For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বর্ষায় কেন্নোর উৎপাতে নাজেহাল? জেনে নিন এই সমস্যা থেকে মুক্তির উপায়

|

বর্ষাকালে প্রত্যেকের বাড়িতেই কেন্নোর উৎপাত অনেক বেড়ে যায়। মেঝে থেকে শুরু করে দেওয়াল বা সিলিং-এ চরে বেড়াতে দেখা যায় কেন্নো। বাড়ির স্যাঁতস্যাঁতে জায়গায়, বাগানে হামেশাই দেখা মেলে এই হাজার পা বিশিষ্ট পোকাটিকে। একতলা বা দোতলা বাড়িতে কেন্নোর উপদ্রব বেশি হয় বর্ষাকালে। ভিজে আবহাওয়া এবং স্যাঁতস্যাতে পরিবেশ কেন্নোর খুবই প্রিয়।

How To Get Rid of Millipedes Naturally

কেন্নোর জ্বালায় অতিষ্ট হয়ে পড়েন অনেকেই। তাই আজকের আর্টিকেলে কেন্নোকে জব্দ করতে রইল কয়েকটা ঘরোয়া টিপস। কিছু সহজ উপায় মেনে চললেই মুক্তি পাবেন কেন্নোর উপদ্রব থেকে।

কেন্নো ধরতে ফাঁদ পাতুন

কেন্নো ধরতে ফাঁদ পাতুন

ফাঁদ তৈরির জন্য লাগবে - একটি প্লাস্টিকের জলের বোতল, একটি ইঞ্চি ছয়েক লম্বা পাইপ, টেপ, ছোটো করে কাটা কয়েক টুকরো পাকা ফল। প্রথমে বোতলে ফলের টুকরো ভরে নিন। তারপর বোতলের মুখে পাইপটি ইঞ্চি দুয়েক ঢুকিয়ে ভাল করে টেপ দিয়ে আটকে দিন। এই ভাবে বোতলটি মাটিতে শুইয়ে রাখুন। ফল পচতে শুরু করলে কেন্নো এর ভিতরে প্রবেশ করবে, আর বেরিয়ে আসতে পারবে না।

আর্দ্রভাব কমান

আর্দ্রভাব কমান

আর্দ্র জায়গাতেই কেন্নো দাপিয়ে বেড়ায়। একটু ভিজে জায়গাই বেশি পছন্দ করে কেন্নো, তাই বাড়ি-ঘর আর্দ্র ও স্যাঁতস্যাতে হলে কিন্তু সমস্যা বাড়বে। ঘর, বারান্দা, রান্নাঘর, দেওয়াল এবং বাড়ির চারপাশ যত আর্দ্রতা মুক্ত থাকবে, ততই কেন্নো আসার সম্ভাবনাও কমবে। দিনের বেলায় জানালা, দরজা খুলে দিন, যাতে ঘরে ভাল করে রোদ আসে। ঘরে ঠিক মতো বাতাস চলাচল হওয়াও জরুরি। কোথাও যাতে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, সে দিকে লক্ষ্য রাখুন। জল জমতে দেবেন না। নর্দমা পরিষ্কার রাখুন। লক্ষ্য রাখবেন, কোথাও যেন জল পড়ার সমস্যা না থাকে।

ডায়াটোমেসিয়াস আর্থ

ডায়াটোমেসিয়াস আর্থ

কেন্নো মারার জন্য ঘরের কোণে, দরজার ফাঁকের মধ্যে, জানলার পাশে, বাগানে ডায়াটোমেসিয়াস আর্থ পাউডার ছড়িয়ে রাখুন। এই পাউডারের সংস্পর্শে এলে কেন্নোর শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং এরা শুকিয়ে মারা যায়। এই পাউডার দিয়ে শুধু কেন্নোই নয়, বরং নানা ধরনের পোকামাকড়ও দূর করা যায়।

বোরিক অ্যাসিড

বোরিক অ্যাসিড

কেন্নো তাড়াতে ব্যবহার করতে পারেন বোরিক অ্যাসিড। এটি কেন্নোর শরীরের হজম ক্ষমতাকে নষ্ট করে দেয়। স্যাঁতস্যাঁতে বা ভেজা জায়গায় বোরিক অ্যাসিড ছড়িয়ে দিন।

ফাটল জায়গা ভরাট করুন

ফাটল জায়গা ভরাট করুন

ঘরের দেওয়াল বা মেঝের কোথাও কোনও ফাঁক বা ফাটল থাকলে তা ভরাট করুন। জলের লাইনের কোনও পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে কি না চেক করুন। সে রকম হলে পাইপ সারিয়ে নিন। এই ধরনের পাইপ কেন্নোদের আকৃষ্ট করে।

English summary

How To Get Rid of Millipedes Naturally

Check below some of the natural remedies to get rid of millipedes.
Story first published: Friday, July 22, 2022, 19:23 [IST]
X
Desktop Bottom Promotion