For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) আয়ু বাড়াতে এই উপাদানগুলি আপনাকে সাহায্য করবে!

By Oneindia Bengali Digital Desk
|

'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে'। মাইকেল মধূসুদন দত্তর লেখা এই কবিতার লাইনগুলি ধ্রুবসত্যর মতো প্রতিভাত হয়। সত্যিই তো, জন্ম ও মৃত্যু, এই পৃথিবীর চরম সত্যগুলির একটি। একে মেনে নিতেই হবে। মৃত্যু কখন দোরগোড়ায় এসে উপস্থিত হবে তা কেউ জানে না। [নিখরচায় বয়স ধরে রাখার মূল্যবান টিপস]

তবে সকলেই চায় দীর্ঘজীবী হতে। সুস্থভাবে নিয়ম মেনে যেমন দীর্ঘদিন নিরোগ বাঁচা যায়, তেমনই অনেক সময়ে নিষ্ঠাবান থেকেও অনেকে কমবয়সে নানা রোগের কারণে প্রাণ হারান। তবে কিছু উপাদান অবশ্যই রয়েছে যা মানুষের প্রাণ বা আয়ু বাড়াতে বিশেষ সাহায্য করে। [তাড়াতাড়ি বয়স বাড়িয়ে দেয় এই জিনিসগুলি]

বেশিদিন বাঁচলে জীবনের নানা বৃত্ত সম্পূর্ণ হয়। পরের একাধিক প্রজন্মকে নিজের চোখে আপনি দেখে যেতে পারবেন। জীবনের ছোট-বড় মুহূর্তগুলির সংখ্যা অনেক বেশি হয়। এবং ভালো-খারাপ মিলিয়ে প্রাপ্তির সংখ্যা অনেক বেশি থাকে। [এই কয়েকটি কারণে মিলনের সময়ে ভায়াগ্রাও ফেল করতে পারে!]

ফলে সকলেই চান রোগ-ব্যাধিকে সরিয়ে রেখে দীর্ঘজীবন লাভ করতে। তবে কোন কোন খাদ্য উপাদানগুলি আপনাকে এই কাজে সাহায্য করতে পারে তা জানেন কি? নিচের স্লাইডে দেখে নিন কোন খাবার আপনার আয়ু বাড়াতে সাহায্য করবে। [ঘরে এই জিনিসগুলি থাকলে ফুসফুসের বেজায় ক্ষতি!]

আভোকাডো

আভোকাডো

আভোকাডো ফলটি শরীরে জন্য অত্যন্ত উপকারী। এই ফলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে ও প্রচুর পরিমাণে পটাশিয়াম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে দীর্ঘজীবী করে তোলে।

আলুবখরা

আলুবখরা

এই ফলটি মধ্যপ্রাচ্যে বেশি পাওয়া যায়। তবে ভারতে সামান্য দাম বেশি হলেও এটি সহজলভ্য। এটি হৃদপিণ্ডের কার্যক্ষমতাকে সুরক্ষিত রাখে ও হার্ট অ্যাটাক থেকে আমাদের বাঁচায়।

রসুন

রসুন

রসুনে রয়েছে বি ৬, ভিটামিন সি-র মতো নানা উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। ফলে সুস্থ শরীর অনেকদিন পর্যন্ত টানতে পারে। এছাড়া ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়তেও এটি দারুণ সাহায্য করে।

বার্লি

বার্লি

বার্লিও শরীরের জন্য দারুণ উপকারী। এটি কোলন ক্যানসারের মতো রোগ আটকায়, হজম শক্তিকে বাড়ায় এবং একইসঙ্গে শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরলকে বের করে দেয়।

অলিভ অয়েল

অলিভ অয়েল

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম উপায় হল অলিভ অয়েলের ব্যবহার বাড়ানো। এতে রয়েছে নানা উপকারী ফ্যাট ও ভিটামিন কে যা নানা দরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকতে সাহায্য করে।

কাজু বাদাম

কাজু বাদাম

কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যানসার প্রতিরোধ করে এবং শরীরের কোশগুলির বয়স বাড়ার গতি কমিয়ে দেয়।

English summary

Natural Ingredients That Can Help You Live Longer!

Natural Ingredients That Can Help You Live Longer!
Story first published: Thursday, September 1, 2016, 15:13 [IST]
X
Desktop Bottom Promotion