For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এই ১০ ঘরোয়া টোটকায় অক্কা পাবে আরশোলা

|

(ছবি) বাড়ি থেকে আরশোলা তাড়ানোর ঘরোয়া ১০ টোটকা
অনেকসময় বেশি জিনিসপত্র থাকলে বা বাড়ি নোংরা থাকলে বাড়িতে পোকা মাকড়ের প্রচুর উপদ্রব দেখা যায়। কিন্তু সবথেকে বেশি সমস্যা তৈরি করে আরশোলা।

বাড়ি থেকে আরশোলা তাড়াতে প্রাণ ওষ্ঠাগত হয়। একটা মারলে আর একটা চলে আসে। অনেকে আরশোলা ভয় পান ফলে চোখের সামনে আরশোলা দেখলে কী করবেন বুঝতে পারেন না, অযথা চেঁচামিচি লাফালাফি শুরু করে দেন।

আরশোলা মারার বহু রাসায়নির বাজারে পাওয়া যায়। যা কাজেও দেয়। কিন্তু এই ধরণের রাসায়নিক দ্রব্য শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত হানিকর। তাই আরশোলা মারার ঘরোয়া টোটকা পাওয়া গেলে তার থেকে ভাল তো আর কিছুই হয় না।

ওয়ানইন্ডিয়া পাঠকদের জন্য আরশোলা ১০টি ঘরোয়া টোটকা

বেকিং সোডা ও চিনি

বেকিং সোডা ও চিনি

বেকিং সোডা ও চিনি মিশিয়ে যদি ঘরের কোনো কোনে মিশ্রণটি ছড়িয়ে দেন তাহলে তা কাজে দেয়। আরশোলা এই মিশ্রণটি খেলেই মারা যায়।

তেজপাতা

তেজপাতা

তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। ফলে যেখানে তেজপাতা থাকে সেখানে আরশোলা থাকে না। তাই যেখানে যেখানে আপনার মনে হয় আরশোলার আনাগোনা বেশি সেখানে তেজপাতা হাতে ছিঁড়ে ফেলে রাখুন। বাড়ি থেকে আরশোলা একশো শতাংশ বিদায় হবে।

অ্যামোনিয়া মিশ্রণ

অ্যামোনিয়া মিশ্রণ

জল আর অ্যামোনিয়ার মিশ্রণ আরশোলা তাড়ানোয় অত্যন্ত উপযোগী। এক বালতি দলে ২ কাপ অ্যামোনিয়া গুলে নিন। এই জল দিয়ে রান্নাঘর ধুইয়ে নিন। অ্যামোনিয়ার গন্ধে আরশোলা পালাবে।

সাবান জল

সাবান জল

গায়ে মাখার সাবান ও জল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ঘরের কোনায় কোনায় এই জল স্প্রে করে দিন। ব্যস আরশোলা বধ।

বোরিক অ্যাসিড ও ময়দা

বোরিক অ্যাসিড ও ময়দা

ময়দা ও বোরিক অ্যাসিড মেখে একটা ডো তৈরি করে নিন। এর ছোট ছোট লেচি কেটে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। এই লেচিতে মুখ দিলেই অক্কা পাবে আরশোলা।

গোলমরিচ, পেঁয়াজ, রসুন

গোলমরিচ, পেঁয়াজ, রসুন

উপকরণ গুলি শুনে ভাববেন না কিছু রান্না করতে বলব। তবে অরাসায়নিক পদ্ধতিতে আরশোলা মারার এটি সেরা উপায়। এই তিন উপকরণ একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এবার এক লিটার জলে এই বাটাটা দিয়ে ভাল করে গুলে নিন। ঘরের আনাচে কানাচেতে এই জল স্প্রে করলেও নিশ্চিহ্ন হবে আরশোলার বংশ।

 শশা

শশা

একটি টিনের কৌটয় কাটা শশা ভরে মুখ খুলে রেখে দিন। আরশোলা চলে যাবে। তবে দিনের পর দিন রাখবেন না। তাতে মাছির উপদ্রব শুরু হবে।

লিস্টারিন, জল ও বাসন ধোয়ার তরল সাবান

লিস্টারিন, জল ও বাসন ধোয়ার তরল সাবান

এই তিনটি উপকরণ জলে মিশিয়ে ঘরের চারিদিকে স্প্রে করে দিন। কাজ দেবে।

ওয়াশিং মেসিনের জন্য গুঁড়ো সাবান

ওয়াশিং মেসিনের জন্য গুঁড়ো সাবান

গুঁড়ো সাবানে ব্লিচ থাকে যা আরশোলা তাড়াতে সাহায্য করে।

অর্ধেক জল ভর্তি কাঁচের শিশি

অর্ধেক জল ভর্তি কাঁচের শিশি

ঘরের কোন দেখে কাঁচের জারে অর্ধেক জল ভরে রেখে দিন। আরশোলা খালি ভেবে এর ভিতরে ঢুকলেই জলে আটকা পড়বে। আর উড়তে পারবে না।

English summary

10 Home Remedies To Kill Cockroaches

10 Home Remedies To Kill Cockroaches
Story first published: Thursday, May 7, 2015, 16:07 [IST]
X
Desktop Bottom Promotion