For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আঁচিল নিয়ে আর নয় টেনশন, ঘরোয়া টোটকায় সমাধান মাত্র দু সপ্তাহেই!

|

অনেকেরই মুখ-সহ শরীরের বিভিন্ন অংশে আঁচিলে ভর্তি থাকে। শরীরের এখানে-সেখানে আঁচিল একেবারেই দেখতে ভাল লাগে না, সৌন্দর্যেরও বারোটা বেজে যায়। অনেক সময় আঁচিলে ব্যথা হয়। ওষুধ খেলে যেমন আঁচিল সেরে যায়, তেমনই খুব বেশি সমস্যা হলে অপারেশনও করাতে হয়। আঁচিলের ধরন বুঝে চিকিৎসা করেন বিশেষজ্ঞরা।

Natural Remedies To Treat Warts at Home

তবে কিছু ঘরোয়া উপায়েও দূর করা যায় আঁচিল। তাই আঁচিল হলে চিন্তা না করে বরং প্রয়োগ করে দেখুন এই ঘরোয়া উপাদানগুলি। কিছুটা ফল পাবেনই!

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েল

যেখানে আঁচিল হয়েছে সেখানে কয়েক ঘণ্টা টি ট্রি অয়েল লাগিয়ে রেখে দিন। ক্যাস্টর অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে আঁচিলে লাগান। এই পদ্ধতিটি প্রতিদিন দুই থেকে তিন বার পুনরাবৃত্তি করুন।

ভিটামিন ই

ভিটামিন ই

ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বার করে আঁচিলে লাগান। তারপর এর উপর ব্যান্ডেজ বেঁধে সারারাত রেখে দিন। কমপক্ষে টানা দুই সপ্তাহ এটি করুন। ফল মিলবে হাতেনাতে!

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েলও আঁচিল তুলতে বেশ কার্যকর। আঁচিল অপসারণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই জায়গায় ক্যাস্টর অয়েল লাগাতে থাকুন।

বগলের কালো দাগছোপ কিছুতেই যাচ্ছে না? বেকিং সোডা ব্যবহারেই কাজ হবে চটজলদি!বগলের কালো দাগছোপ কিছুতেই যাচ্ছে না? বেকিং সোডা ব্যবহারেই কাজ হবে চটজলদি!

অ্যাপেল সাইডার ভিনেগার

অ্যাপেল সাইডার ভিনেগার

অল্প জলে দুই ফোঁটা অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে আঁচিলের জায়গায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন। কমপক্ষে টানা দুই সপ্তাহ এটি করুন। ফল মিলবে হাতেনাতে!

অ্যালোভেরা

অ্যালোভেরা

অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নিন। আঁচিলের উপর প্রতিদিন ফ্রেশ অ্যালোভেরা জেল লাগান। কিছুদিন পর নিজেই দেখতে পাবেন ফলাফল!

English summary

Natural Remedies To Treat Warts at Home in Bengali

Chek out the effective natural remedies to treat warts at home. Read on.
Story first published: Wednesday, September 14, 2022, 18:55 [IST]
X
Desktop Bottom Promotion