For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সঞ্চিত সব টাকা খইয়ে ফেলতে চান নাকি? উত্তর যদি "না" হয় তাহলে বাড়িতে এই জিনিসগুলি ভুলেও রাখবেন না যেন

বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে, যা বাড়িতে রাখলে এত মাত্রায় নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় যে তার প্রভাবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

|

বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে, যা বাড়িতে রাখলে এত মাত্রায় নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় যে তার প্রভাবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। সেই সঙ্গে পরিবারের অন্দরে নানাবিধ কলহ মাথা চাড়ি দিয়ে ওঠে। তাই তো নিরাপদে থাকতে এই লেখাটি একবার পড়ে ফেলতেই হবে!

প্রতিটি বাড়ির অন্দরে থাকা নানাবিধ জিনিসের সঙ্গে আমাদের ভাল-মন্দের যে একটা গভীর সম্পর্কে রয়েছে তা অস্বীকার করা সম্ভব নয়। তাই তো বাস্তুসাস্ত্রে উল্লেখিত নানাবিধ নিয়ম মেনে বাড়ি বানানোর পরামর্শ দেওেয়া হয়ে থাকে সবাইকে। শুধু তাই নয়, প্রতিটি ঘরে, রান্না ঘরে এমনকী ঠাকুর ঘরে কী কী জিনিস রাখলে আমাদের উপকার হতে পারে এবং হতে পারে অপকারও, সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়ে থাকে বাস্তু শাস্ত্রে উপর লেখা নানা বইয়ে।

এখন প্রশ্ন বাড়িতে কী কী জিনিস রাখলে মারাত্মক ক্ষতি হতে পারে?

১. ফল নেই এমন কোনও গাছ:

১. ফল নেই এমন কোনও গাছ:

বাস্তু বিশেষজ্ঞদের মতে শুকিয়ে যাওয়া গাছ অথবা ফল ধরেনি এমন গাছের ছবি বাড়িতে রাখলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে একদিকে যেমন অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়, তেমনি কোনও ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। তাই তো বলি বন্ধু সুখে-শান্তিতে এবং নিরাপদে থাকতে ভুলেও এমন ছবি ড্রয়িং রুমে রাখবেন না যেন!

২. ভাঙা কাঁচ:

২. ভাঙা কাঁচ:

বাড়িতে ভাঙা কাঁচ রাখা চলবে না! কারণ এমনটা করলে নেগেটিভ এনার্জির মাত্রা বাড়তে শুরু করে, ফলে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। প্রসঙ্গত, কাঁচের কোনও জনলায় চিড় ধরে গেলে সঙ্গে সঙ্গে তা চেঞ্জ করে দেওয়া উচিত। কেন এমনটা করা উচিত? এক্ষেত্রেও কারণটা একই!

৩. পশু-পাখির ছবি:

৩. পশু-পাখির ছবি:

এমনটা বিশ্বাস করা হয় যে শুয়োর, সাপ, গাধা, বাজ পাখি, প্যাঁচা, বাদুড় এবং পায়রার ছবি বা শোপিস বাড়িতে রাখলে বাড়ির অন্দরে অশান্তি থাবা বসায়। সেই সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যেকার সম্পর্কেরও অবনতি ঘটে। প্রসঙ্গত, একদল বাস্তু বিশেষজ্ঞের মতো বাড়িতে সুখ-শান্তি বজায় রাখতে কোনও ধরনের ওয়াইল্ড অ্যানিমেলেরই ছবি রাখা উচিত নয়।

৪. জলপ্রপাত:

৪. জলপ্রপাত:

অনেকেই ঘর সাজাতে সুন্দর সুন্দর ফাউন্টেন ব্যবহার করে থাকেন। কিন্তু বাস্তু মতে এমন জিনিস বাড়িতে রাখা একেবারেই শুভ নয়। কারণ এমনটা করলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এবং সমৃদ্ধ জীবনের স্বপ্ন পূরণের পথে নানা বাঁধা আসতে শুরু করে। তাই তো ঘরের ভিতরে নয়, ইচ্ছা হলে বাইরে ফাইন্টেন রাখতেই পারেন!

৫. তাজমহলের শোপিস:

৫. তাজমহলের শোপিস:

ছবি হোক কী শোপিস, কোনওভাবেই তাজমহলকে নিজের কাছাকাছি রাখা চলবে না। বিশেষত বাড়িতে। কারণ ভুলে গেলে চলবে না যে তাজমহল কিন্তু আদতে এক রাণীর সমাধি। তাই তো বাড়িতে এমন জিনিস রাখলে কোনও প্রিয় জনের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাওয়া, এমনকী পরিবারের মধ্যে কারও হঠাৎ করে মৃত্যু হওয়ার আশঙ্কাও থাকে।

৬. ডুবন্ত জাহাজের ছবি বা মূর্তি:

৬. ডুবন্ত জাহাজের ছবি বা মূর্তি:

কোনও দিন যদি "লে পেটিট" জার্নালে প্রকাশিত টাইটানিক জাহাজের ঢুবে যাওয়ার আগের মুহূর্তের ড্রইং নিজের সংগ্রহে রাখার ইচ্ছা জন্মায়, তাহলে বলবো এমন নেক চিন্তাকে দূরে রাখাই ভাল। কারণ বাস্তুশাস্ত্র মতে জাহাজ ডোবার ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে প্রতিদিন বাড়িতে ঝগড়া-ঝাটি হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

৭. মহাভারতে উল্লেখিত কোনও যুদ্ধের ছবি:

৭. মহাভারতে উল্লেখিত কোনও যুদ্ধের ছবি:

এমনটা বিশ্বাস করা হয় যে মহাভারতে উল্লেখিত নানা ঘটনা সম্পর্কিত কোনও ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি শুরু হয় এবং সেই অশান্তি সহজে মেটার সম্ভাবনাও থাকে না। তাই পরিবারে সুখ-শান্তি বজায় রাখতে এমন ছবি ব্যবহার না করাই শ্রেয়!

৮. কোনও যুদ্ধের পোট্রেট:

৮. কোনও যুদ্ধের পোট্রেট:

খেয়াল করে দেখবেন অনেকের বাড়িতেই ইতিহাসের পাতায় নাম লেখানো নানা যুদ্ধের ছবি দেওয়ালে টাঙানো থাকে। এমনটা করা একেবারে উচিত নয়। কারণ বাস্তু শাস্ত্র মতে এই ধরনের ছবি ঘরে রাখলে ঝগড়া-ঝাটি এবং মনোমালিন্য বাড়তে থাকে। ফলে খালি হতে থাকে সুখের পাত্র। এমনটা যাতে আপনার সঙ্গেও না ঘটুক, তা সুনিশ্চিত করতে এই উপদেশটা মেনে চলতে ভুলবেন না যেন!

৯. নটরাজের মূর্তি:

৯. নটরাজের মূর্তি:

ঘর সাজাতে অনেকেই নটরাজের মূর্তি ব্যবহারে করে থাকেন। কিন্তু এমনটা করলে কত ক্ষতি হতে পারে জানেন? বিশেষজ্ঞদের মতে নটরাজের মূর্তি একদিকে যেমন নৃত্যের সর্বত্তম উপস্থাপনার রূপক, তেমন কিন্তু ধ্বংসেরও প্রতীক। কারণ দেবাদিদেব মহাদেবের তান্ডব নৃত্যের রূপ হল নটরাজ মূর্তি। তাই তো এই মূর্তি বাড়িতে রাখলে আশান্তি পিছু নেওয়ার আশঙ্কা থাকে।

১০. ক্যাকটাস গাছ:

১০. ক্যাকটাস গাছ:

এমনটা মনে করা হয় যে ঘরের অন্দরে ক্যাকটাস জাতীয় কাঁটা গাছ রাখা একেবারেই উচিত নয়। এমনকী বাস্তু বিশেষজ্ঞরা গোলাপ গাছ রাখতেও মানা করেন। কারণ গোলাপের গায়েও যে রয়েছে কাঁটা। কারণ এমন গাছ রাখলে জীবন কন্টকময় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তো এমন গাছেদের নিজের কাছাকাছি রাখতে মানা করা হয়।

Read more about: বিশ্ব
English summary

10 Things to never keep at home according to Vaastu Shastra!

Not many of you might agree but Vaastu Shastra plays a very important role when it comes to adept construction of a house. Vaastu Shastra is basically the science that is applied behind the construction of a building. Experts have revealed that Vaastu Shastra brings out the lucid nature of joy, well-being and wealth via good luck to the people residing in the house. Here is a list of things that you should never keep in your home according to the science of Vaastu Shastra. These things are said to act as negative forces for the residents and are said to bring them bad luck and misery.
Story first published: Friday, June 15, 2018, 14:55 [IST]
X
Desktop Bottom Promotion