For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বহুগুণ সম্পন্ন আমলকি কীভাবে সংরক্ষণ করবেন? জেনে নিন পদ্ধতি

|

আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারি, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু স্বাস্থ্যই নয়, ত্বক ও চুল ভাল রাখতেও এর জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। আপনি যদি প্রতিদিন আমলকি খান, তবে সর্দি-কাশির মতো রোগ থেকে নিজেকে অনেক দূরে রাখতে পারবেন।

How to preserve amla at home

আজ আমরা আপনাদের আমলকি সংরক্ষণ-এর উপায় জানাব। এই উপায়গুলির মাধ্যমে আপনি বেশ কয়েক মাস পর্যন্ত আমলকি সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক পদ্ধতিগুলি -

আমলকি সংরক্ষণের উপায়

১) আমলকি টুকরো করে ফ্রিজে রাখুন

১) আমলকি টুকরো করে ফ্রিজে রাখুন

ক) যদি আমলকি কয়েক মাস সংরক্ষিত রাখতে চান, তাহলে প্রথমে পরিষ্কার জল দিয়ে সেগুলি ধুয়ে ফেলুন।

খ) ধোওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে পাত্রে রেখে দিন।

গ) এবার এটি একটি এয়ারটাইট প্যাকেটে রেখে বন্ধ করুন। তারপর প্যাকেটটি ফ্রিজে ৬-৭ ঘণ্টা রেখে দিন।

ঘ) এইভাবে, আপনি যেকোনও সময় আমলকির টুকরো বের করে ব্যবহার করতে পারেন।

২) আমলা কিউব

২) আমলা কিউব

ক) প্রথমে আমলকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন।

খ) এবার মিক্সিতে দিয়ে ভাল করে পিষে নিন।

গ) তারপর ছাঁকনি দিয়ে এর রস ছেঁকে নিন।

ঘ) এবার আমলকির রস এবং বেঁচে যাওয়া আমলকি আইস ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আমলকির চা, দেখুন এর অন্যান্য স্বাস্থ্য উপকারিতাডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আমলকির চা, দেখুন এর অন্যান্য স্বাস্থ্য উপকারিতা

৩) আমলকি হলুদ জলে রাখুন

৩) আমলকি হলুদ জলে রাখুন

ক) প্রথমে কাঁচের এয়ারটাইট পাত্র নিন।

খ) তাতে জল, নুন, হলুদ এবং ভিনেগার ঢেলে ভাল করে মিশিয়ে নিন।

গ) এর মধ্যে আমলকি কেটে দিয়ে দিন।

ঘ) এটি সূর্যের আলোতে ৬-৭ ঘণ্টা রেখে দিন।

ঙ) তারপরে এটি ফ্রিজে রাখুন। এইভাবে বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারেন।

English summary

How to preserve amla at home

Lets see how we can preserve amla at home. Read on.
X
Desktop Bottom Promotion