For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আজব ঘটনা! গাড়ির তাপেই সেদ্ধ হচ্ছে মাংস! দেখুন ছবি

|

ডিসেম্বর মাস, চলছে ভরা শীতকাল। সকালে কম্বলের তলা থেকে বেরোতে আলসেমি, স্নান করতে গিয়ে কেঁপে ওঠা। গরমের সময় আমরা রোদ্দুরে না যাওয়ার বাহানা খুঁজি, আর শীতকালে সেই রোদ্দুরকেই আমরা আপন করে নিই। কিন্তু, এই শীতকালেই শীতের দেশে ঘটল এক আজব ঘটনা, যা শুনলে আপনি আবাক হবেনই! দেখে নিন ঘটনাটি আসলে কী।

বিশ্বের বেশিরভাগ জায়গাতেই যখন হাড় কাঁপানো শীত চলছে, তখন অষ্ট্রেলিয়ায় শীতের বদলে চলছে চাঁদি ফাটা গরম! গরম এতটাই বেশি যে, টেকা দায় হয়ে উঠেছে। এমনকি, গাড়ির ভেতর পর্যন্ত মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠছে! সেই তাপেই গাড়ির ভেতরে রাখা মাংস আপনা আপনিই রান্না হয়ে যাচ্ছে।

australian man cooks roast pork in car during heat wave

অস্ট্রেলিয়ার পার‌্থের বাসিন্দা স্টু পেঙ্গেলি। তিনি তাঁর ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর পুরানো 'ডাটসান সানি' গাড়ি থেকে মাংস রান্না হয়ে বেরোচ্ছে। রান্না করা মাংস তিনি কেটে ছবিতে দেখিয়েছেন।

আরও পড়ুন : কমান্ডারকে স্যালুট সেনা কুকুরের, ছবি ভাইরাল

স্টু পেঙ্গেলি জানিয়েছেন, গত শুক্রবার তিনি তাঁর পুরানো গাড়িটিতে দেড় কেজি শুকরের মাংস রেখেছিলেন। সেইসময় বাইরের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেন্টিগ্রেট। তখন দুপুর ১টা বাজে, বন্ধ গাড়ির মধ্যে সেই তাপমাত্রা ৮১ ডিগ্রিতে পৌঁছে যায়! ওই গাড়িতেই তিনি ১০ ঘণ্টা সেই মাংস রেখে দেওয়ার পর, সেটি নাকি খাওয়ার মতো সেদ্ধ হয়ে গিয়েছিল।

দেখুন ছবি

তাঁর এই পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছেন, কেউ কেউ আবার মজার মজার কমেন্টও করেছেন। কিন্তু, স্টু পেঙ্গেলি সবাইকে সাবধান করেছেন। তিনি সতর্ক করেছেন, ওই সময়ে যেন কেউ বাচ্চা বা পোষ্যকে গাড়ির মধ্যে না রাখেন, এমনকি দামি জিনিসও নয়।

Read more about: australia car viral story pork
English summary

Australian man was able to roast pork in his car during the heat wave

A man has successfully cooked a pork roast in a car on a scorching hot day in Australia.
X
Desktop Bottom Promotion