For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সুখে শান্তিতে বাঁচতে চাইলে ভুলেও শুক্রবার এই কাজগুলি করবেন না!

|

বিশ্বাস করুন বা না করুন, একথা অস্বীকার করতে পারবেন না যে আমাদের আশেপাশে পজেটিভ শক্তি মানে ভগবান যেমন রয়েছে, তেমনি রয়েছে নেগেটিভ শক্তিও, যা প্রতি মুহূর্তে আমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তো এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে নেগেটিভ শক্তির প্রভাব আরও বেড়ে যায়। কারণ এমনটা হলে একের পর খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও যায় বেড়ে।

7 things to avoid on Friday

এখন প্রশ্ন হল খালি চোখে তো আর নেগেটিভ এনার্জিকে দেখা সম্ভব নয়, তাহলে খারাপ শক্তির থেকে বেঁচে থাকার উপায় কি? এক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলার প্রয়োজন পরে। তবে সে সম্পর্কে আপনাদের আজ জানানো হবে না, বরং শুক্রবার, মানে আজকের দিনে কী কী ভুল কাজ করলে নেগেটিভ এনার্জির প্রকোপ বেড়ে যেতে পারে, সেই বিষয়টির উপর আলোকপাত করার চেষ্টা করা হবে।

একাধিক প্রাচীন গ্রন্থ পড়ে জানা গেছে শুক্রবার যে যে কাজগুলি করলে খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, সেগুলি হল...

১. বাড়ির ভিতর ভুলেও ছাতা খুলবেন না:

১. বাড়ির ভিতর ভুলেও ছাতা খুলবেন না:

শুক্রবার বাড়ির অন্দরে ছাতা খুললে তা বেজায় অশুভ ঘটনা হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। কারণ এমনটা করলে গৃহস্থের অন্দরে নেগটিভ এনার্জির প্রকোপ বেড়ে যেতে শুরু করে। ফলে একের পর এক খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা যায় বেড়ে। তাই ভুলেও আজকের দিনে এই ভুল কাজগুলি করবেন না যেন!

২. পূর্ণিমায় বাড়ির বাইরে নয়:

২. পূর্ণিমায় বাড়ির বাইরে নয়:

শুক্রবার যদি পূর্ণিমা পরে, তাহলে ভালবাসার মানুষটিকে নিয়ে কোনও ফাঁকা জায়গায় সময় কাটাতে যাবেন না যেন! কারণ ফুল মুন নাইটে প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটাতে ভাল লাগলেও এমন কাজ করলে কিন্তু জীবনে খারাপ শক্তির প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, ভুত-প্রেতের খপ্পরে পরার সম্ভাবনাও থাকে। আর এমনটা হলে জীবন কতটা দুর্বিসহ হয়ে উঠতে পারে, তা নিশ্চয় আর আলাদ করে বলে দিতে হবে না।

৩. হাই তুললে মুখ চাপা দিন:

৩. হাই তুললে মুখ চাপা দিন:

বিষয়টি শুনতে আজব লাগলেও এমনটা বিশ্বাস করা হয় শুক্রবার, পুরো দিন হাই তোলার সময় মুখ চাপা দিয়ে এই কাজটি করা উচিত। কারণ এই নিয়মটি না মানলে আমাদের আশেপাশে খারাপ শক্তির মাত্রা বাড়তে শুরু করে। ফলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে সামাজিক এবং কর্মজীবনে নানাবিধ বাঁধার সম্মুখিন হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে। প্রসঙ্গত, এই ধরণার জন্ম কোথা থেকে হয়েছে সে সম্পর্কে সঠিক কোনও তথ্য পাওয়া না গেলেও স্বেচ্ছায় নিজের ক্ষতি করতে নিশ্চয় চাইবেন না!

৪.কাঁটা-চামচ এবং শুক্রবার:

৪.কাঁটা-চামচ এবং শুক্রবার:

আজ ডিনারে যাওয়ার প্ল্যান আছে নাকি? তাহলে বন্ধু খেয়াল রাখবেন খাওয়া শেষ করার পর ভুলেও কাঁটা চামচ এবং স্পুন কাটাকুটি করে রাখবেন না। কারণ এমনটা করলে ব্যাড লাক পিছু নেয়। ফলে সুখ-শান্তির ঝাঁপি খালি হয়ে যেতে সময় লাগে না। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। সেটি হল শুক্রবার ভুল করেও কাউকে ছুরি, গিফ্ট হিসেবে দেবেন না যেন! কারণ এমনটা করলে আপনার এবং যাকে গিফ্ট দিচ্ছেন, উভয়ের জীবন দুঃখ-কষ্টে ভরে যাবে কিন্তু!

৫. প্রেমিক-প্রমিকার সঙ্গে ভুলেও ডেটে যাবেন না যেন!

৫. প্রেমিক-প্রমিকার সঙ্গে ভুলেও ডেটে যাবেন না যেন!

এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার শুরু হওয়া কোনও সম্পর্ক বেশি দিন টেকে না। ফলে ভুলেও মনের মানুষটিকে আজ প্রপোজ করবেন না যেন! আসলে সারা বিশ্বেই সপ্তাহের এই বিশেষ দিনটিকে বেজায় অশুভ দিন হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। তাই তো শুভ কোনও কাজ, তা নতুন সম্পর্ক হতে পারে, হতে পারে অফিসের কোনও কাজ, শুক্রবার দিন শুরু করতে মানা করা হয়।

৬. ভাঙা কাঁচ:

৬. ভাঙা কাঁচ:

অনেক দেশে এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার কাঁচ ভাঙার অর্থ হল কোনও খারাপ ঘটান ঘটতে চলেছে। অনেকেই সময় এমন ঘটনা ঘটলে কারও মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনাও থাকে। তাই এই বিষয়টি মাথায় রাখবেন। শুধু তাই নয়, সপ্তাহের এই বিশেষ দিনে যতটা সম্ভব সাবধানে থাকবেন। কে বলতে পারে, বিপদ কোন দিক থেকে এসে থাবা বসায়!

৭. জুতো:

৭. জুতো:

এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার জুতো কিনলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, গৃহস্থের অন্দরে নেগেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে নানাবিধ খারাপ ঘটনা ঘটার আশঙ্কাও বেড়ে যায়। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল ভুলেও আজ টেবিলের উপর জুতো রাখবেন না। কারণ এমনটা করলে কাছের কোনও মানুষের হঠাৎ করে মারা যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

English summary

7 things to avoid on Friday

It's the age of science, yet ancient superstitions still have a hold on us. Many superstitions seem insignificant or even silly -- who really cares if you avoid a black cat's path? There is a fine, and sometimes downright blurry, line between superstition, myth and urban legend. But not all superstitions are harmless.
X
Desktop Bottom Promotion