For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

August Festivals 2020 : জেনে নিন অগাষ্ট মাসে কোন দিনে কোন কোন বিশেষ উৎসব পালিত হবে

|

ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়ে গেছে অগাষ্ট মাস। প্রতিবছরই অগাস্ট মাস উৎসবে ভরপুর থাকে, সেরকমই চলতি বছরেও এই মাসে পালিত হতে চলেছে অনেক বড় বড় উৎসব। গণেশ পুজো ও জন্মাষ্টমীর মতো বিশেষ উৎসবও এই মাসে অনুষ্ঠিত হতে চলেছে। গোটা দেশজুড়ে এই সমস্ত উৎসব মহা সমারোহে পালিত হয়। তাহলে আসুন দেখে নিন, ২০২০ সালের অগাষ্ট মাসে কোন কোন তারিখে কোন কোন উৎসব উদযাপিত হতে চলেছে।

August 2020 : List Of August Month Vrat And Festivals

১ অগাষ্ট ২০২০ : শনি প্রদোষ এবং বকরি ঈদ

১ অগাষ্ট ২০২০ : শনি প্রদোষ এবং বকরি ঈদ

অগাষ্ট মাসের পয়লা তারিখে ছিল শনি প্রদোষ ব্রত। এই দিনে ভোলেনাথ এবং মাতা পার্বতীর পূজা করা হয়। এছাড়াও, এই দিনে ইসলাম ধর্মাবলম্বীদের বকরি ঈদ-ও উদযাপিত হয়েছে।

৩ অগাষ্ট ২০২০ : রাখি বন্ধন

৩ অগাষ্ট ২০২০ : রাখি বন্ধন

৩ আগস্ট উদযাপিত হয়েছে বিশেষ উৎসব রাখি বন্ধন। এই উৎসবটি ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। রাখি কথাটি মূলত এসেছে 'রক্ষা' থেকে। সেইজন্য হিন্দি ভাষায় একে রক্ষাবন্ধন বলা হয়।

১১ অগাস্ট ২০২০ : জন্মাষ্টমী

১১ অগাস্ট ২০২০ : জন্মাষ্টমী

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে জন্মাষ্টমী পালিত হয়। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।

১৫ অগাস্ট ২০২০ : অজা একাদশী

১৫ অগাস্ট ২০২০ : অজা একাদশী

১৫ অগাস্ট অজা একাদশী ব্রত পালিত হবে। এই দিন, ভগবান বিষ্ণুর পূজা করা হয় সমস্ত নিয়ম মেনে। বিশ্বাস করা হয় যে, এই দিনে তাঁর আশীর্বাদ পেলে জীবনের সমস্ত দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।

১৫ অগাস্ট ২০২০ : স্বাধীনতা দিবস

১৫ অগাস্ট ২০২০ : স্বাধীনতা দিবস

প্রতি বছর ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল।

২২ অগাস্ট ২০২০ : গণেশ চতুর্থী

২২ অগাস্ট ২০২০ : গণেশ চতুর্থী

২২ অগাস্ট, শনিবার গণেশ চতুর্থী উদযাপিত হবে। এই দিন সারা দেশে গণপতি বাপ্পার জয়ধ্বনি দেওয়া হয়। গণেশ চতুর্থী উপলক্ষে ভগবান গনেশের বিশেষ পূজা করা হয়।

সুখী দাম্পত্য জীবন পেতে চান? শিব-পার্বতীর এই প্রেমের ধারাগুলি অনুসরণ করুনসুখী দাম্পত্য জীবন পেতে চান? শিব-পার্বতীর এই প্রেমের ধারাগুলি অনুসরণ করুন

২৫ অগাষ্ট ২০২০ : রাধাষ্টমী

২৫ অগাষ্ট ২০২০ : রাধাষ্টমী

জন্মাষ্টমীর পরে রাধাষ্টমী উদযাপিত হয়। ২৫ অগাস্ট শ্রীকৃষ্ণের প্রিয় রাধার জন্মোৎসব উদযাপিত হবে।

English summary

August 2020 : List Of August Month Vrat And Festivals

List of Indian Festivals in August 2020. The following are some of the important festivals.
X
Desktop Bottom Promotion