For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীঘ্রই ল্যাভেন্ডার বিবাহ করতে চলেছেন রাজকুমার-ভূমি! কী এই ল্যাভেন্ডার ম্যারেজ? জেনে নিন

|

রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর অভিনীত কমেডি ছবি 'বধাই দো'-এর ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। 'বধাই দো' যে একেবারেই অন্য ধরণের সোশ্যাল-কমেডি ফিল্ম হতে চলেছে, তা ট্রেলার দেখেই বোঝা গিয়েছে। মজার মোড়কে নতুন গল্প শোনাতে আসছে ভূমি ও রাজকুমার। যেখানে হিরো গে আর হিরোইন লেসবিয়ান, অথচ তারা বিবাহিত। কেমন হবে তাদের বৈবাহিক জীবন? দুজনের সম্পর্কের পরিণতি কি হতে চলেছে? সেটা তো ছবি দেখার পরই বোঝা যাবে।

Badhaai Do trailer sheds light on lavender marriages

সদ্য মুক্তি পাওয়া মিনিট তিনেকের ট্রেলার দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে, এই ছবির মূল বিষয়বস্তু হল ল্যাভেন্ডার ম্যারেজ। এখন নিশ্চয়ই ভাবছেন যে ল্যাভেন্ডার ম্যারেজ আবার কি! আসুন জেনে নেওয়া যাক, ল্যাভেন্ডার বিবাহ কী এবং কোথা থেকেই বা এটি এসেছে।

ল্যাভেন্ডার ম্যারেজ কি?

ল্যাভেন্ডার বিবাহ হল একজন পুরুষ ও নারীর মধ্যেই বিবাহ, যেখানে অন্ততপক্ষে একজন সঙ্গী সমকামী অথবা উভকামী হয়ে থাকে কিংবা উভয়ই সমকামী হয়। যারা সমকামী হওয়া সত্ত্বেও একে অপরকে বিয়ে করে, যাতে তাদের সমকামিতা জনসাধারণের কাছে প্রকাশ না পায়। এধরনের বিবাহ কোনও উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়, কিন্তু সেই পুরুষ ও নারীর মধ্যে কোনও প্রেম-ভালোবাসা থাকে না। এমন বিয়ের পেছনে পরিবার ও সমাজের চাপ থাকে এবং জনসম্মুখে নিজেদের সম্মান রক্ষা করার প্রয়াস থাকে। এসব ভিন্ন যৌন অভিমুখিতার মানুষরা তাদের যৌন পরিচয় গোপন রাখেন।

১৯২০ সালে হলিউড তারকাদের মধ্যে ল্যাভেন্ডার ম্যারেজ বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল। কয়েকজন তারকা নিজেদের মধ্যে এমন বিয়ে করেছিলেন। এর পেছনের কারণ ছিল, তারা তাদের যৌন পরিচয়কে জনসম্মুখে প্রকাশ করতে চাননি। কারণ সে সময় সমকামী বিয়ে সমাজে প্রচলন ছিল না এবং এনিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভালো ছিল না। এর আগে ১৮৯৫ সালে ব্রিটিশ প্রেসে এই বাক্যাংশ সর্বপ্রথম ব্যবহৃত হয়।

English summary

'Badhaai Do' trailer sheds light on lavender marriages: All you need to know about 'lavender marriage'

'Badhaai Do' trailer sheds light on lavender marriages: All you need to know about 'lavender marriage'. Read on.
Story first published: Saturday, January 29, 2022, 13:18 [IST]
X
Desktop Bottom Promotion