For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন 'ফ্রেন্ডশিপ ডে' সম্পর্কে অজানা নানা তথ্য

|

অগাস্ট মাসের প্রথম রবিবার 'ফ্রেন্ডশিপ ডে' পালন করা হয়। এই দিন প্রত্যেকটি মানুষ তাদের বন্ধুত্বকে কুর্নিশ করে। বন্ধুদের সঙ্গে আলাদাভাবে কাটায় দুজনের বা একাধিক বন্ধুদের ভাব-ভালোবাসাকে সম্মান জানাতে।

মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হলেও মূলত দক্ষিণ আমেরিকার দেশগুলিতে, বিশেষ করে প্যারাগুয়েতে এই 'ফ্রেন্ডশিপ ডে'-র চল ছিল বেশি। তবে এখন সারা বিশ্বে এটিকে সাড়ম্বরে পালন করা হয়। এখন ভারত, নেপাল, বাংলাদেশের মতো দেশে যুবক-যুবতীদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

তবে জানেন কি, কীভাবে এই 'ফ্রেন্ডশিপ ডে'-র পথ চলা শুরু হয়েছিল। নিজের স্লাইডে চোখ বুলিয়ে জেনে নিন অজানা ইতিহাসকে।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

১৯২০-র দশকে 'গ্রিটিংস কার্ড ন্যাশনাল অ্যাসোসিয়েশন' 'ফ্রেন্ডশিপ ডে'-র প্রচার শুরু করে। তবে এটা কার্ড বিক্রির ফন্দি বলে প্রতিরোধ হওয়ায় তা ডাহা ফেল করে।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

১৯৩৫ সালে মার্কিন কংগ্রেসে বন্ধুত্বকে মর্যাদা জানাতে 'ফ্রেন্ডশিপ ডে' পালন করা হবে বলে স্থির হয়। অগাস্ট মাসের প্রথম রবিরাব তা পালন করা হবে বলে স্থির হয়।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

যদিও এর পিছনে সঠিক কী কারণ ছিল তা জানা না গেলেও মনে করা হয়, প্রথম বিশ্বযুদ্ধের বীভৎসা থেকে বেরতে শুধু দেশগুলির মধ্যেই নয়, দুজন মানুষের মধ্যেও মৈত্রী প্রয়োজন। এমন ভাবনা থেকেই এই দিনটি পালনে উদ্যোগ নেওয়া হয়েছিল।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

এরপরে ১৯৫৮ সালের ২০ জুলাই প্যারাগুয়ের বাসিন্দা রামন আর্তেমিও ব্রাচো বন্ধুদের সঙ্গে ডিনার করতে করতে এমন একটি দিন পালনের ভাবনা সামনে আনেন।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

এই ভাবনা থেকেই তাঁরা তৈরি করেন 'দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড' নামে একটি সংস্থা যা বন্ধুত্ব ও মৈত্রীকে প্রচার করবে। সেই সময় থেকে ৩০ জুলাই দিনটি প্যারাগুয়েতে 'ফ্রেন্ডশিপ ডে'-র পালন হয়ে আসছে।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

জাতিসংঘে বহুবার এই নিয়ে চর্চা হওয়ার পর অবশেষে ৩০ জুলাই দিনটিকেই 'ফ্রেন্ডশিপ ডে'-র জন্য বেছে নেওয়া হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলিকে এই দিনটি পালনের জন্য অনুরোধও জানানো হয়।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

১৯৯৮ সালে তৎকালীন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কোফি আন্নানের স্ত্রী নানে আন্নান জনপ্রিয় কার্টুন চরিত্র 'উইনি'-কে 'ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে'-র দূত হিসাবে চিহ্নিত করেন।

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

'ফ্রেন্ডশিপ ডে'-র ইতিহাস

জুলাই মাসের ৩০ তারিখ 'ফ্রেন্ডশিপ ডে'-র কথা বলা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দিনটিকেই ভারত, বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলিতে মেনে চলা হয়।

English summary

A brief history : How the Friendship Day had started

A brief history : How the Friendship Day had started
Story first published: Sunday, August 2, 2015, 14:02 [IST]
X
Desktop Bottom Promotion