For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়িতে মাকড়সার উৎপাত? রইল মাকড়সা তাড়ানোর পাঁচটি উপায়

|

বাড়িতে মাকড়সার উৎপাত খুবই পরিচিত একটি সমস্যা। শোওয়ার ঘর, বাথরুম, রান্নাঘর সর্বত্রই এই কীট বিদ্যমান। যতই ঝাড়ু দিয়ে তাড়ানো হোক না কেন আবার ঘরের কোনও না কোনও জায়গায় এরা ঠিক উপস্থিত হয় এবং সেখানে জাল ছড়ায়। ফলে ঘরের আনাচে কানাচে বার বার ঝুল জমে। বারবার পরিষ্কার করলেও ঘর আবার নোংরা হয়ে যায়। অনেকে আবার মাকড়সাকে ভয়ও পায়। তাই আজ আমরা এই আর্টিকেলে এমন কিছু উপায় বলব, যেগুলি প্রয়োগ করলে মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না! দেখে নিন সেগুলি কী -

How to Get Rid Of Spiders and Spider Webs From Home

লেবু

লেবু

লেবুতে থাকা ভিটামিন সি উপাদানটি মাকড়সা তাড়াতে দুর্দান্ত কার্যকর। ঘরের যেসব জায়গায় মাকড়সার আক্রমণ বেশি সেখানে লেবুর রস ঘষে দিন। এছাড়া, লেবুর রস বার করেও স্প্রে করতে পারেন।

দারুচিনি গুঁড়ো

দারুচিনি গুঁড়ো

দারুচিনি গুঁড়ো ছিটিয়েও মাকড়সার হাত থেকে মুক্তি পাওয়া যায়। দারুচিনির কড়া গন্ধের কারণে, মাকড়সা পালায়। একইভাবে, আপনি রসুন দিয়েও মাকড়সা তাড়াতে পারেন। জলে দুই থেকে তিনটি রসুন রেখে সেই জল স্প্রে করতে পারেন।

সাদা ভিনেগার

সাদা ভিনেগার

সাদা ভিনেগার ব্যবহার করেও মাকড়সা তাড়াতে পারেন। জলের সাথে সাদা ভিনেগার মিশিয়ে ঘরের কোণে এবং দেওয়ালে স্প্রে করুন তাহলে মাকড়সা পালাবে। ভিনেগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলেই মাকড়সা পালাবে। একইভাবে, আপনি বেকিং সোডা ছিটিয়েও ঘর থেকে মাকড়সা এবং অন্যান্য কীটপতঙ্গ তাড়াতে পারেন।

বাড়িতে টিকটিকির উপদ্রব বাড়ছে? এই পদ্ধতি প্রয়োগে নিমেষেই হবে সমাধান!বাড়িতে টিকটিকির উপদ্রব বাড়ছে? এই পদ্ধতি প্রয়োগে নিমেষেই হবে সমাধান!

তামাক

তামাক

তামাকের গন্ধ মাকড়সা একদম সহ্য করতে পারে না। তামাকের গন্ধ পেলে মাকড়সা পালিয়ে যায়। তাই বাড়ির সমস্ত কোণে বা যে জায়গাগুলোতে মাকড়সা বাসা বাঁধে সেখানে তামাকের গুঁড়ো ছিটিয়ে দিন। এছাড়া, জলে তামাক ভিজিয়ে সেটি স্প্রে বোতলে ভরে ঘরে তামাক স্প্রে করতে পারেন। দেখবেন ঘর থেকে মাকড়সা পালাবে।

পুদিনা পাতা

পুদিনা পাতা

পুদিনা পাতার গন্ধও মাকড়সা সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা তাড়াতে আপনি পুদিনার সাহায্য নিতে পারেন। কয়েকটা পুদিনা পাতা জলে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন, তারপর স্প্রে বোতলে ভরে ঘরের সমস্ত কোণে এবং যেসব যায়গায় মাকড়সা বেশি বাসা বাঁধে সেখানে স্প্রে করে দিন। এছাড়া, আপনি পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন। এই তেল অল্প জলের সাথে মিশিয়ে স্প্রে করুন।

English summary

How to Get Rid Of Spiders and Spider Webs From Home

Learning how to prevent spider webs and spiders can make your life at home much easier.
X
Desktop Bottom Promotion