ করার সময়, ওই হাস্যকর কার্ডটিতে লেখা ছিল, ' এটি খুব শুভ দিন, তাই সেখানে আরও ২২ হাজার বিবাহ হবে এবং আপনি কয়েক ঘণ্টা ট্র্যাফিকে আটকে থাকবেন।'

কার্ডটিতে অতিথিদের অনুরোধ করে বলা হয়েছে যে, অতিথিরা যাতে কোনও উপহার না দেয়, শুধুমাত্র নগদ টাকা দেয়। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছে যে, "হাম ১৮ জুসার মিক্সার গ্রাইন্ডার কা কেয়া করেঙ্গে ( আমরা ১৮টি জুসার মিক্সার গ্রাইন্ডার নিয়ে কী করব?)।"

রণবীর- দীপিকা ও নিক-প্রিয়াঙ্কার যথাক্রমে ছয় ও আটটি বিবাহ অনুষ্ঠানের কথা উল্লেখ করে কৌতুক অভিনেতা বলেছেন, 'হাম ভী দো তিন রিসেপশন করেঙ্গে কম সে কম' (আমরাও দু'তিনটে রিসেপশন করব)।

দিকনির্দেশ এবং লোকেশনের দিকে, কার্ডের নীচের অংশে লেখা আছে, "আগে ডিরেকশন কে লিয়ে এক বহুত হাই কনফিউজিং ম্যাপ হ্যায়" (আপনি কার্ডের অন্য দিকে একটি বিভ্রান্তিকর মানচিত্র পাবেন)। ম্যাপের অপর প্রান্তে একটি মজার মানচিত্র রয়েছে।

View this post on Instagram

An honest #wedding card. Please #RSVP

A post shared by Akshar Pathak (@aksharpathak) on

কার্ডটি ভাইরাল হওয়ার পরে কেউই হাসি নিয়ন্ত্রণ করতে পারেনি। আবার, অনেক নেটিজেনের মতে কার্ডটিতে বিশদ মেনু থাকা উচিত।

Read more about: wedding invitation card
English summary

Planning A Wedding? Check Out This Honest And Hilarious Wedding Invitation Card

One such unique wedding card was designed by Akshar Pathak, a Delhi based comedian. The comedian has designed the card in a quirky yet interesting way. The card highlights the cliché aspects of Indian weddings.
Story first published: Saturday, November 16, 2019, 14:21 [IST]
X
Desktop Bottom Promotion