Just In
- 3 hrs ago
Shani Jayanti 2022 : শনি জয়ন্তীতে এই জিনিসগুলি দান করুন, মুক্তি মিলবে সব সমস্যা থেকে!
- 11 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২৬ মে-এর রাশিফল
- 19 hrs ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 1 day ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
পেটের চর্বি কমাতে ঘরোয়া চিকিৎসা
শুরুটা পেট থেকে হলেও বেশি দিন যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সার্বিকভাবেই ওজন বাড়তে শুরু করে। আর একথা তো সকলেরই জানা যে ওজন বাড়লে নানা ধরনের জটিল রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে। ফলে জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তাই তো সঠিক সময়ে ব্যবস্থা নেওয়াটা একান্ত প্রয়োজন।
এখন প্রশ্ন এক্ষেত্রে কী করলে উপকারে লাগতে পারে? এই প্রবন্ধে এমন একটি ঘরোয়া ওষুধ নিয়ে আলোচনা করা হল, যা শীঘ্র পেটের মেদ ঝড়াতে সক্ষম। তাই আপনিও যদি অতিরিক্ত ওজনের কারণে চিন্তায় থাকেন, তাহলে একবার পড়ে দেখতেই পারেন এই লেখাটি।
প্রসঙ্গত, শরীরে নানা কারণে মেদ জমতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া এবং শরীরচর্চার প্রতি অনিহাই দায়ী থাকে। নানা রোগের করণেও পেটে চর্বি জমে। তাই এখনই সাবধান হন। না হলে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, পিঠের যন্ত্রণা, নি পেন অথবা হার্টের রোগে আক্রান্ত হয়ে পরবেন। আর একবার এই রোগগুলির কোনওটা শরীরে বাসা বাঁধলে কষ্টের শেষ থাকবে না কিন্তু!
ঘরয়ো
ওষুধটি
বানাতে
প্রয়োজন
পড়বে:
১.
জিরা
পাউডার-
১
চামচ
২.
আদার
রস-
২
চামচ
এই ঘরোয়া ওষুধটি প্রতিদিন খেলে নিমেষে কমে যাবে পেটের চর্বি। তবে শুধু এই ওষুধটি খেলে চলবে না কিন্তু সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চা এবং ডায়াটের দিকে খেয়াল রাখতে হবে। রেড মিট এবং ফ্রাই খাবার খাওয়া একেবারেই চলবে না।
জিরাতে কিউমিনাম নামে একটি উপাদান রয়েছে, যা চর্বি গলাতে গুরুত্বপূজ্ঞর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে, আদাতে ফেনল নামে একটি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে পেটে অতিরিক্ত চর্বি জমার সুযোগই থাকে না।
কীভাবে
বানাবেন
ওষুধটা?
১.
একটা
বড়
বাটিতে
পরিমাণ
মতো
জল
গরম
করুন।
২.
একটা
কাপে
এবার
গরম
জলটা
ঢেলে
নিন।
৩.
গরম
জলে
একে
একে
আদার
রস
ও
জিরা
পাউডার
মেশান।
৪.
ভাল
করে
উপকরণ
দুটি
মেশান।
৫.
টানা
দুমাস
ব্রেকফাস্টের
পর
এই
মিশ্রনটি
খেলে
দারুন
উপকার
পাবেন।