For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রান্নায় বেশি ঝাল দিয়ে ফেলেছেন? সামাল দিতে রইল কয়েকটি টিপস

|

রান্নায় নুন, ঝাল, মশলা কম-বেশি হওয়া খুবই স্বাভাবিক। রান্না কখনই সব দিন সমান হয় না। অনেক সময় নিজের অজান্তেই বা পরিমাণের ভুলে তরকারিতে ঝাল-মশলা একটু বেশি পড়ে যায়। ফলে ঝাল খেতে যারা অভ্যস্ত নন, তাদের সেই খাবার মুখে তোলাও দায় হয়ে পড়ে। বাড়ির ছোট সদস্যদের সমস্যা হয় সবচেয়ে বেশি। তাছাড়া, বেশি ঝাল খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ভাল নয়। এতে পেটের নানান সমস্যা, বদহজম দেখা দেয়।

Simple Hacks To Fix Your Extra Spicy Food

কাজেই রান্নায় যদি বেশি ঝাল দিয়ে ফেলেন, তাহলে তা ঠিক করতে কী করবেন? ঘরোয়া ফন্দিতেই বাজিমাত করতে পারেন আপনি! দেখে নিন খাবারের ঝাল কমানোর কয়েকটি সহজ উপায়।

টক দই

টক দই

দুধ বা দুগ্ধজাত পণ্য দিলে খাবারে মশলা-ঝালের পরিমাণ কমে যেতে পারে। মশলা বা ঝালের মাত্রা কমাতে খাবারে দুধ, দই বা ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়াও, খাবারের ঝালভাব কমাতে জলের চেয়ে দুধ পান করা সবচেয়ে কার্যকর।

এছাড়াও, বাড়িতে বানানো চপ বা পকোড়ায় যদি তীব্র ঝাল হয়ে যায়, তাহলে তার সঙ্গে টক দই খেতে পারেন। ঝাল লাগবে না।

আরও সামগ্রী মেশান

আরও সামগ্রী মেশান

যদি আপনার তৈরি স্যুপ, স্ট্যু, তরকারি অতিরিক্ত ঝাল বা মশলাদার হয়ে যায় তাহলে তা ঠিক করার জন্য সামান্য জল যোগ করতে পারেন। এছাড়া, অন্যান্য সামগ্রীর সংখ্যাও বাড়াতে পারেন, যেমন - পাস্তার কোনও ডিশে আরও একটু বেশি পাস্তা মেশাতে পারেন অথবা সবজির কোনও পদে আরও সবজি যোগ করতে পারেন। পেঁয়াজ, গাজর এবং বিনস জাতীয় সবজি ব্যবহার করা যেতে পারে।

বাদামের মাখন

বাদামের মাখন

খাবারের ঝালভাব কমাতে পিনাট বাটার বা আমন্ড বাটার ব্যবহার করতে পারেন। এগুলি খাবারে মশলা-ঝালের পরিমাণ ঠিক করতে পারে।

ভিনেগার বা সস

ভিনেগার বা সস

খাবারের অতিরিক্ত ঝাল-মশলা দূর করতে তাতে ভিনেগার বা কেচাপ মেশাতে পারেন। মাত্র এক বা দুই চা চামচ ব্যবহারেই খাবারের অতিরিক্ত মশলা দূর হতে পারে।

লেবুর রস

লেবুর রস

ঝাল কমাতে পাতিলেবুও কার্যকরী। যেকোনও তরকারি বা রান্নায় ঝাল হয়ে গেলে তাতে খানিকটা পাতিলেবুর রস মিশিয়ে দিন। ঝাল কমবেই কমবে!

আলু

আলু

যেকোনও খাবারে ঝাল কমাতে আলুর জুড়ি মেলা ভার। স্যুপ বা ঝোল রয়েছে এমন খাবারে ঝাল বেশি হলে, তাতে কয়েক টুকরো আলু যোগ করুন। দেখবেন ঝাল অনেকটাই কমে যাবে।

বাদাম বাটা

বাদাম বাটা

কোর্মা, চিকেন চাপ, রেজালা এই জাতীয় রান্নায় অতিরিক্ত ঝাল হয়ে গেলে তাতে একটু বাদাম বেটে নিয়ে মিশিয়ে দিন। ঝাল অনেকটাই কমে যাবে।

English summary

Simple Hacks To Fix Your Extra Spicy Food!

Add these ingredients in your dish to reduce the spice quotient and relish your food just as you imagined it.
X
Desktop Bottom Promotion