For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাত দিনে ঘরে তৈরী ভেষজ তেলে দুই ইঞ্চি চুল বাড়ান!

By Tulika Ghoshal
|

মূলত, আপনার চুল প্রতি মাসে এক ইঞ্চি করে বৃদ্ধি পায়, কিন্তু আমরা যদি বলি মাত্র সাত দিনের মধ্যে আপনার চুল দুই ইঞ্চি বৃদ্ধি পেতে পারে! কি বিশ্বাস হল না? চুল বৃদ্ধির জন্য এই ঘরোয়া তেলটি ঠিক এই কাজটিই করে|

চুল বৃদ্ধির জন্য এই ভেষজ তেলের প্রধান উপাদানগুলো হল জবা ফুল, জবা ফুলের পাতা, নারকেল তেল, কারি পাতা, সর্ষের তেল, জলপাইয়ের তেল, পিয়াজের রস এবং ল্যাভেন্ডারের তেল|

ভাবছেন কিভাবে এই উপাদানগুলো সাহায্য করতে পারে স্বাভাবিকভাবে সাত দিনের মধ্যে চুল দুই ইঞ্চি বাড়াতে? দেখে নিন কি ভাবে|

চুল বৃদ্ধির জন্য এই আয়ুর্বেদীয় তেলে যে জবা ফুল আছে তা ভিটামিন এ, সি, অ্যামিনো অ্যাসিড এবং আলফা-হাইড্রক্সি অ্যাসিডএ সমৃদ্ধ যেটা চুল পড়া রোধ করে, চুলের বীজকোষ শক্তিশালী করে, ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে, রক্ত প্রবাহ উদ্দীপিত করে এবং চুল বৃদ্ধি করে| ফ্যাটি অ্যাসিড ও অত্যাবশ্যক ভিটামিনে সমৃদ্ধ নারকেল তেল মেদ থেকে ক্ষরিত রস গড়তে সাহায্য করে, মাথার ত্বকের পুষ্টি যোগায় এবং চুল পড়া রোধ করে|

চুল বৃদ্ধির এই ঘরোয়া তেলে কারি পাতা হল প্রোটিন ও বিটা ক্যারোটিনের উৎস যা চুল পাকা রোধ করে, চুলের বীজকোষ উদ্দীপিত করে এবং চুলকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে|

ঘরোয়া তেলে চুল বৃদ্ধি

ভাবছেন কি ভাবে আমাদের ভেষজ তেল সর্ষে, চুল পড়া রোধ করতে পারে? এই ভাবে| সর্ষের তেলে অ্যান্টিঅক্সিডেন্ট, অপরিহার্য খনিজ পদার্থ এবং ভিটামিন আছে যা মাথার ত্বক কে পরিষ্কার রাখে, চুল নিয়ন্ত্রণে রাখে ও বৃদ্ধি করতে সাহায্য করে|

পেঁয়াজের মধ্যে সালফার বর্তমান যা চুলের জটিল সমস্যার সমাধান করতে পারে| আমাদের চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি, এবং যখন এই প্রোটিন পেঁয়াজের মধ্যে বর্তমান সালফারের সঙ্গে মিলিত হয়, এটা প্রতিটি চুলের উপর একটি পুরু প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে চুলের বীজকোষগুলি কে গভীর থেকে উদ্দীপিত করে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে|

ল্যাভেণ্ডার তেল যেমন এই ভেষজ তেলে সুবাস এনে দেয় তেমন জলপাইয়ের তেলের অত্যাবশ্যাক ফ্যাটি অ্যাসিড কেশগুচ্ছর পুষ্টি যোগায় ও মজবুত করে| আসুন চুল পড়া রোধ করার এই ভেষজ তেলের রেসিপি দেখে নেওয়া যাক|

প্রয়োজনীয় উপকরণ

  • একটি জবা ফুল
  • তিনটি জবা ফুলের পাতা
  • এক টেবিল-চামচ নারকেল তেল
  • কয়েকটি কারি পাতা
  • এক টেবিল-চামচ সর্ষের তেল
  • এক টেবিল-চামচ জলপাইয়ের তেল
  • এক টেবিল-চামচ পেঁয়াজের রস
  • দশ ফোঁটা ল্যাভেন্ডার তেল
  • একটি ভিটামিন ই ক্যাপসুল

প্রণালী
জবা ফুল ও পাতা মিহি করে পিষে সরিয়ে রাখুন| মিক্সারে পেয়াঁজ পিষে নিয়ে তার রস ছেঁকে নিন| কম আঁচে নারকেল তেল গরম করুন| এতে কারি পাতা যোগ করুন| তাপে কারি পাতা চড়চড় করবে ও রং গাঢ় হবে| জলপাই তেলের মধ্যে পেঁয়াজের রস, সর্ষের তেল এবং ভিটামিন ই জেল যোগ করে নাড়ুন| এটি পাঁচ মিনিট অল্প আঁচে রেখে জবা ফুলের মিশ্রণটি যোগ করুন| রং পরিবর্তন হলে আঁচ নিভিয়ে দিন|

একটি বাটিতে তেলটি ঢালুন ও ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করুন| একটি তুলোর বলের সাহায্যে আপনার মাথার ত্বকে ও চুলের সর্বত্র লাগিয়ে নিন| আঙুলের ডগা দিয়ে পনেরো মিনিট মালিশ করুন| তিরিশ মিনিটের জন্য একটি গরম তোয়ালে আপনার মাথায় জড়িয়ে নিন| মৃদু শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে নিন| এই ভেষজ তেল চুল বৃদ্ধির সাথে আপনার চুল কে নরম ও রেশমি করতে সাহায্য করবে| যদি চুল বৃদ্ধির উপর আপনার জানা কোন টিপস থাকে তাহলে নিচের মন্তব্য বিভাগে আমাদের কে লিখুন|

English summary

ঘরোয়া তেলে চুল বৃদ্ধি | ভেষজ তেলে চুল বৃদ্ধি | সাত দিনে কি করে দুই ইঞ্চি চুল বাড়াবেন | স্বাভাবিকভাবে , আয়ুর্বেদিক তেল চুল বৃদ্ধির জন্য, কি করে তৈরী করবেন | কি করে আপনার চুল বাড়াবেন | চুল হ্রাসের ভেষজ তেল |

Ideally your hair grows an inch every month, but what if we say you can grow an inch in just seven days! Don't believe us? This homemade oil for hair growth does exactly that! Wondering how these ingredients can help grow 3 inches of hair in seven days, naturally? Here is how!
X
Desktop Bottom Promotion