For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Chay-Sam Divorce : লভ ম্যারেজের পরেও কেন সম্পর্ক ভেঙে যায়? জেনে নিন এর কয়েকটি কারণ

|

দক্ষিণের সুপারস্টার নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনি-র অনস্ক্রিন ও অফস্ক্রিন কেমিস্ট্রি সবসময়ই চর্চায় থাকে। এই জুটি বেশ জনপ্রিয় দর্শক মহলে। ২০১৭ সালে দুজনে ভালবেসে বিয়ে করেন। কিন্তু সম্প্রতি এই দুই তারকা তাদের ডিভোর্সের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর সকলেই অবাক হয়েছেন।

Most Common Reasons People Get Divorced

এমন অনেক সেলিব্রিটি দম্পতি আছেন, যারা প্রেম বিয়ে করে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পরেও তাদের পথ আলাদা হয়ে গিয়েছে। কিন্তু কেন এমন হয়? কোন কোন কারণে একটি সম্পর্কের মধ্যে ফাটল ধরে এবং শেষ পর্যন্ত এটি বিচ্ছেদের দিকে যায়? আসুন জেনে নিই এমন কিছু কারণ সম্পর্কে -

কমিউনিকেশনের সমস্যা

কমিউনিকেশনের সমস্যা

যেকোনও সম্পর্ক দৃঢ় করতে গেলে ভাল যোগাযোগের প্রয়োজন হয়। সাধারণত যখনই বিবাহ বিচ্ছেদের কথা হয় তখন মানুষ আর্থিক সমস্যা বা কমিটমেন্ট ইস্যু নিয়ে কথা বলে। কিন্তু যদি ঠিকভাবে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে এই সমস্ত সমস্যাগুলি গৌণ এবং কমিউনিকেশনের ব্যবধান বা পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণেই ঝামেলা উদ্ভূত হয়। যখন কোনও দম্পতি তাদের সমস্যা এবং পরিকল্পনা নিয়ে একে অপরের সঙ্গে ভাল করে কমিউনিকেশন করতে অক্ষম হয়, তখন তাদের মধ্যে ঝামেলা হতে শুরু করে। আর, যখন তারা এই কমিউনিকেশন গ্যাপ পূরণ করতে না পারে, তখনই তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘনিষ্ঠতার অভাব

ঘনিষ্ঠতার অভাব

দম্পতিদের মধ্যে দূরত্ব এবং তাদের বিচ্ছেদের অন্যতম কারণ এটি। কেবল আই লাভ ইউ বললেই ভালবাসা প্রকাশ করা যায় না, ব্যবহারেও এটি ফুটে ওঠে। অনেক সময় শারীরিক স্পর্শও অনেক কিছুর প্রকাশ করে। আলিঙ্গন করা, কিস করা বা হাতে হাত দিয়ে বসে থাকা, এই জাতীয় অঙ্গভঙ্গি দম্পতিদের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় করে তোলে। কিন্তু যদি এইটুকু শারীরিক সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সম্পর্কের মধ্যে নিস্তেজতা এমন পর্যায়ে চলে আসে যে ডিভোর্স হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।

নিজেদের মধ্যে মিল নেই

নিজেদের মধ্যে মিল নেই

দম্পতির মধ্যে মিল না থাকলেই সমস্যা দেখা দেবে। যদি আপনি সম্পর্কের মধ্যে থেকেও নিজেকে একেবারে একা মনে করেন, তাহলে বুঝবেন আপনাদের মধ্যে কোনও কিছুই ঠিক নেই। এই বিচ্ছিন্নতা এবং একাকীত্ব বিবাহ বিচ্ছেদের জন্য যথেষ্ট কারণ হতে পারে।

ইমোশনাল সাপোর্টের অভাব

ইমোশনাল সাপোর্টের অভাব

একটি সম্পর্ক শুধুমাত্র ভাল আর্থিক অবস্থার ভিত্তিতে টিকে থাকতে পারে না। এর জন্য একে অপরকে ইমোশনালি সাপোর্ট করাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দম্পতিরা কমিউনিকেশন গ্যাপের পাশাপাশি ইমোশনালি সাপোর্টের অভাব অনুভব করে। এমন পরিস্থিতিতে কেবল শারীরিক নয়, মানসিক দূরত্বও আসতে শুরু করে এবং একবার একে অপরের প্রতি আকর্ষণ কমে গেলে, একসঙ্গে থাকা খুব কঠিন হয়ে পড়ে।

English summary

Chay-Sam Divorce: Most Common Reasons People Get Divorced in Bengali

Here we are talking about chay sam divorce and the reason behind couple divorce. Know more.
Story first published: Thursday, October 7, 2021, 18:30 [IST]
X
Desktop Bottom Promotion