For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কেটে গিয়ে রক্তপাতের সমস্যা থেকে মুক্তির ঘরোয়া টোটকা

|

নানা সময়ে কেটে যাওয়ার সমস্যা লেগেই থাকে আমাদের। ছোটরা তো অবশ্যই বড়দের ক্ষেত্রেও যেকোনও সময়ে কেটে গিয়ে রক্তপাত হতে পারে। [অ্যানিমিয়ার সমস্যা দূর করবে এইসব খাবার]

কেটে গেলে অনেক সময়ই আমরা কিছু দিয়ে চেপে রেখে রক্ত বন্ধ করার চেষ্টা করি। অথবা জলের নিচের কাটা জায়গা ধরে ধুয়ে নিই। [উচ্চ রক্তচাপ কমাতে পারে এই খাবার]

কাটা জায়গা দিয়ে কম রক্তপাত হলে ঠিক আছে। তবে বেশি রক্তপাত হলে এই সময়ে অনেকেই ভয় পেয়ে যান। অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখলেই মঙ্গল। [শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা হচ্ছে কীভাবে বুঝবেন?]

বড় হোক বা ছোট, কেটে গেলে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে রক্তপাত বন্ধ করবেন তা জেনে নিন নিচের স্লাইডে ক্লিক করে। [ঘুমানোর অদ্ভুত ধরনের ফলে কী হতে পারে]

কফি পাউডার

কফি পাউডার

কাটা জায়গায় কফি পাউডার দিয়ে দিন। রক্তপাত বন্ধ হয়ে যাবে।

হলুদ

হলুদ

কাটা জায়গায় হলুদ গুড়ো দিয়েও রক্তপাত বন্ধ করা যেতে পারে। এতে রয়েছে এমন উপাদান যা সংক্রমণ আটকাতে সক্ষম।

টি ব্যাগ

টি ব্যাগ

চায়ের ব্যাগ ঠান্ডা জলে ডুবিয়ে তা কাটা জায়গায় চেপে ধরুন। কয়েকমিনিট রেখে সরিয়ে দিন। রক্তপাত বন্ধ হয়ে যাবে।

টুথপেস্ট

টুথপেস্ট

টুথপেস্ট লাগিয়েও কাটা জায়গার রক্তপাত বন্ধ করতে পারেন।

গ্লাস

গ্লাস

অন্যকিছু ঘরে না থাকলে শুধু কাঁচের গ্লাস চেপে ধরেও কাটা জায়গার রক্তপাত বন্ধ করতে পারেন।

বরফের টুকরো

বরফের টুকরো

রক্ত পড়তে থাকা জায়গায় বরফের টুকরো লাগিয়ে রক্তপাত বন্ধ করতে পারেন।

নুন

নুন

কাটা জায়গায় নুনের ছিটে, শুনতে অবাক লাগলেও রক্তপাত বন্ধ করতে নুন দারুণ কাজ দেয়। খুব তাড়াতাড়ি বেরতে থাকা রক্তকে শুষে নিয়ে জায়গাটি শুকনো করে দেয় নুন। ফলে রক্তপাত থেমে যায়। এমনকী সংক্রমণের হাত থেকেও বাঁচা যায়।

English summary

Quick Home Remedies For Bleeding Wounds

Quick Home Remedies For Bleeding Wounds
Story first published: Friday, November 27, 2015, 12:48 [IST]
X
Desktop Bottom Promotion