For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এই কয়েকটি জিনিসেই বোঝা যায় দেশটার নাম ভারতবর্ষ

|

ভারতে বাস করা একটা সত্যিকারের অভিজ্ঞতা। এত কোটি মানুষ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, নানা জাতি, নানা ধর্ম, বর্ণ মিলেমিশে একাকার এদেশে। [যে চরিত্রগুলির উল্লেখ মহাভারত ও রামায়ণ উভয় মহাকাব্যেই রয়েছে!]

অধিকাংশ ভারতীয় নিজের ধর্ম ও সংস্কৃতি নিয়ে বেশিমাত্রায় সচেতন। অথচ বিবিধের মাঝে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের দেশ। [বিশ্বের ১০টি বিপজ্জনক খাবার!]

আমরা আমাদের দেশ নিয়ে গর্ব বোধ করি, স্বপ্ন দেখি, একে অপরের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকার চেষ্টা করি। [এই ছোট ছোট জিনিসে খুশি হন প্রত্যেক ভারতীয়]

অথচ এসব সত্ত্বেও নানা কারণে এখনও কিছু কিছু জিনিস রয়েছে যা থেকে এখনও মুক্ত হতে পারেনি ভারতবর্ষ। নিচের স্লাইডে দেখে নিন এমনই কয়েকটি বিষয় সম্পর্কে। [এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে]

যত্রতত্র মলমূত্র ত্যাগ

যত্রতত্র মলমূত্র ত্যাগ

যেখানে সেখানে থুথু ফেলা, মলমূত্র ত্যাগ ইত্যাদি স্বভাবের জন্য ভারতীয়দের খ্যাতি রয়েছে। রাস্তা হোক বা মাঠ কোনও জায়গাই আমরা নোংরা করতে বাদ দিই না।

ঘুষ

ঘুষ

ঘুষ দেওয়া বা নেওয়া যেন আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সরকাাতেরি জায়গায় ঘুষ ছাড়া কাজ করানো প্রায় অসম্ভব। উপর থেকে নিচ, সব মহলেই এই রোগ ছড়িয়ে রয়েছে।

অপরাধ করেও সমাজের চোখে হিরো

অপরাধ করেও সমাজের চোখে হিরো

সিনেমা হোক বা রাজনাতি, সব জায়গাতেই অপরাধ করেও কিছু মানুষ সমাজের চোখে হিরো সেজে থেকে যায়। আর কিছুক্ষেত্রে কিছু না করেও রাষ্ট্রযন্ত্রের হাতে হয়রান হতে হয় আমজনতাকে।

মেধার আগে জাত

মেধার আগে জাত

মেধার চেয়েও শিক্ষা ও চাকরির ক্ষেত্রে জাতপাতকে গুরুত্ব দেওয়ার ঘটনা বোধহয় ভারতেই সম্ভব।

পিতৃতন্ত্র

পিতৃতন্ত্র

নারীরা যতই এগিয়ে যাক, আজও ভারতের সমাজ পিতৃতান্ত্রিক হয়ে রয়েছে। বাড়িতে পুরুষরাই শেষ কথা বলেন। মহিলাদের জায়গা সেখানে নগন্য।

নানা ধরনের ট্যাবু

নানা ধরনের ট্যাবু

খোলামেলা নানা বিষয়ে আলোচনা এখনও ভারতে সম্ভব নয়। মহিলারা সেক্স নিয়ে কথা বলতে পারে না। পিতার পরিচয়েই সকলকে বড় হতে হয়, বিয়ের পরে বরের পরিচয়ই হয় মেয়েদের পরিচয়। একদিকে কন্যা ভ্রুণ হত্যা হয়, অন্যদিকে মেয়েদের মাতৃরূপে পূজা করা হয় আমাদের ভারতবর্ষে।

সমলিঙ্গ আইন

সমলিঙ্গ আইন

বিশ্বের প্রগতিশীল দেশগুলি যেখানে সমলিঙ্গের অধিকার নিয়ে ইতিমধ্যে ইতিবাচক মতামত জানিয়েছে সেখানে ভারতে তা এখনও স্বীকৃতি পায়নি।

English summary

Annoying Things Indians Are Known For

Annoying Things Indians Are Known For
Story first published: Saturday, October 24, 2015, 11:54 [IST]
X
Desktop Bottom Promotion