For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শখের সোনার গয়না দ্যুতি হারাচ্ছে? বাড়িতেই পরিষ্কার করুন এই কয়েকটি উপায়ে

|

সোনার গয়না পরতে প্রত্যেকেরই ভাল লাগে। কিন্তু প্রতিদিন একই গয়না ব্যবহার করলে ঘাম, ধুলো-ময়লা জমে গয়নার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাছাড়া, আলমারিতে যত্ন করে তুলে রাখা সোনার গয়নাও এক সময় তার নিজস্ব দ্যুতি হারায় আর পুরানো হতে থাকে। তাই দেখতে একদম ভাল লাগে না। তবে বাড়িতে অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না! কী ভাবে? জেনে নিন আজকের আর্টিকেল থেকে -

How to Clean Gold jewellery at Home

লিক্যুইড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন

উষ্ণ জলে সামান্য বাসন মাজার লিক্যুইড ডিটারজেন্ট মেশান, তাতে কয়েক ফোঁটা অ্যামোনিয়াও দিন। এরপর এই মিশ্রণে সোনার গয়না ভিজিয়ে নতুন ব্রাশ দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করুন। তারপর একেবারে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। পেপার টাওয়েল বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন।

এছাড়াও আরেকটি পদ্ধতি প্রয়োগ করতে পারেন - হালকা গরম জলে কয়েক ফোঁটা বাসন মাজার লিক্যুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। তাতে সোনার গয়না ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। তারপর বাতাসে শুকিয়ে নিন। আপনি চাইলে নরম ব্রাশ দিয়ে ঘষেও পরিষ্কার করতে পারেন।

টিপস

১) সোনা খুব নরম ধাতু। তাই ব্রাশ করা এবং মোছার সময় খুব আলতো করে প্রয়োগ করুন। জোরে চাপ দেবেন না।

২) জলও যেন খুব গরম না থাকে। একেবারে হালকা গরম জল ব্যবহার করুন।

৩) গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়। পরিষ্কার সুতির পাতলা কাপড় কিংবা কোমল তোয়ালে দিয়েই সোনার গয়না পরিষ্কার করা ভাল।

৪) যে ব্রাশ ব্যবহার করবেন, সেটিও হতে হবে খুব কোমল। বেবি সাইজের নতুন ব্রাশ ব্যবহার করলে ভাল।

আরও পড়ুন : হাতে মেহেন্দির রঙ হালকা হয়ে এসেছে? জেনে নিন পুরোপুরি মেহেন্দি তোলার কয়েকটি ঘরোয়া উপায়

English summary

How to Clean Gold jewellery at Home in Bengali

Without any commercial products, you can clean your gold jewellery at home following these simple steps. Read on.
X
Desktop Bottom Promotion