For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জায়গা অপ্রতুল? 'ভাঁজ' করে রাখতে পারবেন এই স্মার্ট গাড়িটি

|

আধুনিক জীবনে গতির সঙ্গে পাল্লা দিয়ে ক্ষণে ক্ষণে ছোট হচ্ছে সবকিছু। ভারতে যেভাবে জনসংখ্যা বেড়ে চলেছে তাতে আগামিদিনে সবার জন্য বাসস্থান আর খাদ্য জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হবে সরকারকে।

আজকের দিনে সবকিছুই 'পোর্টেবল' পছন্দ করেন মানুষ। ব্যবহার করতেও যেমন সুবিধা হয়, তেমনই রাখতেও সুবিধা হয়। ফলে আগামিদিনে ছোট জিনিসের চাহিদা আরও বাড়তে চলেছে। আর এই চাহিদা শুধু ভারতের নয়, বিশ্বজনীন।

জায়গা অপ্রতুল? 'ভাঁজ' করে রাখতে পারবেন এই স্মার্ট গাড়িটি

সেই চাহিদাকে মাথায় রেখেই জার্মান গাড়ি বিশেষজ্ঞরা এমন গাড়ি তৈরি করেছেন যা প্রয়োজনে 'ভাঁজ' করে রাখা যাবে।

'ট্রান্সফরমার'-এর মতো বিখ্যাত সিনেমায় যেভাবে গাড়ি তথা রোবটগুলি নানা সময়ে প্রয়োজনমতো এক একটি আকার ধারণ করতো, তেমনই চাইলে নতুন এই গাড়িকেও জায়গা অনুযায়ী ভাঁজ করে রাখা যাবে।

'ইও স্মার্ট কানেক্টিং কার' নামের এই গাড়িটিতে আর পাঁচটা গাড়ির মতোই সকল বৈশিষ্ট্য রয়েছে। তবে এর বিশেষত্ব হল, আপনি চাইলে এই গাড়িটিকে প্রয়োজন অনুযায়ী গুটিয়ে রাখতে পারবেন। জানা গিয়েছে, গাড়িটি ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। পাশাপাশিও চলতে পারে এবং এরকম কয়েকটি গাড়িকে পরপর রেখে ট্রেনের আকারও দেওয়া যায়।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়িটির দৈর্ঘ্য ২.৫ মিটার। যদি প্রয়োজন মনে হয় তাহলে গাড়িটির দৈর্ঘ্যের প্রায় ৪০ শতাংশ গুটিয়ে নেওয়া যাবে বলেই জানিয়েছেন গবেষকরা।

গত তিনবছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই গাড়িটির নকশা তৈরি করেছেন গবেষকরা। ব্যাটারি চালিত এই স্মার্ট গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার।

English summary

Car Shrinks and Expands to Your Mega city Needs

Car Shrinks and Expands to Your Mega city Needs
Story first published: Monday, May 18, 2015, 16:58 [IST]
X
Desktop Bottom Promotion