Just In
- 8 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 9 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
- 15 hrs ago
Surya Gochar 2022 : সিংহ রাশিতে সূর্যের গোচর, অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের!
- 23 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১১ অগস্টের রাশিফল
Cooking Tips : রান্নার সময় কড়াইতে খাবার লেগে যায়? এই ৪ উপায়েই হবে সমস্যার সমাধান!
রান্না করতে গিয়ে অনেক সময়ই কড়াইয়ে খাবার লেগে যায়। মাছ অথবা আলু ভাজতে গিয়ে এই সমস্যা বেশি করে হয়। তাছাড়া, গ্রেভিযুক্ত কোনও খাবার তৈরির ক্ষেত্রেও অনেক সময় কড়াইয়ে লেগে যায়। আর এক বার তলায় লেগে গেলে রান্নার স্বাদও নষ্ট হয়ে যায়, কড়াই পরিষ্কার করতেও সমস্যা হয়।
তবে রান্নার সময়ে কয়েকটি নিয়ম মেনে চললে কড়াইয়ে খাবার লেগে যাবে না। দেখে নিন কী করবেন -

জল
কড়াই ঠিক মতো গরম না হলে খাবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সে জন্য রান্না করার আগে কড়াই ভাল করে গরম করে নেওয়া জরুরি। আঁচে কড়াই গরম করতে বসিয়ে তাতে খানিকটা জল ছিটিয়ে দেখুন। জল সঙ্গে সঙ্গে শুকিয়ে গেলে বুঝবেন কড়াই ঠিকঠাক গরম হয়েছে।

ঘন ঘন নাড়তে থাকুন
রান্না বসিয়ে এদিক-এদিক চলে যাবেন না। ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজনে অল্প জল দিয়ে দিন। তাহলে কড়াইয়ের তলায় খাবার লেগে যাবে না।
আরও পড়ুন :রান্নায় বেশি ঝাল দিয়ে ফেলেছেন? সামাল দিতে রইল কয়েকটি টিপস

কড়াই এবং তেল গরম করুন
কড়াই এবং তেল আগে ভাল করে গরম করে নিতে হবে, তাহলে খাবার লেগে যাবে না। প্রথমে কড়াই ভাল করে গরম করে তাতে তেল ঢালুন। তার পর তেল ভাল করে গরম হয়ে এলে রান্না শুরু করুন। এতে কড়াইয়ে খাবার লেগে যাওয়ার আশঙ্কা থাকবে না।

অল্প আঁচে রান্না করুন
আঁচ কখনই একেবারে বাড়িয়ে রাখবেন না। সর্বদা মিডিয়াম আঁচে রান্না করুন, তাহলে কড়াইয়ে খাবার লেগে যাবে না। আঁচ অতিরিক্ত বাড়িয়ে দিলে খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।