For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কীভাবে বুঝবেন আপনি মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়েছেন?

By Oneindia Bengali Digital Desk
|

সম্পর্ক সবসময় সত্যির উপরে ভিত্তি করে গড়ে তোলা উচিত। মিথ্যা বা ছলের উপরে কোনও সম্পর্ক গড়ে উঠলে তা বেশিদিন স্থায়ী হয় না। মিথ্যা সম্পর্ক সবসময় পরিস্থিতিকে জটিল করে তোলে তাতে সন্দেহ নেই। [ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে এই বিষয়গুলি]

সম্পর্ক শুরু হওয়ার সময়ে তাই সবকিছু পরিষ্কার করে জেনে নেওয়া উচিত। দুজনের ভালো লাগা, অপছন্দ শুধু নয়, দুজনের একে অপরের প্রতি কতোটা শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে সেটাও বিচার্য বিষয়। সেটা না জানা থাকলে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক ফিকে হয়ে আসবে। দুজনকে দুজনের বোঝা মনে হবে। [এই বিষয়গুলিকে গোপন রাখতেই পছন্দ করেন সকলে]

অনেক সময়ে কিছুদিন সম্পর্ক গড়ানোর পরে একে অপরের প্রতি টান থাকে না। কথায় কথায় ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়। কিছুদিন পরই মনে হয় ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তবে তা কতদূর সত্যি আর কতদূর মিথ্যা সেটা বুঝতেই অনেকটা সময় কেটে যায়। [প্রথম ডেটে পুরুষদের মধ্যে কী কী দেখেন মহিলারা?]

কোনও সম্পর্কে থাকতে থাকতেই কীভাবে বুঝবেন আপনি মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা এই প্রতিবেদনে বলার চেষ্টা হয়েছে। নিচের স্লাইডে চোখ বুলিয়ে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ টিপস। [প্রথম দেখায় মেয়েদের বিষয়ে কী কী লক্ষ্য করেন পুরুষরা?]

আপনার মন না বুঝতে পারা

আপনার মন না বুঝতে পারা

আপনার সঙ্গীর সঙ্গে সব কথা শেয়ার করা প্রয়োজন। এতে সম্পর্ক সহজ হয়। তবে কিছু কথা না বললেও বুঝতে পারা যায়। যদি দেখেন আপনার সঙ্গী আপনার মন পড়তে পারছেন না তাহলে সেটা ভাবার বিষয়।

সম্পর্কের রসায়ন মজবুত নয়

সম্পর্কের রসায়ন মজবুত নয়

দুজনের দুজনকে বুঝতে পারা ভীষণ প্রয়োজন। যদি সম্পর্কের রসায়ন মজবুত না থাকে, তাহলে সেই সম্পর্কে প্রাণ থাকে না।

আপনাকে উৎসাহিত না করা

আপনাকে উৎসাহিত না করা

অভাব অভিযোগ সবসময়ই থাকবে। তবে খেয়াল করে দেখুন সঙ্গী আপনাকে কোনও কাজে কৃতিত্ব দিচ্ছে নাকি সবসময়ই আপনাকে নিরুৎসাহিত করে চলেছে।

কিছু বলার আগে ভাবা

কিছু বলার আগে ভাবা

যদি ফোনে হোক অথবা সামনাসামনি কোনও কথা বলার আগে বারবার ভাবতে হয় তাহলে বুঝবেন সম্পর্কে কোনও গোলমাল শুরু হয়েছে।

সব কাজের জবাবদিহি করা

সব কাজের জবাবদিহি করা

সঙ্গীকে সব জানানো যেমন প্রয়োজন তেমনই জবাবদিহি করা কখনই কাম্য নয়। আপনার সব কাজের জন্যই যদি কৈফিয়ত দিতে হয় তাহলে সম্পর্ক নিয়ে অবশ্যই ভাবার সময় এসে গিয়েছে।

English summary

Are You Trapped In A Fake Relationship?

Relationships are something that need to be real and the feelings cannot be faked for a long period of time. Being in a fake relationship will only make matters worse.
Story first published: Wednesday, August 24, 2016, 16:06 [IST]
X
Desktop Bottom Promotion