For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বুদ্ধ পূর্ণিমায় হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন, কোথায় দেখা যাবে

|

এবছর অর্থাৎ ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ২৬ মে। এই দিনই পড়েছে বৈশাখ এবং বুদ্ধ পূর্ণিমা। এটি 'টোটাল লুনার এক্লিপস' বা 'পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ' হতে চলেছে। এই দিন পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ছায়া এলাকা দিয়েই অগ্রসর হবে চাঁদ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ-কে 'ব্লাড মুন'- ও বলা হয়। কারণ গ্রহণ চলাকালীন চাঁদকে লালচে কমলা রঙের এবং বেশ বড় আকারে দেখা যায়। সেই কারণেই বলা হয় 'ব্লাড মুন'। তাহলে জেনে নিন কখন, কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

Chandra Grahan 2021 in India

চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়

চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়

২৬ মে, বুধবার দুপুর ২টো বেজে ১৭ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। এটি সন্ধ্যে ৭টা বেজে ১৯ মিনিটে শেষ হবে। তবে চূড়ান্ত গ্রহণের সময় ১৪ মিনিট থাকবে। এই গ্রহণের প্রভাব সবচেয়ে বেশি বৃশ্চিক রাশিতে পড়বে।

বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্র

বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্র

জ্যোতিষশাস্ত্র মতে, এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশি ও অনুরাধা নক্ষত্রে পড়বে। তাই এই রাশি ও নক্ষত্রের জাতকদের গ্রহণের সময় সতর্ক থাকতে হবে।

এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে?

এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে?

মে মাসে হতে চলা এই চন্দ্রগ্রহণ অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যাবে। অন্যান্য দিনের তুলনায় এই দিন চাঁদের রঙ ও আকার-আয়তনেও ফারাক পাওয়া যাবে।

ভারতের পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, অসম এবং মেঘালয়, এই সব জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ।

২০২১ সালের আসন্ন গ্রহণের তালিকা

২০২১ সালের আসন্ন গ্রহণের তালিকা

২০২১ সালে মোট চারটি গ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব।

২৬ মে- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

১০ জুন- অ্যানুলার সোলার ইক্লিপস।

১৯ নভেম্বর- আংশিক চন্দ্রগ্রহণ।

৪ ডিসেম্বর- পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।


আরও পড়ুন : বিয়ের পর এই অভ্যাসগুলি অবশ্যই ত্যাগ করুন, নাহলে সম্পর্ক নষ্ট হতে পারে

English summary

Chandra Grahan 2021 in India : Date, Time and Other Details in Bengali

Blood Moon on May 26: Here's all you need to know about Total Lunar Eclipse. Read on.
X
Desktop Bottom Promotion