For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জন্ম তারিখ অনুসারে এই জিনিসগুলি বাড়িতে রাখলে কোনও দিন আপনার ভাগ্য খারাপ হবে না!

যাদের জন্ম তারিখ ২, ১১ অথবা ২৯ তারিখে, তারা সাদা রং-এর কোনও শো পিস বাড়িতে রাখা শুরু করুন। তবে সেটিকে রাখতে হবে উত্তর দিকে।

|

আপাত দৃষ্টিতে একটা তারিখ মাত্র। কিন্তু যদি গভীরে যান, তাহলে বুঝবেন আমাদের ভাল-মন্দের সঙ্গে সরাসরি যোগ রয়েছে জন্ম তারিখের। শুধু তাই নয়, মৃত্যুর আগে পর্যন্ত কী কী ঘটবে আমাদের সঙ্গে তাও অনেকাংশে নির্ভর করে আমাদের কোন তারিখে জন্ম হয়েছে তার উপর। তাই তো বলি যদি নিজের ভাগ্য ফেরাতে চান তাহলে এই প্রবন্ধটিতে একবার চোখ রাখা জরুরি। কারণ এই লেখায় জন্ম তারিখ অনুযায়ী কী কী জিনিস বাড়িতে রাখলে সময় ভাল যাবে, সে বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। একবার ভাবুন তো আপনার হাতে যদি একবার এই ব্রহ্মাস্ত্রটা এসে যায়, তাহলে "ব্যাড লাক" আপনার সঙ্গ ছাড়তে যে সময়ই নেবে না, তা হলফ করে বলতে পারি।

তাহলে আর অপেক্ষা কেন! জেনে নিন আপনার জন্ম তারিখ অনুসারে কোনও জিনিসটি আপনার বাড়িতে রাখা চাইই-চাই!

বাঁশি:

বাঁশি:

আপনার জন্ম যদি ১, ১০, ১৯ অথবা ২৮ তারিখে হয়ে থাকে তাহলে আজই মার্কেটে যান আর কিনে আনুন একটা বাঁশি। আর সেটিকে রাখুন বাড়ির উত্তর দিকে। খেয়াল রাখবেন বাঁশিটি যেন বাঁশ দিয়ে তৈরি হয়।

সাদা শো পিস:

সাদা শো পিস:

যাদের জন্ম তারিখ ২, ১১ অথবা ২৯ তারিখে, তারা সাদা রং-এর কোনও শো পিস বাড়িতে রাখা শুরু করুন। তবে সেটিকে রাখতে হবে উত্তর দিকে। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন শো পিসটিতে যেন কোনও খারাপ ছবি না থাকে। সেক্ষেত্রে খারাপ প্রভাব পরবে আপনার জীবনে।

রুদ্রাক্ষ:

রুদ্রাক্ষ:

যাদের জন্ম ৩, ১২ অথবা ৩০ তারিখে তারা বাড়ির উত্তর-পূর্ব দিকে আজ থেকেই একটা রুদ্রাক্ষ রাখা শুরু করুন। দেখবেন ফল পাবেন একবারে হাতে-নাতে। প্রসঙ্গত, একটি গোটা রুদ্রাক্ষ রাখার চেষ্টা করবেন, মালা নয়।

কাঁচের টুকরো:

কাঁচের টুকরো:

আপনার জন্মবার কি ৪, ১৩ অথবা ২২ তারিখ? তাহলে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কয়েকটি কাঁচের টুকরো রেখে দিন। এমনটা করলে বাড়ির অন্দরে থাকা নেগেটিভ এনার্জি সব বেড়িয়ে যাবে, ফলে ভাগ্য খারাপ হওয়ার আশঙ্কা কমবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন, কাঁচের টুকরোগুলো যেন একটু বড় মাপের হয় এবং অবশ্যই যেন ভাঙা না হয়। একথা নিশ্চয় জানেন যে বাড়িতে ভাঙা কাঁচ রাখা একেবারেই উচিত নয়।

লক্ষ্মী ঠাকুরের ছবি:

লক্ষ্মী ঠাকুরের ছবি:

মাসের ৫, ১৪ অথবা ২৩ তারখে যাদের জন্ম, তারা মনে করে বাড়ির উত্তর দিকে মুখ করে লক্ষ্মী দেবী অথবা কুবেরের ছবি রাখবেন। এমনটা করলে বাড়িতে সমৃদ্ধি আসবে। ফুলে ফেঁপে উঠবে আপনার সংসার।

ময়ূরের পালক:

ময়ূরের পালক:

৬, ১৫ এবং ২৪ তারিখে যাদের জন্ম তারা বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে ময়ূরের পালক রাখার চেষ্টা করবেন। এমনটা করলে আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে। সমৃদ্ধি এবং সফলতা আপনার দৈনন্দিন সঙ্গী হবে।

রুদ্রাক্ষ:

রুদ্রাক্ষ:

জন্ম যাদের ৭, ১৬ অথবা ২৫ তারিখে তারা গাড় খয়েরি রঙের রুদ্রাক্ষ বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখা শুরু করুন। দেখবেন উপকার পাবেন।

কালো ক্রিস্টাল:

কালো ক্রিস্টাল:

৮, ১৭ এবং ২৬ তারিখে জন্ম যাদের তারা মনে করে জেনে নিন আপনার বাড়ির দক্ষিণ দিক কোনটা। তারপর সেখানে কালো ক্রিস্টাল এনে রাখুন। এমনটা বিশ্বাস করা হয় যে কালো ক্রিস্টাল বাড়িতে উপস্থিত খারাপ শক্তিকে শুষে নেয়। ফলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়।

পিরামিড:

পিরামিড:

আপনি কি মাসের ৯, ১৮ অথবা ২৭ তারিখ জন্মেছেন? তাহলে বাড়ির দক্ষিণ দিকে দুটি পিরামিড এনে রাখুন। এমনটা যত শীঘ্র করবেন, দেখবেন ফল মিলবে তত তাড়াতাড়ি।

প্রসঙ্গত, ২০ এবং ২১ তারিখে জন্ম যাদের তারা বাড়িতে কী রাখবেন সে সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা করে উঠতে পারেননি বিশেষজ্ঞরা। কারণ অনেক সময়ই একাধিক ফ্যাক্টার বিশ্লেষণ করে এইসব জানতে হয়, যা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।

Read more about: birth date
English summary

জন্ম তারিখ অনুসারে এই জিনিসগুলি বাড়িতে রাখলে কোনও দিন আপনার ভাগ্য খারাপ হবে না!

Your birth date determines a lot about your personality, including your likes, dislikes and what the future looks for you. However, do you know that your date of birth can also determine the kind of things you should keep in your house? Read on to know what kind of things should be kept in your house based on your birth date.
Story first published: Tuesday, May 30, 2017, 12:32 [IST]
X
Desktop Bottom Promotion